What is the final mood of the novel?
A
Revenge
B
Hope and reconciliation
C
Complete tragedy
D
Comedy
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: উপন্যাসের শেষে Pip ও Estella-র দেখা হয়। তারা কষ্টের মাধ্যমে পরিণত হয়েছে। Dickens শেষ করেন আশার আলো দিয়ে, যাতে পাঠক মানবতার বিশ্বাস হারায় না।
0
Updated: 1 month ago
What happens to Mrs. Joe?
Created: 1 month ago
A
She dies in childhood
B
She is attacked by Orlick and becomes invalid
C
She runs away
D
She becomes rich
বাংলা ব্যাখ্যা: Mrs. Joe সবসময় কঠোর ছিলেন। Orlick তার ওপর আঘাত করে, যার ফলে তিনি স্থায়ীভাবে অসুস্থ হয়ে যান। পরে Biddy তার যত্ন নেয়। Dickens এভাবে দেখিয়েছেন, কঠোরতা শেষ পর্যন্ত ভোগান্তি ডেকে আনে।
1
Updated: 1 month ago
What marks the climax of the novel?
Created: 1 month ago
A
Pip meeting Estella
B
Miss Havisham’s death
C
Pip learning Magwitch is his benefactor
D
Drummle’s death
বাংলা ব্যাখ্যা: Pip ভেবেছিল Miss Havisham তার দাতা। কিন্তু সত্যি হলো Magwitch, সেই অপরাধী, তাকে ভদ্রলোক বানিয়েছে। এটি গল্পের মোড় ঘোরানোর মুহূর্ত।
0
Updated: 1 month ago
Who is Compeyson?
Created: 1 month ago
A
Miss Havisham’s betrayer and Magwitch’s enemy
B
Pip’s friend
C
Jaggers’s client
D
Estella’s husband
বাংলা ব্যাখ্যা: Compeyson হলো এক ধূর্ত অপরাধী। সে Miss Havisham-কে প্রতারণা করে বিয়ের দিনে ছেড়ে দেয়। আবার সে Magwitch-এর শত্রু। Dickens এখানে দেখিয়েছেন ভণ্ড ভদ্রলোকদের আসল চেহারা।
1
Updated: 1 month ago