A
Money can buy happiness
B
Love and loyalty are greater than wealth and pride
C
Revenge is necessary
D
Law always ensures justice
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: Dickens উপন্যাসের মাধ্যমে পাঠককে শেখান, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদা নয়, মানুষের ভালোবাসা ও সততাই প্রকৃত সম্পদ। Pip, Joe, Estella ও Magwitch-এর জীবনের মাধ্যমে এই শিক্ষা স্পষ্ট।

0
Updated: 20 hours ago
London town is found a living being in the works of-
Created: 2 weeks ago
A
Thomas Hardy
B
Charles Dickens
C
W. Congreve
D
D. H. Lawrence
লন্ডন শহরকে একজন জীবন্ত চরিত্রের মতো উপস্থাপন করা হয়েছে চ্যার্লস ডিকেন্সের লেখায়।
চ্যার্লস ডিকেন্স (Charles Dickens)
-
জন্ম: ৭ ফেব্রুয়ারি, ১৮১২, পোর্টসমাউথ, হ্যাম্পশায়ার, ইংল্যান্ড।
-
ভিক্টোরিয়ান যুগের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক।
-
তাঁর উপন্যাসগুলো দরিদ্র মানুষের জীবন ও সংগ্রামের ওপর প্রাধান্য দেয় এবং সামাজিক বাস্তবতা ফুটিয়ে তোলে।
-
লেখা বিভিন্ন ধরনের: ভ্রমণমূলক, ঐতিহাসিক, সমাজ সংস্কারমূলক এবং আত্মজীবনীমূলক।
-
বিশ্বজুড়ে জনপ্রিয়তা রয়েছে এবং বহু ভাষায় অনুদিত হয়েছে।
-
মৃত্যু: ৯ জুন, ১৮৭০, ইংল্যান্ড।
প্রধান উপন্যাসসমূহ:
-
A Tale of Two Cities
-
A Christmas Carol
-
Great Expectations
-
David Copperfield
-
Oliver Twist
-
The Pickwick Papers
-
Bleak House
-
Hard Times
উৎস: Britannica.com

0
Updated: 2 weeks ago
Who was Estella’s real mother?
Created: 21 hours ago
A
Miss Havisham
B
Biddy
C
Molly
D
Clara
বাংলা ব্যাখ্যা: অনেক পাঠক প্রথমে মনে করেন Estella হলো Miss Havisham-এর মেয়ে। আসলে Miss Havisham তাকে দত্তক নিয়েছিলেন। Estella-র আসল মা হলো Molly, যিনি Mr. Jaggers-এর রহস্যময়ী গৃহকর্মী। তার কব্জিতে দাগ ছিল, কারণ একসময় তিনি ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে পড়েছিলেন। পরে Estella-র জন্ম হয় Magwitch এবং Molly-এর সন্তান হিসেবে। Dickens এ তথ্য অনেক পরে প্রকাশ করেন, যা পাঠকের কাছে চমক তৈরি করে। এর মাধ্যমে Dickens দেখাতে চেয়েছেন—উচ্চবিত্ত ও ভদ্রতার আড়ালে জন্মসূত্র অনেক সময় সাধারণ বা অপরাধী পরিবার থেকেও হতে পারে।

0
Updated: 21 hours ago
What is the symbolic meaning of the marshes?
Created: 20 hours ago
A
Beauty and hope
B
Fear, crime, and humble origins
C
Wealth and luxury
D
Romance and love
বাংলা ব্যাখ্যা: Marshes হলো Pip-এর জন্মভূমি। সেখানে সে অপরাধী Magwitch-এর সঙ্গে দেখা করে। Marshes প্রতীক—ভয়, অপরাধ, শিকড় এবং নিম্নবিত্ত জীবন। Dickens এখানে দেখিয়েছেন, Pip যতই ধনী হোক, তার অতীত সবসময় তাকে তাড়া করবে।

0
Updated: 20 hours ago