What theme does Pip and Estella’s reunion show?
A
Hatred
B
Forgiveness and change
C
Pride
D
Revenge
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: শেষ অধ্যায়ে Pip ও Estella-র দেখা হয়। তারা উভয়েই জীবনে ভোগান্তি পেরিয়ে মানবিক হয়েছে। Dickens পাঠককে শেখান, ক্ষমা ও পরিবর্তনই জীবনের শেষ শিক্ষা।
0
Updated: 1 month ago
What is the symbolic meaning of the stopped clocks in Miss Havisham’s house?
Created: 1 month ago
A
Death
B
Frozen time after betrayal
C
Loss of wealth
D
Fear of marriage
বাংলা ব্যাখ্যা: Miss Havisham-এর ঘড়িগুলো বিয়ের দিন থেকে চিরতরে থেমে আছে। এটি প্রতীক—প্রেমে প্রতারণার পর তার জীবনে সময় যেন আর এগোয়নি। বাড়ি, পোশাক, কেক—সব কিছু স্থবির হয়ে আছে। Dickens এই প্রতীক ব্যবহার করে দেখিয়েছেন, প্রতিশোধ ও দুঃখ মানুষকে জীবনের প্রবাহ থেকে আলাদা করে দেয়। সময়ের সঙ্গে না চললে জীবনও ধ্বংসস্তুপে পরিণত হয়।
0
Updated: 1 month ago
Who is Pip’s true father figure in the novel?
Created: 1 month ago
A
Magwitch
B
Jaggers
C
Joe Gargery
D
Compeyson
বাংলা ব্যাখ্যা: Joe Gargery Pip-এর জীবনের প্রকৃত পিতৃতুল্য চরিত্র। শৈশবে Pip-এর ওপর Mrs. Joe কঠোর হলেও Joe সবসময় তাকে স্নেহ করেছে। পরে Pip ধনী হয়ে Joe-কে অবহেলা করে, কিন্তু অসুস্থতার সময় আবার তার কাছে ফিরে যায়। Joe-ই তার ঋণ শোধ করে এবং জীবন বাঁচায়। Dickens দেখিয়েছেন, প্রকৃত পিতৃত্ব রক্তের সম্পর্ক নয়, ভালোবাসা ও ত্যাগের মধ্যেই নিহিত।
0
Updated: 1 month ago
What does Joe symbolize?
Created: 1 month ago
A
Wealth and ambition
B
Honesty, loyalty, and true gentility
C
Law and corruption
D
Pride and arrogance
বাংলা ব্যাখ্যা: Joe Gargery প্রতীক—সত্যিকারের ভদ্রতার। তিনি Pip-কে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, যতই Pip তাকে অবহেলা করুক না কেন। Dickens দেখিয়েছেন, ভদ্রতা হৃদয়ের গুণ।
0
Updated: 1 month ago