A
with
B
in
C
within
D
between
উত্তরের বিবরণ
Complete Sentence:
There is a strong friendship between Humayra and Jhuma.
Explanation:
-
দুটি ব্যক্তি বা বস্তুকে বোঝাতে between ব্যবহার হয়।
-
উদাহরণ: There is a strong friendship between Humayra and Jhuma.
-
-
তিন বা ততোধিক ব্যক্তি বা বস্তু বোঝাতে among ব্যবহার করা হয়।
-
উদাহরণ: The cookies were shared among the children at the party.
-
-
যেহেতু এখানে শুধু দুইজন ব্যক্তির সম্পর্ক বোঝানো হয়েছে, সুতরাং শূন্যস্থানে সঠিক শব্দ হলো between।

0
Updated: 20 hours ago
She hardly comes here, ____?
Created: 3 weeks ago
A
does she?
B
doesn’t she?
C
did she?
D
didn’t she?
Correct Answer: ক) does she?
ব্যাখ্যা:
-
“Hardly” মানে প্রায় কখনো না, যা নেগেটিভ অর্থ বহন করে। সেক্ষেত্রে tag question হবে positive → does she?
Tag Question করার নিয়মসমূহ:
-
Tag question সাধারণত ব্যবহৃত হয় মূল বক্তব্যটি সত্য না মিথ্যা তা নিশ্চিত করার জন্য।
-
Tag question-এর subject সর্বদা মূল sentence-এর subject-এর pronoun হয়।
-
Tag question গঠনের জন্য auxiliary verb ব্যবহার করা হয়, এবং সাধারণত এর সংক্ষিপ্ত রূপ নেওয়া হয়।
-
যদি মূল বাক্য positive হয়, তাহলে tag question হবে negative।
-
যদি মূল বাক্য negative হয়, তাহলে tag question হবে positive।
Source: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain

0
Updated: 3 weeks ago
'We must not be late, else we will miss the train'. This is a -
Created: 4 days ago
A
compound sentence
B
complex sentence
C
simple sentence
D
interrogative sentence
“We must not be late, else we will miss the train.” – এটি একটি Compound Sentence।
Compound Sentence কী?
যে বাক্যে একাধিক Principal Clause থাকে এবং সেগুলো Coordinating Conjunction দ্বারা যুক্ত থাকে, তাকে Compound Sentence বলা হয়।
Compound Sentence গঠনের শর্ত:
-
বাক্যে একটির বেশি Principal Clause থাকতে হবে।
-
বাক্যে এক বা একাধিক Coordinating Conjunction থাকতে হবে।
সাধারণ Coordinating Conjunction-এর উদাহরণ:
and, or, but, neither...nor, either...or, not only...but also, else, so, yet, therefore, nevertheless, while, whereas, only, consequently, on the contrary
ইত্যাদি।
এই ধরনের conjunction ব্যবহার করলে বাক্যটি Compound Sentence হিসেবে চিহ্নিত করা যায়।
উৎস: Azar, Betty Schrampfer. Understanding and Using English Grammar. 5th edition, Pearson Education, 2017.

0
Updated: 4 days ago
Hardly ________ a word when she interrupted me.
Created: 1 month ago
A
I spoken
B
I had spoken
C
have I spoken
D
had I spoken
• Complete Sentence: Hardly had I spoken a word when she interrupted me.
- Bangla Meaning: আমি কথাটা বলতেই না বলতেই ও আমাকে থামিয়ে দিল।
- কোনো বাক্যে hardly had থাকলে, hardly had যুক্ত অংশটি past perfect tense এ হয় ও verb এর past participle form হয় এবং hardly had এর পরবর্তী clause টি শুরু করতে হয় when দিয়ে এবং বাকি অংশ টুকু past indefinite tense এ হয়।
- Structure: Hardly had + sub + verb এর past participle form + When + past indefinite tense.
- যেহেতু প্রদত্ত প্রশ্নের প্রথম Clause টি hardly had যুক্ত এবং past perfect tense-এ আছে তাই এর পরবর্তী clause অবশ্যই শুরু করতে হবে when দিয়ে এবং tense হবে past indefinite.
- তাই, এখানে, Hardly এর পরে শূন্যস্থানে - had I spoken হয়েছে।
সহজে মনে রাখার সুবিধার্থে,
- কোনো কিছু হওয়া/ করা মাত্রই অন্য কিছু হয়েছিল/ করেছিল বোঝাতে অথবা হতে না...হতেই / করতে না No sooner had......than এভাবে আসে। করতেই বোঝাতে বাক্যে সবসময় Hardly had.......when, scarcely had...when,
- আর When ও than এর পূর্বে Past perfect Tense এবং When ও than এর পরে Past Indefinite Tense ব্যবহৃত হয়।

0
Updated: 1 month ago