A
Indulge in luxuries
B
Avoid overindulgence
C
Act recklessly
D
Be sociable
উত্তরের বিবরণ
সম্পূর্ণ ইংরেজি প্রশ্নটি ২২ সাল ভিত্তিক সিনিয়র অফিসার, অফিসার জেনারেল, অফিসার ক্যাশ এবং জনতা ব্যাংক (আরসি) এর প্রিলি প্রশ্ন - অনুযায়ী করা হয়েছে।
......
...............
• The word "abstemious" primarily refers to - Avoiding overindulgence.
• Abstemious (adjective)
English Meaning: characterized by self-denial or moderation in eating, drinking, or other indulgences.
Bangla Meaning: সংযমী; অতিরিক্ত গ্রহণ এড়ানো।
Example Sentence:
1. She is abstemious in her diet, rarely eating sweets or fatty foods.
2. His abstemious lifestyle helped him maintain good health.
অপশন আলোচনা:
- Indulge in luxuries - বিলাসিতায় লিপ্ত হওয়া।
- Avoiding overindulgence - অতিরিক্ত কিছু এড়ানো; সংযমী হওয়া।
- Act recklessly - অবিবেচকভাবে কাজ করা।
- Be sociable - মিশুক হওয়া।
Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 19 hours ago
What is the verb of the word 'Deep'?
Created: 2 weeks ago
A
Depth
B
Deep
C
Deeply
D
Deepen
শব্দ “Deep” এবং সংশ্লিষ্ট রূপ
শব্দ | অংশভঙ্গি (Part of Speech) | English Meaning | Bangla Meaning |
---|---|---|---|
Depth | Noun | The distance from top to bottom; intensity | গভীরতা; ঘনতা |
Deep | Adjective | Extending far down; intense | গভীর; অগাধ |
Deeply | Adverb | To a great depth; intensely | গভীরভাবে; তীব্রভাবে; অনেক দূর |
Deepen | Verb | To make or become deeper; to intensify | গভীরতর করা বা হওয়া |
উদাহরণ
-
Verb: The conflict deepened after the misunderstanding.
(বিবাদটি ভুল বোঝাবুঝির পর আরও গভীরতর হয়ে গেছে।)
Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary

0
Updated: 2 weeks ago
Identify the word which remains the same in its plural form :
Created: 4 days ago
A
aircraft
B
intention
C
mouse
D
thesis
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Aircraft remains the same in its plural form.
অর্থাৎ এর singular and plural form একই।
- এইরকম আরো কতগুলো Noun যাদের Singular and Plural form একই
- aircraft, corps, deer, gross, pice, salmon, series, sheep, swine etc.
• অন্য অপশন গুলোর মধ্যে -
- Appendix হচ্ছে singular, যার plural form হচ্ছে Appendices.
- Mouse শব্দটির plural form হলো - Mice.
- Intention শব্দটির plural form হলো - Intentions.
Source: Accessible Dictionary bt Bangla Academy.

0
Updated: 4 days ago
'Portia' is a character from-
Created: 2 weeks ago
A
Hamlet
B
The Tempest
C
The Merchant of Venice
D
Othello
‘The Merchant of Venice’ এবং তার চরিত্র ‘Portia’
• The Merchant of Venice:
-
উইলিয়াম শেকসপিয়ার রচিত একটি কমেডি নাটক।
-
গল্পের কেন্দ্রে রয়েছে একজন ইহুদি সুদখোর Shylock এবং একজন বণিক Antonio।
-
Shylock একজন অর্থঋণদাতা (moneylender)।
-
নাটকটি পাঁচটি অঙ্ক (five acts) নিয়ে গঠিত।
-
এটি ১৫৯৬-৯৭ সালের দিকে লেখা হয়।
• প্রধান চরিত্রসমূহ:
-
Antonio: ভেনিসের একজন বণিক
-
Shylock: ইহুদি অর্থঋণদাতা
-
Portia: প্রধান নারী চরিত্র / নায়িকা
-
Bassanio
-
Jessica, ইত্যাদি
• উইলিয়াম শেকসপিয়ার (William Shakespeare):
-
জন্ম Stratford-upon-Avon এ।
-
তিনি একজন ইংরেজি কবি, নাট্যকার ও অভিনেতা।
-
তাকে ইংরেজি জাতীয় কবি বলা হয়।
-
‘Bard of Avon’ উপাধিতে পরিচিত।
-
তাকে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করা হয়।
• উল্লেখযোগ্য রচনা:
Tragedy (ট্রাজেডি):
-
Hamlet
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Julius Caesar
Comedy (কমেডি):
-
As You Like It
-
The Tempest
-
Twelfth Night
-
The Merchant of Venice
-
A Midsummer Night's Dream
Source:
-
Britannica
-
An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman

0
Updated: 2 weeks ago