Which of the following is closest in meaning to “Imbue”?
A
Weaken
B
Neglect
C
Instill
D
Erase
উত্তরের বিবরণ
• The closest in meaning to 'Imbue' is - Instill.
• Imbue (verb)
English Meaning: to inspire or permeate with a feeling, quality, or idea.
Bangla Meaning: প্রভাবিত করা; প্রবাহিত করা; সঞ্চার করা।
অপশন আলোচনা:
- Weaken - দুর্বল করা; শক্তি কমানো।
- Neglect - অবহেলা করা; উপেক্ষা করা।
- Instill - ঢালা; প্রবাহিত করা; প্রয়োগ করা।
- Erase - মুছে ফেলা; ধ্বংস করা।
0
Updated: 1 month ago
Choose the feminine gender:
Created: 1 month ago
A
Earl
B
Doe
C
Stag
D
Boar
Feminine gender of Doe: Doe
-
Doe (feminine gender)
-
English meaning: A female deer
-
Bangla meaning: হরিণী
-
-
Masculine gender: Buck বা Stag (পুরুষ হরিণ)
Other examples of gender forms:
-
Earl (noun)
-
English meaning: (the title of) a British man of high social rank, between a marquis and a viscount
-
Bangla meaning: উচ্চ মর্যাদাসম্পন্ন সম্ভ্রান্ত ইংরেজ ব্যাক্তির পদবি
-
Feminine form: Countess (আর্লের স্ত্রী; আর্লের দায়িত্বপ্রাপ্ত নারী)
-
-
Boar (masculine)
-
English meaning: an uncastrated male swine
-
Bangla meaning: শূকর
-
Feminine form: Sow
-
Source:
0
Updated: 1 month ago
Rice sells cheap. [passive]
Created: 2 months ago
A
Rice is cheap when it sells.
B
Rice is cheap when it is sold.
C
Rice is being sold cheap.
D
Rice sold cheap.
• Quasi-passive যুক্ত Active voice কে passive এ রূপান্তর করার নিয়ম:
• প্রথম নিয়ম:
- Active voice এর subject টিই passive voice এ subject হিসেবে বসে।
- Tense অনুযায়ী Auxiliary verb বসে।
- Adjective টি বসে।
- when বসে।
- প্রথম subject অনুযায়ী it/they বসে।
- আবারো tense অনুযায়ী সাহায্যকারী verb বসে।
- মূল verb এর past participle বসে।
• দ্বিতীয় নিয়ম:
- Active voice এর subject টিই passive voice এ subject হিসেবে বসে।
- Tense অনুযায়ী Auxiliary verb বসে।
- মূল verb এর past participle বসে।
- Adjective টি বসে।
Active: Rice sells cheap.
Passive: Rice is cheap when it is sold.
Or,
Passive: Rice is sold cheap.
0
Updated: 2 months ago
The government reduced the _______ corruption of the previous regime, and stopped the freefall of foreign exchange reserves.
Created: 1 month ago
A
arrogant
B
shrine
C
gauche
D
rampant
• Complete sentence:
The government reduced the rampant corruption of the previous regime, and stopped the freefall of foreign exchange reserves.
-
Bangla meaning: সরকার পূর্ববর্তী সরকারের ব্যাপক দুর্নীতি কমিয়ে এনেছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের অবাধ পতন বন্ধ করেছে।
• Given options:
-
ক) arrogant — উদ্ধত
-
খ) shrine — তীর্থস্থান; পুণ্যস্থান; সমাধিমন্দির
-
গ) gauche — সামাজিকভাবে অপ্রতিভ; আড়ষ্ট; কৌশলহীন; কাণ্ডজ্ঞানহীন; বেআক্কেল
-
ঘ) rampant — (রোগব্যাধি, সামাজিক অনাচার) অনিয়ন্ত্রিত, অবাধ; বর্ধনশীল; অব্যাহতভাবে জায়মান
-
ঙ) dormant — সুপ্ত; নিদ্রিত; ঘুমন্ত; এখনো অবচেতন; নিষ্ক্রিয়
• সুতরাং, শূন্যস্থানে সঠিক শব্দ হবে — ঘ) rampant
-
'Rampant corruption' দ্বারা বোঝানো হয়েছে অবাধ, অনিয়ন্ত্রিত এবং ব্যাপক দুর্নীতি, যা কমানোর প্রয়োজন সেই “পূর্ববর্তী শাসনব্যবস্থার” প্রেক্ষাপটের সাথে পুরোপুরি খাপ খায়।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary
0
Updated: 1 month ago