A
Wemmick
B
Jaggers
C
Orlick
D
Pumblechook
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: Wemmick অফিসে ছিল ঠাণ্ডা, যান্ত্রিক ও কঠোর। কিন্তু বাড়িতে গিয়ে সে হাসিখুশি, দয়ালু এবং বাবার প্রতি নিবেদিত। Dickens দেখিয়েছেন, সমাজ মানুষকে দ্বৈত জীবন যাপন করতে বাধ্য করে। কর্মজীবন ও ব্যক্তিজীবন আলাদা রাখতে গিয়ে মানুষ ভেতরে টুকরো হয়ে যায়।

0
Updated: 21 hours ago
What does Joe symbolize?
Created: 20 hours ago
A
Wealth and ambition
B
Honesty, loyalty, and true gentility
C
Law and corruption
D
Pride and arrogance
বাংলা ব্যাখ্যা: Joe Gargery প্রতীক—সত্যিকারের ভদ্রতার। তিনি Pip-কে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, যতই Pip তাকে অবহেলা করুক না কেন। Dickens দেখিয়েছেন, ভদ্রতা হৃদয়ের গুণ।

0
Updated: 20 hours ago
Who is Compeyson?
Created: 21 hours ago
A
Miss Havisham’s betrayer and Magwitch’s enemy
B
Pip’s friend
C
Jaggers’s client
D
Estella’s husband
বাংলা ব্যাখ্যা: Compeyson হলো এক ধূর্ত অপরাধী। সে Miss Havisham-কে প্রতারণা করে বিয়ের দিনে ছেড়ে দেয়। আবার সে Magwitch-এর শত্রু। Dickens এখানে দেখিয়েছেন ভণ্ড ভদ্রলোকদের আসল চেহারা।

0
Updated: 21 hours ago
What theme does Pip’s illness represent?
Created: 21 hours ago
A
Love and loyalty
B
Purification and humility
C
Wealth and luxury
D
Guilt and revenge
বাংলা ব্যাখ্যা: Pip অসুস্থ হয়ে পড়ে ঋণ ও কষ্টে। তখন Joe তার পাশে দাঁড়ায়। Pip বোঝে, অহংকার তাকে ধ্বংস করেছিল। অসুস্থতা প্রতীক—পরিশুদ্ধি ও বিনয়ের।

0
Updated: 21 hours ago