Who betrays Pip’s escape plan?
A
Drummle
B
Orlick
C
Compeyson
D
Jaggers
উত্তরের বিবরণ
ধূর্ত Compeyson পুলিশের কাছে খবর দেয়। ফলে Magwitch ধরা পড়ে। Dickens এখানে প্রতিশোধ ও প্রতারণার ভয়াবহতা দেখিয়েছেন।
2
Updated: 1 month ago
Which of the following works reflects a social issue?
Created: 2 weeks ago
A
Great Expectations
B
Thyrsis
C
Dover Beach
D
The Solitary Reaper
চার্লস ডিকেন্সের Great Expectations উপন্যাসটি উনিশ শতকের ইংরেজ সমাজব্যবস্থার নানা বৈষম্য ও সামাজিক বাস্তবতাকে গভীরভাবে প্রতিফলিত করেছে। এটি শুধুমাত্র একটি ব্যক্তিগত বিকাশের গল্প নয়, বরং সেই সময়ের শ্রেণি-সংক্রান্ত জটিলতা এবং সমাজের অনাচারের একটি সামাজিক দলিলও বলা যায়।
-
উপন্যাসটিতে class mobility বা সামাজিক শ্রেণি পরিবর্তনের বিষয়টি গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে, যেখানে নীচু শ্রেণি থেকে উঠে আসা এক তরুণের সমাজে নিজের অবস্থান প্রতিষ্ঠার সংগ্রাম চিত্রিত হয়েছে।
-
ডিকেন্স ইংরেজ legal system-এর দুর্নীতি, অসাম্য এবং দরিদ্র শ্রেণির প্রতি অবিচারকে তীক্ষ্ণভাবে তুলে ধরেছেন।
-
Victorian social hierarchy-এর অবিচার, ধনী ও দরিদ্রের মধ্যকার ফারাক, এবং নৈতিকতার অবক্ষয়—সবকিছুই গল্পের ভেতর দিয়ে প্রতিফলিত হয়েছে।
এইভাবে, Great Expectations কেবল এক সাহিত্যকর্ম নয়, বরং এক গভীর সামাজিক প্রতিচ্ছবি, যা পাঠককে তখনকার সমাজ সম্পর্কে ভাবতে বাধ্য করে।
0
Updated: 2 weeks ago
Who was Estella’s real mother?
Created: 1 month ago
A
Miss Havisham
B
Biddy
C
Molly
D
Clara
বাংলা ব্যাখ্যা: অনেক পাঠক প্রথমে মনে করেন Estella হলো Miss Havisham-এর মেয়ে। আসলে Miss Havisham তাকে দত্তক নিয়েছিলেন। Estella-র আসল মা হলো Molly, যিনি Mr. Jaggers-এর রহস্যময়ী গৃহকর্মী। তার কব্জিতে দাগ ছিল, কারণ একসময় তিনি ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে পড়েছিলেন। পরে Estella-র জন্ম হয় Magwitch এবং Molly-এর সন্তান হিসেবে। Dickens এ তথ্য অনেক পরে প্রকাশ করেন, যা পাঠকের কাছে চমক তৈরি করে। এর মাধ্যমে Dickens দেখাতে চেয়েছেন—উচ্চবিত্ত ও ভদ্রতার আড়ালে জন্মসূত্র অনেক সময় সাধারণ বা অপরাধী পরিবার থেকেও হতে পারে।
0
Updated: 1 month ago
What does the word “Satis” symbolize in the novel?
Created: 1 month ago
A
Wealth
B
Enough, yet unsatisfied
C
Love
D
Revenge
বাংলা ব্যাখ্যা: “Satis” মানে “যথেষ্ট।” Dickens এই নাম ব্যবহার করেছেন ব্যঙ্গাত্মকভাবে। Miss Havisham-এর কাছে ধন-সম্পদ যথেষ্ট ছিল, কিন্তু সুখ ছিল না। এটি দেখায়—টাকা জীবনে সবকিছু হতে পারে না।
1
Updated: 1 month ago