What lesson does Miss Havisham learn before death?
A
Money brings happiness
B
Revenge destroys life
C
Estella is perfect
D
Pip is dishonest
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: Miss Havisham মৃত্যুর আগে Pip-এর কাছে ক্ষমা চায়। সে স্বীকার করে, প্রতিশোধের শিক্ষা দিয়ে Estella ও Pip দুজনকেই কষ্ট দিয়েছে। Dickens প্রতিশোধের ভয়াবহতা তুলে ধরেছেন।
0
Updated: 1 month ago
How does Magwitch die in the novel?
Created: 1 month ago
A
In prison after trial
B
In fire accident
C
Drowning in the river
D
Executed by hanging
বাংলা ব্যাখ্যা: Abel Magwitch, সেই অপরাধী যাকে Pip ছোটবেলায় সাহায্য করেছিল, উপন্যাসের শেষদিকে ধরা পড়ে। তার বিরুদ্ধে কঠোর আইন চলে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু রায় কার্যকর হওয়ার আগেই অসুস্থ হয়ে সে কারাগারে মারা যায়। মৃত্যুর আগে Pip তাকে সান্ত্বনা দেয় যে তার মেয়ে Estella জীবিত ও সুন্দরী। Dickens এখানে দেখিয়েছেন—আইন হয়তো তাকে অপরাধী হিসেবে বিচার করেছে, কিন্তু মানুষের দৃষ্টিতে সে ছিল কৃতজ্ঞতা ও ভালোবাসার প্রতীক।
0
Updated: 1 month ago
Who is called “The Aged Parent”?
Created: 1 month ago
A
Magwitch
B
Wemmick’s father
C
Jaggers
D
Compeyson
বাংলা ব্যাখ্যা: Wemmick-এর বৃদ্ধ বাবাকে সে স্নেহ করে “The Aged Parent” বলে ডাকত। অফিসে কঠোর Wemmick বাড়িতে একেবারেই আলাদা মানুষ। Dickens দেখিয়েছেন, কাজ আর ব্যক্তিগত জীবনে মানুষের ভিন্নতা থাকতে পারে।
1
Updated: 1 month ago
What redeems Pip in the end?
Created: 1 month ago
A
Wealth
B
Love, humility, and loyalty
C
Marriage with Estella
D
Law and justice
বাংলা ব্যাখ্যা: Pip শেষে শিখে যায়, আসল সম্পদ হলো Joe-এর ভালোবাসা ও Magwitch-এর কৃতজ্ঞতা। তার অহংকার ভেঙে বিনয়ী হয়ে ওঠে। Dickens বোঝান, আত্মশুদ্ধিই আসল মুক্তি।
1
Updated: 1 month ago