There is a strong friendship ________ Humayra and Jhuma.
A
with
B
in
C
within
D
between
উত্তরের বিবরণ
Complete Sentence:
There is a strong friendship between Humayra and Jhuma.
Explanation:
-
দুটি ব্যক্তি বা বস্তুকে বোঝাতে between ব্যবহার হয়।
-
উদাহরণ: There is a strong friendship between Humayra and Jhuma.
-
-
তিন বা ততোধিক ব্যক্তি বা বস্তু বোঝাতে among ব্যবহার করা হয়।
-
উদাহরণ: The cookies were shared among the children at the party.
-
-
যেহেতু এখানে শুধু দুইজন ব্যক্তির সম্পর্ক বোঝানো হয়েছে, সুতরাং শূন্যস্থানে সঠিক শব্দ হলো between।
0
Updated: 1 month ago
The antonym of “Vapid” is -
Created: 1 month ago
A
Exciting
B
Insipid
C
Factious
D
Accolade
সঠিক উত্তর হলো – ক) Exciting.
Vapid (adjective):
-
English Meaning: Showing no intelligence or imagination
-
Bangla Meaning: নীরস, বিস্বাদ, বিরস, নিস্তেজ, নিষ্প্রাণ
Synonyms:
-
Dull (নিস্তেজ)
-
Insipid (নিষ্প্রভ)
-
Boring (বিরক্তিকর)
-
Flavorless (স্বাদহীন)
Antonyms:
-
Brilliant (উজ্জ্বল)
-
Exciting (উত্তেজনাপূর্ণ)
-
Interesting (আকর্ষণীয়)
Other Forms:
-
Vapidly (adverb)
-
Vapidness (noun)
-
Vapidity (noun): নীরসতা, বিরসতা
Example Sentences:
-
Her conversation was interesting at first but quickly became vapid.
-
The movie was so vapid that I almost fell asleep.
Other options:
-
Factious (adjective) – দলাদলিপ্রবণ
-
Accolade (noun) – প্রশংসা; সমাদর; অনুমোদন
0
Updated: 1 month ago
I'd love to come, only I have to work. Here, 'only' is -
Created: 1 month ago
A
Noun
B
Adjective
C
Preposition
D
Conjunction
ব্যাখ্যা
Only (conjunction):
-
English meaning: except that; but
-
Bangla meaning: শুধুমাত্র; কিন্তু
-
দুটি independent clause যুক্ত করতে ব্যবহৃত হয়, যেখানে প্রথমটিতে কোনো ইচ্ছা বা সম্ভাবনা থাকে এবং দ্বিতীয়টিতে সেই ইচ্ছাকে সীমিত বা বাধাগ্রস্ত করে।
Example (Oxford Dictionary অনুযায়ী):
-
I'd love to come, only I have to work.
-
It tastes like chicken, only stronger.
0
Updated: 1 month ago
The idiom 'cry over spilled milk' means-
Created: 1 month ago
A
to be upset about something irretrievably lost
B
to cry incessantly
C
to cry for a dead pet
D
to cry for urgent help
Cry over spilled milk হলো একটি idiom, যা বোঝায় এমন কিছু নিয়ে অনুশোচনা করা যা ইতিমধ্যেই হয়ে গেছে বা যা পরিবর্তন করা সম্ভব নয়।
-
English meaning: to express regret about something that has already happened or cannot be changed
-
Bangla meaning: বৃথা অনুশোচনা করা
Example sentence:
-
Yes, we made a mistake, but there’s no point in crying over spilled milk.
-
Bangla meaning: হ্যা, আমরা একটা ভুল করে ফেলেছি, এখন এটা নিয়ে বৃথা অনুশোচনা করার কোনো মানে হয় না।
অন্যান্য বিকল্পের অর্থ:
-
খ) to cry incessantly: অবিরাম কাঁদা
-
গ) to cry for a dead pet: মৃত পোষ্য পশুর জন্য কাঁদা
-
ঘ) to cry for urgent help: জরুরি সাহায্যের জন্য চিৎকার করা
0
Updated: 1 month ago