What lesson does Miss Havisham learn before death?
A
Money brings happiness
B
Revenge destroys life
C
Estella is perfect
D
Pip is dishonest
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: Miss Havisham মৃত্যুর আগে Pip-এর কাছে ক্ষমা চায়। সে স্বীকার করে, প্রতিশোধের শিক্ষা দিয়ে Estella ও Pip দুজনকেই কষ্ট দিয়েছে। Dickens প্রতিশোধের ভয়াবহতা তুলে ধরেছেন।
0
Updated: 1 month ago
"It was the best of times, it was the worst of times" - This quote is from -
Created: 1 month ago
A
A Tale of Two Cities
B
Great Expectations
C
David Copperfield
D
Oliver Twist
A Tale of Two Cities
-
লেখক: Charles Dickens
-
ধরণ: Novel
-
কাহিনী কেন্দ্র: London ও Paris, ফরাসী বিপ্লব প্রেক্ষাপটে
-
মূল চরিত্র:
-
Lucie Manette – তরুণী, বাবাকে জীবিত পেয়ে বিস্মিত
-
Dr. Alexandre Manette – অত্যাচারী জমিদারের ষড়যন্ত্রে জেলে, মুচির কাজ শিখেছেন
-
Charles Darnay – ফরাসী রাজপরিবারের সদস্য, অনুতপ্ত
-
Sydney Carton – পারিবারিক বন্ধু, Lucie-এর প্রতি প্রেমে আবদ্ধ
-
Madame Defarge – বিপ্লবের প্রতীক
-
উক্তি:
-
First Line: “It was the best of times, it was the worst of times...”
-
Last Line: “It is a far, far better thing that I do, than I have ever done...”
Charles Dickens
-
British novelist, Victorian era এর সর্বশ্রেষ্ঠ কবি হিসেবে বিবেচিত
Best Works (Novels):
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times
-
The Pickwick Papers
0
Updated: 1 month ago
What is the significance of the character Magwitch in Great Expectations?
Created: 3 weeks ago
A
He is Pip’s mentor who guides him through life
B
He is a symbol of evil and destruction in Pip’s life
C
He is a lawyer who helps Pip with his legal matters
D
He is the convict who secretly supports Pip’s rise in society
Great Expectations এ, ম্যাগউইচ পিপের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। তিনি একজন অপরাধী, যিনি পিপকে তার সামাজিক অবস্থান উন্নত করার জন্য গোপনে অর্থ প্রদান করেন।
ম্যাগউইচের অবদান পিপের জন্য একটি অপ্রত্যাশিত এবং চমকপ্রদ বিষয় হয়ে ওঠে, এবং তার এই দানই পিপকে জেন্টলম্যানের মতো একটি জীবনযাপন করার সুযোগ দেয়। তবে এই দানে পিপের জন্য এক ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হয়, কারণ এটি তার আত্মপরিচয় এবং তার মূল্যবোধের প্রতি প্রশ্ন উত্থাপন করে।
0
Updated: 3 weeks ago
What is the fate of Drummle?
Created: 1 month ago
A
He becomes rich and powerful
B
He dies in a horse accident
C
He is killed by Compeyson
D
He marries Biddy
বাংলা ব্যাখ্যা: Drummle ছিল অহংকারী ও নিষ্ঠুর। সে পশুদের প্রতি অত্যাচার করত। শেষমেশ ঘোড়াকে নির্যাতন করতে গিয়ে দুর্ঘটনায় মারা যায়। Dickens দেখিয়েছেন, নিষ্ঠুরতার ফল ভয়াবহ।
0
Updated: 1 month ago