A
Wealth and ambition
B
Honesty, loyalty, and true gentility
C
Law and corruption
D
Pride and arrogance
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: Joe Gargery প্রতীক—সত্যিকারের ভদ্রতার। তিনি Pip-কে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, যতই Pip তাকে অবহেলা করুক না কেন। Dickens দেখিয়েছেন, ভদ্রতা হৃদয়ের গুণ।

0
Updated: 20 hours ago
What is the genre of Great Expectations?
Created: 21 hours ago
A
Tragedy
B
Bildungsroman
C
Romance
D
Comedy
বাংলা ব্যাখ্যা: Bildungsroman মানে হলো বেড়ে ওঠার কাহিনি। Pip-এর শৈশব থেকে পরিণত মানুষে রূপান্তরই এর মূল বিষয়।

0
Updated: 21 hours ago
Which character lives a double life between office and home?
Created: 20 hours ago
A
Wemmick
B
Jaggers
C
Orlick
D
Pumblechook
বাংলা ব্যাখ্যা: Wemmick অফিসে ছিল ঠাণ্ডা, যান্ত্রিক ও কঠোর। কিন্তু বাড়িতে গিয়ে সে হাসিখুশি, দয়ালু এবং বাবার প্রতি নিবেদিত। Dickens দেখিয়েছেন, সমাজ মানুষকে দ্বৈত জীবন যাপন করতে বাধ্য করে। কর্মজীবন ও ব্যক্তিজীবন আলাদা রাখতে গিয়ে মানুষ ভেতরে টুকরো হয়ে যায়।

0
Updated: 20 hours ago
‘David Copperfield’ is a/an ____ novel.
Created: 1 month ago
A
Victorian
B
Elizabethan
C
Romantic
D
Modern
Victorian Age (1832-1900)-এর অন্যতম জনপ্রিয় ও প্রতিভাবান ঔপন্যাসিক Charles Dickens (1812-1870) রচিত David Copperfield মূলত একটি আত্মজীবনীমূলক উপন্যাস যেখানে এতিম শিশু David Copperfield-এর বড় হয়ে উঠা ও তার সৎ বাবা কর্তৃক নির্যাতিত হওয়ার কাহিনী বর্ণনা করা হয়েছে। উপন্যাসটি ১৮৪৯-৫০ সময়কালে ধারাবাহিক আকারে প্রকাশিত হয়। Charles Dickens রচিত বিখ্যাত কয়েকটি উপন্যাসের নাম নিম্নরূপ: • David Copperfield • A Christmas Carol • Our Mutual Friend • The Bleak House • Hard Times • Great Expectations • The Pickwick Papers • The Old Curiosity Shop • A Tale of Two Cities • The Battle of Life • The Mystery of Edwin Drood • The Adventures of Oliver Twist

0
Updated: 1 month ago