A
Hatred
B
Forgiveness and change
C
Pride
D
Revenge
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: শেষ অধ্যায়ে Pip ও Estella-র দেখা হয়। তারা উভয়েই জীবনে ভোগান্তি পেরিয়ে মানবিক হয়েছে। Dickens পাঠককে শেখান, ক্ষমা ও পরিবর্তনই জীবনের শেষ শিক্ষা।

0
Updated: 20 hours ago
What is Pip’s greatest weakness?
Created: 20 hours ago
A
Laziness
B
Pride and ambition
C
Violence
D
Dishonesty
বাংলা ব্যাখ্যা: Pip ধনী ও ভদ্রলোক হওয়ার স্বপ্নে নিজের শিকড়কে লজ্জা পেয়েছিল। তার অহংকার ও উচ্চাশা তাকে কষ্টে ফেলে। Dickens বোঝান, অহংকার মানুষের সবচেয়ে বড় দুর্বলতা।

0
Updated: 20 hours ago
Who wrote the two famous novels, ‘David Copperfield’ and ‘The Tale of two Cities’?
Created: 1 month ago
A
Thomas Hardy
B
Jane Austen
C
George Eliot
D
Charles Dickens
Victorian Age (1832-1900)-এর অন্যতম জনপ্রিয় ও প্রতিভাবান ঔপন্যাসিক Charles Dickens (1812-1870)। তাঁকে বলা হয় the greatest novelist in the victorian period I Charles Dickens রচিত বিখ্যাত কয়েকটি উপন্যাসের নাম নিম্নরূপ: • David Copperfield • A Christmas Carol • Our Mutual Friend • The Bleak House • Hard Times • Great Expectations • The Pickwick Papers • The Old Curiosity Shop • A Tale of Two Cities • The Battle of Life • The Mystery of Edwin Drood • The Adventures of Oliver Twist

0
Updated: 1 month ago
What is the significance of Magwitch being Estella’s father?
Created: 21 hours ago
A
It connects lower-class with upper-class
B
It proves Miss Havisham’s plan successful
C
It shows Jaggers’s corruption
D
It gives Pip a reason to marry Estella
বাংলা ব্যাখ্যা: Estella-কে আমরা দেখি এক অভিজাত, ঠাণ্ডা, অহংকারী নারী হিসেবে। কিন্তু তার আসল বাবা হলো একজন অপরাধী—Magwitch। Dickens এই মোড় ঘোরানো তথ্য দিয়ে দেখান যে জন্ম ও সামাজিক শ্রেণি আসলে মিথ্যা বিভাজন। নিচুতলার একজন অপরাধীও হতে পারে সৌন্দর্যের উৎস। আর উচ্চবিত্তের তথাকথিত ভদ্রতার আড়ালেও লুকিয়ে থাকে অমানবিকতা। এটি Victorian সমাজের শ্রেণিবিভাজনের বিরুদ্ধে Dickens-এর তীব্র প্রতিবাদ।

0
Updated: 21 hours ago