A
She will give him money
B
She will make him a gentleman fit for Estella
C
She will marry him
D
She will adopt him
উত্তরের বিবরণ
Pip প্রথমে ভাবে Miss Havisham তাকে Estella-র জন্য ভদ্রলোক বানাচ্ছেন। কিন্তু পরে জানতে পারে আসল দাতা হলো Magwitch। এটি তার স্বপ্নভঙ্গের মুহূর্ত।

0
Updated: 20 hours ago
What is the climax of the novel?
Created: 21 hours ago
A
Estella’s marriage
B
Miss Havisham’s death
C
Pip learning Magwitch is his benefactor
D
Orlick’s attack
বাংলা ব্যাখ্যা: Pip ভেবেছিল Miss Havisham তার দাতা। কিন্তু যখন জানতে পারে আসল দাতা হলো সেই অপরাধী Magwitch, তখন তার পৃথিবী ভেঙে পড়ে। এটি উপন্যাসের মোড় ঘোরানো মুহূর্ত। Dickens দেখিয়েছেন, সমাজের আসল ভদ্রতা জন্মসূত্রে আসে না, বরং ভালোবাসা ও ত্যাগ থেকেই আসে।

0
Updated: 21 hours ago
Who is called “The Spider” in the novel?
Created: 21 hours ago
A
Orlick
B
Compeyson
C
Bentley Drummle
D
Jaggers
বাংলা ব্যাখ্যা: Bentley Drummle ধনী পরিবার থেকে আসা উদ্ধত ও নিষ্ঠুর চরিত্র। Dickens তাকে “The Spider” নাম দেন। কারণ, যেমন মাকড়সা শিকারকে জালে আটকে ফেলে, তেমনি Drummle অহংকার ও নিষ্ঠুরতায় অন্যদের ফাঁদে ফেলে। সে Estella-কে বিয়ে করে, কিন্তু তাকে সুখ দিতে পারে না। শেষমেশ তার মৃত্যু হয় এক দুর্ঘটনায়—ঘোড়াকে নির্যাতন করতে গিয়ে। Dickens এই চরিত্র দিয়ে দেখিয়েছেন—টাকা ও সামাজিক মর্যাদা থাকলেই ভদ্র হওয়া যায় না।

0
Updated: 21 hours ago
Who is the author of Great Expectations?
Created: 4 weeks ago
A
Charles Dickens
B
Thomas Hardy
C
William Butler Yeats
D
D. H. Lawrence

0
Updated: 4 weeks ago