What does Joe symbolize?
A
Wealth and ambition
B
Honesty, loyalty, and true gentility
C
Law and corruption
D
Pride and arrogance
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: Joe Gargery প্রতীক—সত্যিকারের ভদ্রতার। তিনি Pip-কে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, যতই Pip তাকে অবহেলা করুক না কেন। Dickens দেখিয়েছেন, ভদ্রতা হৃদয়ের গুণ।
0
Updated: 1 month ago
Who is the "pale young gentleman" in Great Expectations?
Created: 2 weeks ago
A
Pip
B
Herbert
C
Jaggers
D
Startop
“Pale young gentleman” নামটি Pip প্রথমে দেয় Herbert Pocket-কে, যখন তারা Satis House-এর বাগানে হঠাৎ করে একে অপরের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে। তখন Pip তার নাম না জানায়, তাকে এই বর্ণনামূলক নামেই উল্লেখ করে।
পরে কাহিনিতে জানা যায়, সেই ছেলেটিই আসলে Herbert Pocket, যিনি পরবর্তীতে Pip-এর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন।
এই ঘটনাটি Charles Dickens-এর “Great Expectations”-এ Pip-এর জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি করে, কারণ এখান থেকেই তার সাথে Herbert-এর বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক গড়ে ওঠে।
“Pale young gentleman” শব্দগুচ্ছটি Dickens দক্ষভাবে ব্যবহার করেছেন, চরিত্রটির শারীরিক চেহারা ও ভদ্র ইংরেজ সমাজের এক ধরনের সৌম্য ভাব প্রকাশের জন্য।
0
Updated: 2 weeks ago
Who is Compeyson?
Created: 1 month ago
A
Miss Havisham’s betrayer and Magwitch’s enemy
B
Pip’s friend
C
Jaggers’s client
D
Estella’s husband
বাংলা ব্যাখ্যা: Compeyson হলো এক ধূর্ত অপরাধী। সে Miss Havisham-কে প্রতারণা করে বিয়ের দিনে ছেড়ে দেয়। আবার সে Magwitch-এর শত্রু। Dickens এখানে দেখিয়েছেন ভণ্ড ভদ্রলোকদের আসল চেহারা।
1
Updated: 1 month ago
What is Pip’s greatest weakness?
Created: 1 month ago
A
Laziness
B
Pride and ambition
C
Violence
D
Dishonesty
বাংলা ব্যাখ্যা: Pip ধনী ও ভদ্রলোক হওয়ার স্বপ্নে নিজের শিকড়কে লজ্জা পেয়েছিল। তার অহংকার ও উচ্চাশা তাকে কষ্টে ফেলে। Dickens বোঝান, অহংকার মানুষের সবচেয়ে বড় দুর্বলতা।
0
Updated: 1 month ago