What theme does Pip’s illness represent?
A
Love and loyalty
B
Purification and humility
C
Wealth and luxury
D
Guilt and revenge
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: Pip অসুস্থ হয়ে পড়ে ঋণ ও কষ্টে। তখন Joe তার পাশে দাঁড়ায়। Pip বোঝে, অহংকার তাকে ধ্বংস করেছিল। অসুস্থতা প্রতীক—পরিশুদ্ধি ও বিনয়ের।
0
Updated: 1 month ago
A Christmas Carol, a famous novella, was written by -
Created: 1 month ago
A
William Thackeray
B
Charles Dickens
C
Thomas Hardy
D
George Eliot
"এ ক্রিসমাস ক্যারল" (A Christmas Carol) একটি বিখ্যাত নভেলা, যা লিখেছেন চার্লস ডিকেন্স।
"এ ক্রিসমাস ক্যারল" চার্লস ডিকেন্সের লেখা একটি ছোট উপন্যাস বা নভেলা। এটি ১৮৪৩ সালে প্রকাশিত হয়েছিল। নভেলা হলো একটি ছোট উপন্যাস যা ছোট গল্পের চেয়ে বড় কিন্তু পূর্ণাঙ্গ উপন্যাসের চেয়ে ছোট হয়।
"এ ক্রিসমাস ক্যারল"-এর প্রধান চরিত্র হলেন এবিনেজার স্ক্রুজ (Ebenezer Scrooge)। তিনি স্বভাবগতভাবে একজন কৃপণ ব্যক্তি, যাকে "ক্রিসমাসের ভূত" (A Ghost of Christmas) বিভিন্ন অদ্ভুত স্বপ্ন দেখায়। স্বপ্নে তাকে এই বার্তা দেওয়া হয় যে, জীবনে সুখের চাবিকাঠি কেবল অর্থ বা সম্পদ নয়; বরং সুখের জন্য মানুষকে উদার মানসিকতার এবং মানবিক হতে হবে।
চার্লস ডিকেন্সকে ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে বিবেচনা করা হয়। 'বোজ' (Boz) ছিল চার্লস ডিকেন্সের একটি ছদ্মনাম।
তার সেরা কিছু কাজ (উপন্যাস) হলো:
এ ক্রিসমাস ক্যারল (A Christmas Carol)
ডেভিড কপারফিল্ড (David Copperfield)
ব্লিক হাউস (Bleak House)
এ টেল অফ টু সিটিজ (A Tale of Two Cities)
গ্রেট এক্সপেকটেশনস (Great Expectations)
আওয়ার মিউচুয়াল ফ্রেন্ড (Our Mutual Friend)
হার্ড টাইমস (Hard Times)
দ্য পিকউইক পেপার্স (The Pickwick Papers)
0
Updated: 1 month ago
What does Estella symbolize?
Created: 1 month ago
A
Innocence and hope
B
Beauty, pride, and heartlessness
C
Wisdom and loyalty
D
Revenge and poverty
বাংলা ব্যাখ্যা: Estella হলো Miss Havisham-এর দত্তক কন্যা। তার সৌন্দর্য পুরুষদের আকৃষ্ট করে, কিন্তু তার হৃদয় শীতল। সে Pip-কে অবজ্ঞা করে। Dickens Estella-কে ব্যবহার করেছেন সামাজিক শ্রেণিবিভাজন ও ভালোবাসাহীন সৌন্দর্যের প্রতীক হিসেবে।
0
Updated: 1 month ago
Which two cities are referred to in the title A Tale of Two Cities?
Created: 1 month ago
A
London and Paris
B
Paris and Berlin
C
London and Rome
D
Paris and Vienna
A Tale of Two Cities হলো Charles Dickens রচিত একটি উপন্যাস, যা মূলত London এবং Paris-এর প্রেক্ষাপটে ফরাসি বিপ্লবের সময়কার ঘটনা তুলে ধরে। গল্পের কেন্দ্রে রয়েছে Doctor Alexandre Manette এবং তার পরিবার, যাদের জীবন বিপ্লবের ঘূর্ণিঝড়ে মোড়া।
-
কাহিনীর সূচনা: Lucie Manette বিস্ময়ে ফেটে পড়েন যখন জানতে পারেন যে তার বাবা Doctor Alexandre Manette জীবিত আছেন।
-
Doctor Manette অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রে নির্দোষ জেল খাটেন, এবং জেলবন্দী অবস্থায় তিনি মুচির কাজ শিখেন।
-
Lucie বড় হয়ে বাবা সম্পর্কে জানতে পেরে তাকে প্যারিস থেকে লন্ডনে নিয়ে আসেন।
-
পথে তাদের পরিচয় হয় Charles Darnay-এর সঙ্গে, যিনি ফরাসি রাজপরিবারের সদস্য হলেও পরিবারের পাপের জন্য অনুতপ্ত এবং প্রায়শ্চিত্ত করতে চায়।
-
গল্পে পরবর্তীতে Sydney Carton, একজন হতাশ ইংরেজ আইনজীবী এবং পারিবারিক বন্ধু, Lucie Manette-এর প্রতি প্রেম অনুভব করেন।
-
প্রধান চরিত্র: Charles Darnay (ফরাসি অভিজাত) এবং Sydney Carton (ইংরেজ আইনজীবী)।
Charles Dickens (Charles John Huffam Dickens):
-
তিনি একজন ব্রিটিশ novelist এবং Victorian era-এর সর্বশ্রেষ্ঠ novelist হিসেবে বিবেচিত।
-
তার ছদ্মনাম ছিল Boz।
প্রসিদ্ধ উপন্যাসসমূহ:
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times
উৎস:
0
Updated: 1 month ago