Who betrays Pip’s escape plan?
A
Drummle
B
Orlick
C
Compeyson
D
Jaggers
উত্তরের বিবরণ
ধূর্ত Compeyson পুলিশের কাছে খবর দেয়। ফলে Magwitch ধরা পড়ে। Dickens এখানে প্রতিশোধ ও প্রতারণার ভয়াবহতা দেখিয়েছেন।
2
Updated: 1 month ago
"Oliver Twist" is the title character of a novel, created by-
Created: 1 month ago
A
G. B. Shaw
B
D. H. Lawrence
C
Oscar Wilde
D
Charles Dickens
Oliver Twist হলো Charles Dickens-এর লেখা উপন্যাসের প্রধান চরিত্র, যা একটি অনাথ শিশুর জীবনের সংগ্রাম ও সমাজের অন্ধকার দিককে তুলে ধরে।
-
Oliver Twist উপন্যাসটি Charles Dickens রচনা করেছেন।
-
এটি ধারাবাহিকভাবে ১৮৩৭ থেকে ১৮৩৯ সালে প্রকাশিত হয়।
-
গল্পটি অনাথ শিশু Oliver Twist-এর জীবনের কাহিনি অনুসরণ করে।
-
Dickens তৎকালীন লন্ডন শহরের দুর্দশা ও সামাজিক অন্যায় ফুটিয়ে তুলেছেন।
-
তিনি দেখিয়েছেন কিভাবে দারিদ্রতা মানুষকে অপরাধের পথে ঠেলে দেয়।
Important Characters
-
Oliver Twist
-
Fagin
-
Bill Sikes
-
Nancy
-
Agnes Fleming
-
Charley Bates
Charles Dickens (1812–1870)
-
একজন বিখ্যাত ইংরেজ উপন্যাসিক, যাকে ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ লেখক বলা হয়।
-
তার কাজ সাধারণ মানুষ থেকে রাজা পর্যন্ত সব শ্রেণির মানুষের কাছে আকর্ষণীয় ছিল।
-
প্রযুক্তিগত উন্নতি ও তাঁর সাহিত্যকৌশল তাঁর খ্যাতি বৃদ্ধিতে সহায়ক হয়।
Notable Works
-
Novels: Oliver Twist, A Christmas Carol, A Tale of Two Cities, David Copperfield, Great Expectations, Dombey and Son, Hard Times
-
Non-fiction: American Notes
0
Updated: 1 month ago
"It was the best of times, it was the worst of times." - This quote is taken from -
Created: 1 month ago
A
A Tale of Two Cities
B
Great Expectations
C
Pride and Prejudice
D
The Old Man and the Sea
A Tale of Two Cities
-
লেখক: Charles Dickens
-
ধরন: Novel
-
ভাষা: English
-
প্রকাশকাল: 1859
-
Setting: London এবং Paris
-
Theme: ফরাসী বিপ্লব এবং মানুষের সামাজিক-রাজনৈতিক সংগ্রাম
কাহিনীর সংক্ষিপ্ত বিবরণ
-
Lucie Manette তার বাবাকে Doctor Alexandre Manette জীবিত অবস্থায় খুঁজে পান।
-
Doctor Manette অতীতের অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রের কারণে জেলে ছিলেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর Lucie তাকে লন্ডনে নিয়ে আসেন।
-
পথে Lucie পরিচিত হন Charles Darnay-এর সঙ্গে, যিনি ফরাসী রাজপরিবারের সদস্য হলেও অতীতের পাপের জন্য অনুতপ্ত।
-
Sydney Carton একজন পারিবারিক বন্ধু, যিনি Lucie-কে ভালোবাসেন এবং নিজের ত্যাগের মাধ্যমে গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
উল্লেখযোগ্য চরিত্র
-
Sydney Carton
-
Lucie Manette
-
Charles Darnay
-
Dr. Alexandre Manette
-
Madame Defarge
বিখ্যাত উক্তি
-
প্রথম লাইন:
“It was the best of times, it was the worst of times, it was the age of wisdom, it was the age of foolishness, it was the epoch of belief, it was the epoch of incredulity, it was the season of light, it was the season of darkness, it was the spring of hope, it was the winter of despair.” -
শেষ লাইন:
"It is a far, far better thing that I do, than I have ever done; it is a far, far better rest I go to than I have ever known."
Charles Dickens
-
বিখ্যাত British novelist, Victorian যুগের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক।
উল্লেখযোগ্য রচনা
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times
-
The Pickwick Papers
Options:
-
খ) Great Expectations — লেখক: Charles Dickens
-
গ) Pride and Prejudice — লেখক: Jane Austen
-
ঘ) The Old Man and the Sea — লেখক: Ernest Hemingway
Source: Live MCQ Lecture, Britannica.com
0
Updated: 1 month ago
What happens to Mrs. Joe?
Created: 1 month ago
A
She dies in childhood
B
She is attacked by Orlick and becomes invalid
C
She runs away
D
She becomes rich
বাংলা ব্যাখ্যা: Mrs. Joe সবসময় কঠোর ছিলেন। Orlick তার ওপর আঘাত করে, যার ফলে তিনি স্থায়ীভাবে অসুস্থ হয়ে যান। পরে Biddy তার যত্ন নেয়। Dickens এভাবে দেখিয়েছেন, কঠোরতা শেষ পর্যন্ত ভোগান্তি ডেকে আনে।
1
Updated: 1 month ago