____________ that cursed amulet, Daenerys? It’s making everyone uneasy.
A
Would you mind removing
B
Will you mind remove
C
Would you mind removed
D
Do you mind to remove
উত্তরের বিবরণ
Complete sentence:
Would you mind removing that cursed amulet, Daenerys? It’s making everyone uneasy.
নিয়ম:
-
Would you mind এর পরে verb + ing বসে।
-
Structure: Would you mind + verb + ing + object.
Examples:
-
Would you mind coming to my house?
-
Would you mind taking a cup of tea?
-
Would you mind giving me some money?
0
Updated: 1 month ago
Identify the misspelled word. If all are correctly spelled, choose option E.
Created: 1 month ago
A
Acquitance
B
Dispassionate
C
Collaborate
D
Brilliant
• The misspelled word is — ক) Acquitance
-
The correct spelling is Acquittance.
• Acquittance (Noun)
-
English meaning: A document evidencing a discharge from an obligation, especially a receipt in full
-
Bangla meaning: ফারখতি; ছাড়পত্র সম্বন্ধীয়; পূর্ণ প্রাপ্তি রশিদ
• Other options:
-
খ) Dispassionate (Adjective) — আবেগমুক্ত; নিরাবেগ; পক্ষপাতহীন; শান্ত
-
গ) Collaborate (Verb) — সহযোগীরূপে কাজ করা; (বিশেষত সাহিত্য বা শিল্পকর্মে)
-
ঘ) Brilliant (Adjective) — অতি উজ্জ্বল; দীপ্তিময়; চমৎকার; অতি উৎকৃষ্ট; সুদক্ষ; অতিশয় চতুর; মেধাবী; প্রতিভাবান
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary
0
Updated: 1 month ago
Find out the common gender:
Created: 3 weeks ago
A
Mayor
B
Monarch
C
Nun
D
Hunter
Monarch শব্দটি এমন একটি noun যা নারী এবং পুরুষ উভয়ের জন্য ব্যবহার করা যায়। এটি Common Gender-এর উদাহরণ। নিচে বিস্তারিতভাবে বিষয়টি ব্যাখ্যা করা হলো।
-
Monarch (noun)
-
English Meaning: A sovereign head of state, especially a king, queen, or emperor.
-
Bengali Meaning: সর্বোচ্চ শাসক (রাজা, রানি, সম্রাট বা সম্রাজ্ঞী); অধিরাজ; সার্বভৌম।
-
-
Common Gender
-
যে Noun দ্বারা পুরুষ বা নারী উভয়কেই বোঝানো যায়, তাকে Common Gender বলা হয়।
-
Monarch শব্দটি পুরুষ এবং নারী উভয়ের জন্যই ব্যবহার হয়।
-
তাই এটি একটি Common Gender।
-
অন্য উদাহরণসমূহ:
-
Mayor (Masculine Gender)
-
English Meaning: A person who is elected or chosen to lead the group who governs a town or city.
-
Bengali Meaning: নগরের পৌরসংস্থার প্রধান; মেয়র।
-
Feminine Form: Mayoress (মেয়রপত্নী; মহিলা মেয়র)
-
-
Nun (Feminine Gender)
-
English Meaning: A woman belonging to a religious order.
-
Bengali Meaning: মঠবাসিনী; সন্ন্যাসিনী।
-
Masculine Form: Monk (সন্ন্যাসী)
-
-
Hunter (Masculine Gender)
-
English Meaning: A person or animal that hunts.
-
Bengali Meaning: শিকারি; শৌনিক; ব্যাধ।
-
Feminine Form: Huntress (শিকারি স্ত্রীলোক)
-
0
Updated: 3 weeks ago
Created: 1 month ago
A
Inevitable
B
Inevidable
C
Inevetable
D
Inevitabel
Inevitable শব্দের অর্থ হলো এমন কিছু যা নিশ্চিতভাবেই ঘটবে এবং যা এড়িয়ে যাওয়া বা প্রতিহত করা সম্ভব নয়। বাংলায় এর অর্থ হতে পারে অনিবার্য, অপরিহার্য, অবশ্যম্ভাবী, অনতিক্রম্য।
উদাহরণসমূহ:
-
শেষ পর্যন্ত অনিবার্য ঘটনা ঘটল এবং তিনি হার্ট অ্যাটাক করলেন।
-
এই দুর্ঘটনা ছিল অবহেলার অনিবার্য পরিণতি/ফল/ফলাফল।
উৎস:
0
Updated: 1 month ago