Choose the antonym of “oblation”:
A
Sacrifice
B
Offering
C
Donation
D
Withholding
উত্তরের বিবরণ
0
Updated: 1 month ago
He ran with great speed. The underlined part of the sentence is a -
Created: 1 month ago
A
noun phrase
B
adverb phrase
C
adjective phrase
D
participle phrase
He ran with great speed.
-
এখানে with great speed হলো Adverbial Phrase।
-
অর্থ: "দ্রুত গতিতে"
-
এটি বাক্যের ক্রিয়া ran কে বর্ণনা করছে।
-
যদি আমরা প্রশ্ন করি “How did he run?”, উত্তর হবে “with great speed”। তাই এটি Adverbial Phrase।
-
Adverbial Phrase কী?
-
যে phrase বাক্যে adverb এর মতো কাজ করে তাকে Adverbial Phrase বলা হয়।
-
সাধারণত এই phrase টি বোঝায়:
-
কখন? (when)
-
কোথায়? (where)
-
কেন? (why)
-
কিভাবে? (how)
-
-
যেমন:
-
She sang in the morning. → in the morning → when?
-
He lives near the river. → near the river → where?
-
সূত্র: Azar, B. S. (2017). Understanding and Using English Grammar. 5th Edition. Pearson Education.
0
Updated: 1 month ago
Fill in the blank with the correct verb:
Mr. Rasel would rather ____ home last night.
Created: 1 month ago
A
stay
B
stayed
C
staying
D
have stayed
Would rather ব্যবহারের নিয়ম ও উদাহরণ বোঝার জন্য আমরা নিম্নলিখিত তথ্যগুলো দেখতে পারি।
-
Complete sentence: Mr. Rasel would rather have stayed home last night.
-
বাংলা অর্থ: রাসেল সাহেব গত রাতে বরং বাড়িতেই থাকতেন।
-
-
Would rather-এর ব্যবহার:
-
সাধারণভাবে, কোনো কাজ করা বরং ভালো বোঝাতে would rather + verb (base form) ব্যবহৃত হয়।
-
এটি দুটি কাজের মধ্যে প্রথমটিকে দ্বিতীয়টির চেয়ে শ্রেয় হিসেবে দেখায়।
-
Structure: Sub + would rather + verb (present form) + than + verb/noun
-
উদাহরণ: I would rather die than beg.
-
-
-
অতীতে কোনো কাজ করা বরং ভালো ছিল বোঝাতে would rather have + past participle ব্যবহৃত হয়।
-
প্রদত্ত বাক্যে last night উল্লেখ থাকায় have stayed সঠিক ব্যবহার।
-
তাই শূন্যস্থানে সঠিক উত্তর হলো: have stayed।
-
0
Updated: 1 month ago
In which sentence 'like' is used as a preposition?
Created: 1 month ago
A
He likes to eat fish.
B
He laughs like his father does.
C
He climbed the tree like a cat.
D
Like minded people are necessary to start a business.
“He climbed the tree like a cat” বাক্যে “like”-এর বিশ্লেষণ নিম্নরূপ:
Preposition হিসেবে like:
-
এখানে like বোঝাচ্ছে “মত, রকম”, অর্থাৎ in the manner of, similarly to, having the characteristics of।
-
বাক্যের অর্থ: সে একটি বিড়ালের মতো গাছে উঠেছিল।
-
Like এখানে a cat (noun)-এর আগে অবস্থান করছে এবং বাক্যের অন্যান্য word-এর সাথে noun-এর সম্পর্ক স্থাপন করছে, তাই এটি preposition হিসেবে ব্যবহৃত হয়েছে।
অন্য উদাহরণগুলোতে like-এর ব্যবহার:
-
He likes to eat fish.
-
এখানে like একটি verb, অর্থাৎ “পছন্দ করা”।
-
অনুবাদ: সে মাছ খেতে পছন্দ করে।
-
-
He laughs like his father does.
-
এখানে like conjunction হিসেবে ব্যবহার হয়েছে।
-
অর্থ: in the same way that; এই ক্ষেত্রে like একটি clause-এর সাথে আরেকটি clause সংযুক্ত করছে।
-
-
Like-minded people are necessary to start a business.
-
এখানে like একটি adjective হিসেবে compound adjective like-minded-এ ব্যবহৃত হয়েছে।
-
অর্থ: similar; এটি preposition নয়।
-
Source:
0
Updated: 1 month ago