The antonym of “Footloose and fancy-free” is:
A
Uninhibited and spontaneous
B
Lighthearted and jovial
C
Burdened and constrained
D
Carefree and wandering
উত্তরের বিবরণ
• The antonym of "Footloose and fancy-free" is - Burdened and constrained.
• Footloose and fancy-free (idiom)
English Meaning: free to do as one pleases without responsibilities or commitments.
Bangla Meaning: বাঁধনহীন; দায়িত্বহীন স্বাধীনতা।
Example Sentence:
- Now that the exams are over, he feels footloose and fancy-free.
অপশন আলোচনা:
- Uninhibited and spontaneous - অবাধ ও স্বতঃস্ফূর্ত।
- Lighthearted and jovial - প্রফুল্ল ও আনন্দিত।
- Burdened and constrained - ভারাক্রান্ত ও সীমাবদ্ধ।
- Carefree and wandering - নিশ্চিন্ত ও ঘুরে বেড়ানো।
0
Updated: 1 month ago
Scientists are working to find a cure for _____ cancer.
Created: 1 month ago
A
a
B
an
C
the
D
No article
Correct sentence: Scientists are working to find a cure for cancer. (No article used)
Rule for using articles with disease names:
-
Generally, no article (especially the) is used before the names of diseases.
-
Examples:
-
AIDS virus infection is incurable.
-
Diabetes affects millions of people worldwide.
-
-
-
Exceptions: Certain diseases take the before them.
-
Examples: the gout, the mumps, the measles, the flu, etc.
-
0
Updated: 1 month ago
The baby sleeps. Here 'sleeps' is
Created: 1 month ago
A
Copulative Verb
B
Causative Verb
C
Intransitive Verb
D
Transitive Verb
The baby sleeps. Here 'sleeps' is - Intransitive verb.
• এখানে sleeps হলো একটি verb।
- এটি কোনো object নিচ্ছে না, কেবল subject (The baby) কাজ করছে।
- যেসব verb object ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, সেগুলোকে বলা হয় Intransitive Verb.
• Intransitive verb:
- যে verb এর কর্ম নেই তাকে বলে Intransitive verb.
- Intransitive verbs cannot have a direct object after them.
- এই verb কে 'কি' বা 'কাকে' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না।
- Direct object থাকে না বলে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না।
0
Updated: 1 month ago
‘Huffing and puffing, we arrived at the classroom door with only seven seconds to spare’. In this sentence the verb 'arrived' is-
Created: 1 month ago
A
Intransitive
B
Transitive
C
Causative
D
Defective
‘Huffing and puffing, we arrived at the classroom door with only seven seconds to spare’. In this sentence the verb 'arrived' is - intransitive.
• Arrive (Intransitive Verb)
- যে Verb-গুলোর সাথে কোন direct object থাকে না তাকে Intransitive Verb বলে। এরকম কিছু Verb হল arrive, die ইত্যাদি । কারণ এই Verb দুটোকে আমরা কী বা কাকে দিয়ে প্রশ্ন করতে পারি না। তাই, এদের সাথে কোন object বসে না।
• উপরে উল্লিখিত বাক্যে বলা হয়েছে যে আমরা ক্লাসরুমে পৌঁছেছিলাম। এটি আমরা কোথায় পৌঁছেছিলাম সেটা প্রকাশ করছে অর্থাৎ at the classroom আমাদেরকে where-এর উত্তর দিচ্ছে। - কিন্তু ‘কী’ বা ‘কাকে’ দিয়ে এই Verb-কে আমরা প্রশ্ন করতে পারি না।
- তাই, সঠিক উত্তর হল Intransitive Verb.
• Intransitive verb:
- An intransitive verb is a verb that does not require a direct object to complete its meaning.
- অর্থাৎ, কাজ সম্পাদনের জন্য যদি Subject ছাড়া অন্য কিছুর প্রয়োজন না হয়, তাহলে তাকে Intransitive verb বলে।
- সাধারণত Intransitive verb এর পর adverb অথবা preposition ব্যবহৃত হয়।
- বাক্যে ব্যবহৃত verb - এর কাছে কি (what? বা কাকে( whom) দ্বারা প্রশ্ন করলে যদি কোন উত্তর না পাওয়া যায়, তাই সাধারণত Intransitive Verb ৷
- উল্লেখ্য Intransitive Verb এর ক্ষেত্রে কখন( when) বা কোথায়( where) দ্বারা প্রশ্ন করতে হয়।
- Intransitive verb এর সাধারণ Structure হচ্ছে: subject + verb
- যেমন - The window opened automatically.
Source: Oxford learner's Dictionary.
0
Updated: 1 month ago