A
Revenge
B
Hope and reconciliation
C
Complete tragedy
D
Comedy
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: উপন্যাসের শেষে Pip ও Estella-র দেখা হয়। তারা কষ্টের মাধ্যমে পরিণত হয়েছে। Dickens শেষ করেন আশার আলো দিয়ে, যাতে পাঠক মানবতার বিশ্বাস হারায় না।

0
Updated: 21 hours ago
How does Drummle die?
Created: 21 hours ago
A
From illness
B
From a horse accident
C
From drowning
D
From fire
বাংলা ব্যাখ্যা: Drummle এক নিষ্ঠুর চরিত্র। সে পশুদের প্রতি অত্যাচার করত। শেষমেশ ঘোড়াকে নির্যাতন করতে গিয়ে দুর্ঘটনায় মারা যায়। Dickens নৈতিক শিক্ষা দিয়েছেন—অন্যায়কারীর মৃত্যু নৃশংস হয়।

0
Updated: 21 hours ago
"It was the best of times, it was the worst of times" - This quote is from -
Created: 4 days ago
A
A Tale of Two Cities
B
Great Expectations
C
David Copperfield
D
Oliver Twist
A Tale of Two Cities
-
লেখক: Charles Dickens
-
ধরণ: Novel
-
কাহিনী কেন্দ্র: London ও Paris, ফরাসী বিপ্লব প্রেক্ষাপটে
-
মূল চরিত্র:
-
Lucie Manette – তরুণী, বাবাকে জীবিত পেয়ে বিস্মিত
-
Dr. Alexandre Manette – অত্যাচারী জমিদারের ষড়যন্ত্রে জেলে, মুচির কাজ শিখেছেন
-
Charles Darnay – ফরাসী রাজপরিবারের সদস্য, অনুতপ্ত
-
Sydney Carton – পারিবারিক বন্ধু, Lucie-এর প্রতি প্রেমে আবদ্ধ
-
Madame Defarge – বিপ্লবের প্রতীক
-
উক্তি:
-
First Line: “It was the best of times, it was the worst of times...”
-
Last Line: “It is a far, far better thing that I do, than I have ever done...”
Charles Dickens
-
British novelist, Victorian era এর সর্বশ্রেষ্ঠ কবি হিসেবে বিবেচিত
Best Works (Novels):
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times
-
The Pickwick Papers

0
Updated: 4 days ago
How does Magwitch die in the novel?
Created: 21 hours ago
A
In prison after trial
B
In fire accident
C
Drowning in the river
D
Executed by hanging
বাংলা ব্যাখ্যা: Abel Magwitch, সেই অপরাধী যাকে Pip ছোটবেলায় সাহায্য করেছিল, উপন্যাসের শেষদিকে ধরা পড়ে। তার বিরুদ্ধে কঠোর আইন চলে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু রায় কার্যকর হওয়ার আগেই অসুস্থ হয়ে সে কারাগারে মারা যায়। মৃত্যুর আগে Pip তাকে সান্ত্বনা দেয় যে তার মেয়ে Estella জীবিত ও সুন্দরী। Dickens এখানে দেখিয়েছেন—আইন হয়তো তাকে অপরাধী হিসেবে বিচার করেছে, কিন্তু মানুষের দৃষ্টিতে সে ছিল কৃতজ্ঞতা ও ভালোবাসার প্রতীক।

0
Updated: 21 hours ago