A
Joe is poor and uneducated
B
Joe is dishonest
C
Joe insults Miss Havisham
D
Joe refuses to help Pip
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: Pip যখন ভদ্রলোক হতে চায়, তখন সে নিজের শিকড়কে লজ্জা পায়। Joe-এর সাধারণ পোশাক, সরল ভাষা এবং গ্রামীণ আচরণ তাকে লজ্জিত করে। কিন্তু শেষে Pip বুঝতে পারে Joe-ই আসল ভদ্রলোক। Dickens দেখিয়েছেন, সামাজিক উচ্চাশা মানুষকে প্রকৃত মূল্যবোধ ভুলিয়ে দেয়।

0
Updated: 20 hours ago
Who is Pip’s true father figure in the novel?
Created: 21 hours ago
A
Magwitch
B
Jaggers
C
Joe Gargery
D
Compeyson
বাংলা ব্যাখ্যা: Joe Gargery Pip-এর জীবনের প্রকৃত পিতৃতুল্য চরিত্র। শৈশবে Pip-এর ওপর Mrs. Joe কঠোর হলেও Joe সবসময় তাকে স্নেহ করেছে। পরে Pip ধনী হয়ে Joe-কে অবহেলা করে, কিন্তু অসুস্থতার সময় আবার তার কাছে ফিরে যায়। Joe-ই তার ঋণ শোধ করে এবং জীবন বাঁচায়। Dickens দেখিয়েছেন, প্রকৃত পিতৃত্ব রক্তের সম্পর্ক নয়, ভালোবাসা ও ত্যাগের মধ্যেই নিহিত।

0
Updated: 21 hours ago
What is the final mood of the novel?
Created: 20 hours ago
A
Revenge
B
Hope and reconciliation
C
Complete tragedy
D
Comedy
বাংলা ব্যাখ্যা: উপন্যাসের শেষে Pip ও Estella-র দেখা হয়। তারা কষ্টের মাধ্যমে পরিণত হয়েছে। Dickens শেষ করেন আশার আলো দিয়ে, যাতে পাঠক মানবতার বিশ্বাস হারায় না।

0
Updated: 20 hours ago
How does Drummle die?
Created: 21 hours ago
A
From illness
B
From a horse accident
C
From drowning
D
From fire
বাংলা ব্যাখ্যা: Drummle এক নিষ্ঠুর চরিত্র। সে পশুদের প্রতি অত্যাচার করত। শেষমেশ ঘোড়াকে নির্যাতন করতে গিয়ে দুর্ঘটনায় মারা যায়। Dickens নৈতিক শিক্ষা দিয়েছেন—অন্যায়কারীর মৃত্যু নৃশংস হয়।

0
Updated: 21 hours ago