A
Innocence and hope
B
Beauty, pride, and heartlessness
C
Wisdom and loyalty
D
Revenge and poverty
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: Estella হলো Miss Havisham-এর দত্তক কন্যা। তার সৌন্দর্য পুরুষদের আকৃষ্ট করে, কিন্তু তার হৃদয় শীতল। সে Pip-কে অবজ্ঞা করে। Dickens Estella-কে ব্যবহার করেছেন সামাজিক শ্রেণিবিভাজন ও ভালোবাসাহীন সৌন্দর্যের প্রতীক হিসেবে।

0
Updated: 21 hours ago
What does Pip realize about Estella’s marriage?
Created: 21 hours ago
A
It brings happiness
B
It brings misery
C
It is successful
D
It makes her rich
বাংলা ব্যাখ্যা: Estella-র Drummle-এর সঙ্গে বিবাহ সুখকর ছিল না। সে কষ্ট ভোগ করে। এতে তার অহংকার ভাঙে এবং সে মানবিক হয়।

0
Updated: 21 hours ago
What is the role of Biddy in the novel?
Created: 21 hours ago
A
She betrays Pip
B
She is loyal, wise, and later marries Joe
C
She is Estella’s rival
D
She works for Miss Havisham
বাংলা ব্যাখ্যা: Biddy হলো সরল, দয়ালু এবং বিশ্বস্ত এক মেয়ে। সে Pip-এর শৈশব বন্ধু। শেষ পর্যন্ত সে Joe-কে বিয়ে করে। Dickens তার চরিত্রের মাধ্যমে দেখিয়েছেন, প্রকৃত ভালোবাসা অহংকারহীন হয় এবং সবসময় বিশ্বস্ত থাকে।

0
Updated: 21 hours ago
What is the symbolic meaning of the stopped clocks in Miss Havisham’s house?
Created: 21 hours ago
A
Death
B
Frozen time after betrayal
C
Loss of wealth
D
Fear of marriage
বাংলা ব্যাখ্যা: Miss Havisham-এর ঘড়িগুলো বিয়ের দিন থেকে চিরতরে থেমে আছে। এটি প্রতীক—প্রেমে প্রতারণার পর তার জীবনে সময় যেন আর এগোয়নি। বাড়ি, পোশাক, কেক—সব কিছু স্থবির হয়ে আছে। Dickens এই প্রতীক ব্যবহার করে দেখিয়েছেন, প্রতিশোধ ও দুঃখ মানুষকে জীবনের প্রবাহ থেকে আলাদা করে দেয়। সময়ের সঙ্গে না চললে জীবনও ধ্বংসস্তুপে পরিণত হয়।

0
Updated: 21 hours ago