The antonym of “Footloose and fancy-free” is:
A
Uninhibited and spontaneous
B
Lighthearted and jovial
C
Burdened and constrained
D
Carefree and wandering
উত্তরের বিবরণ
• The antonym of "Footloose and fancy-free" is - Burdened and constrained.
• Footloose and fancy-free (idiom)
English Meaning: free to do as one pleases without responsibilities or commitments.
Bangla Meaning: বাঁধনহীন; দায়িত্বহীন স্বাধীনতা।
Example Sentence:
- Now that the exams are over, he feels footloose and fancy-free.
অপশন আলোচনা:
- Uninhibited and spontaneous - অবাধ ও স্বতঃস্ফূর্ত।
- Lighthearted and jovial - প্রফুল্ল ও আনন্দিত।
- Burdened and constrained - ভারাক্রান্ত ও সীমাবদ্ধ।
- Carefree and wandering - নিশ্চিন্ত ও ঘুরে বেড়ানো।
0
Updated: 1 month ago
In which Shakespearean play do the characters "Isabella" and "Claudio" appear?
Created: 2 months ago
A
All's Well That Ends Well
B
A Comedy of Errors
C
As You Like It
D
Measure for Measure
Measure for Measure
-
লিখেছেন William Shakespeare।
-
এটি একটি 5-act Dark Comedy, প্রায় 1603–04 সালে লেখা এবং 1623 সালের প্রথম ফলিওতে প্রকাশিত।
সংক্ষেপে গল্প:
-
Duke of Vienna তার ক্ষমতা অস্থায়ীভাবে Angelo কে দেন।
-
Angelo কঠোর আইন প্রয়োগ করে Claudio কে মৃত্যুদণ্ড দেন, কারণ সে তার প্রেমিকা Juliet কে গর্ভবতী করেছে।
-
Isabella, Claudio এর বোন ও একজন novice nun, ভাইকে বাঁচানোর জন্য Angelo এর কাছে অনুরোধ করে।
-
Angelo প্রস্তাব দেয়: Claudio কে মুক্ত করতে হলে Isabella কে তার সতীত্ব ত্যাগ করতে হবে। Isabella রাজি হয় না।
-
Duke ছদ্মবেশে ঘটনা পর্যবেক্ষণ করেন। শেষ পর্যন্ত, সত্য প্রকাশ পায়, Claudio মুক্ত হয়, এবং Angelo এর অন্যায় প্রকাশ পায়।
-
Duke Isabella কে বিয়ের প্রস্তাব দেন, এবং নাটকটি ন্যায়বিচারের মাধ্যমে শেষ হয়।
প্রধান চরিত্রসমূহ:
-
Isabella
-
Vincentio (Duke)
-
Claudio
-
Lord Angelo
-
Juliet
-
Mistress Overdone
William Shakespeare
-
জন্ম: 26 এপ্রিল 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: 23 এপ্রিল 1616, Stratford-upon-Avon
-
ডাকনাম: Bard of Avon / Swan of Avon
-
প্রখ্যাত ইংরেজ কবি, নাট্যকার ও অভিনেতা।
-
মোট 37 নাটক লিখেছেন।
উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Titus Andronicus, Antony and Cleopatra, Romeo and Juliet
-
Tragi-comedy: The Merchant of Venice, The Winter's Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream, Much Ado About Nothing
-
Historical play: Julius Caesar, Henry IV (Parts I & II), Henry V, Richard III, King John
Source: An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman; Britannica
0
Updated: 2 months ago
"Ulysses" by Alfred Lord Tennyson is a -
Created: 2 months ago
A
Novel
B
Blank-verse poem
C
Ballad
D
Short story
• "Ulysses" by Alfred Lord Tennyson is a blank-verse poem.
• Ulysses (Poem):
-
Written in blank verse, the poem was composed in 1833 and published in the two-volume collection Poems (1842).
-
Inspired by Homer’s Iliad.
-
It is primarily a Dramatic Monologue, expressing the reflections of the aged hero Ulysses.
• Famous Quotes:
-
"Made weak by time and fate, but strong in will to strive, to seek, to find, and not to yield."
-
"I will never rest from travels, I will drink life to the lees."
• Lord Alfred Tennyson (1809–1892):
-
A leading poet of the Victorian Period, regarded as its chief representative.
-
Appointed Poet Laureate of England in 1850.
-
Renowned for his melodious language, often called a Lyric Poet.
-
His elegy In Memoriam was written in grief for the death of his close friend Arthur Henry Hallam.
• Famous Poems by Tennyson:
-
Oenone
-
Ulysses
-
The Lotos-Eaters
-
Locksley Hall
-
In Memoriam
-
Morte D'Arthur
-
The Princess
-
The Two Voices
-
The Lady of Shalott
• Note: The novel "Ulysses" was written by Irish author James Joyce, not Tennyson.
Source: Britannica.
0
Updated: 2 months ago
Obfuscate (Similar)
Created: 1 month ago
A
Clarify
B
Reveal
C
Simplify
D
Confuse
Obfuscate (Verb)
-
English Meaning: To make something less clear and more difficult to understand, usually deliberately.
-
Bangla Meaning: (মনকে) আচ্ছন্ন করা; বিভ্রান্ত বা হতবুদ্ধি করা
Synonyms (সমার্থক):
-
Baffle → বিপাকে ফেলা
-
Complicate → জটিল করা
-
Bewilder → বিভ্রান্ত করা
-
Conceal → গোপন করা
-
Confound → বিভ্রান্ত করা
Antonyms (বিপরীতার্থক):
-
Clarify → স্পষ্ট করা
-
Clear up → স্পষ্ট করা, শেষ করা, সমাধান করা
-
Reveal → রহস্য ফাঁস করা
-
Enlighten → আলোকিত করা
-
Explicate → ব্যাখ্যা করা
Related Options:
-
Clarify → স্পষ্ট করা
-
Reveal → দৃষ্টিগোচর করানো; প্রকাশ করা
-
Simplify → সরল করা; সহজসাধ্য বা সহজবোধ্য করা
-
Confuse → গুলিয়ে ফেলা; বিশৃঙ্খল করা; বিভ্রান্ত বা কিংকর্তব্যবিমূঢ় হওয়া বা করা
Example Sentences:
-
Protect and obfuscate your flash files.
-
To further obfuscate matters, he hiccups, barks, yaps, and swallows his rhymes.
Source:
0
Updated: 1 month ago