What is the fate of Drummle?
A
He becomes rich and powerful
B
He dies in a horse accident
C
He is killed by Compeyson
D
He marries Biddy
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: Drummle ছিল অহংকারী ও নিষ্ঠুর। সে পশুদের প্রতি অত্যাচার করত। শেষমেশ ঘোড়াকে নির্যাতন করতে গিয়ে দুর্ঘটনায় মারা যায়। Dickens দেখিয়েছেন, নিষ্ঠুরতার ফল ভয়াবহ।
0
Updated: 1 month ago
Which two cities are depicted in A Tale of Two Cities?
Created: 3 weeks ago
A
London and Rome
B
London and Paris
C
Paris and Berlin
D
Rome and Athens
Correct answer - খ) London and Paris.
A Tale of Two Cities হলো Charles Dickens রচিত একটি বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস, যার কাহিনী আবর্তিত হয়েছে London এবং Paris শহরকে ঘিরে। উপন্যাসটি ফরাসি বিপ্লবের পটভূমিতে লেখা, যেখানে ভালোবাসা, আত্মত্যাগ, ন্যায়বিচার ও মানবতার বিষয়গুলো গভীরভাবে প্রকাশ পেয়েছে।
• এটি Charles Dickens লিখিত একটি উপন্যাস।
• গল্পটি London এবং Paris—এই দুই শহরের ঘটনাবলির উপর ভিত্তি করে রচিত।
• এর কাহিনী ফরাসি বিপ্লবের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত।
• উপন্যাসের শুরুতে দেখা যায়, তরুণী Lucie Manette বিস্মিত হয়ে জানতে পারে যে, তার বাবা Doctor Alexandre Manette এখনও জীবিত আছেন।
• অত্যাচারী জমিদারের ষড়যন্ত্রে নির্দোষ Doctor Manette দীর্ঘদিন কারাভোগ করেন।
• কারাগারে থাকা অবস্থায় তিনি মুচির কাজ শেখেন, যা তার মানসিক আঘাতের প্রতীক হয়ে ওঠে।
• পরবর্তীতে তার মেয়ে Lucie, বাবাকে খুঁজে পেয়ে প্যারিস থেকে লন্ডনে নিয়ে আসেন।
• পথে তাদের সাথে পরিচয় হয় Charles Darnay-এর, যিনি এক ফরাসি রাজপরিবারের সদস্য হলেও নিজের পরিবারের পাপের জন্য অনুতপ্ত হয়ে প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলেন।
• পরে Sydney Carton, এক হতাশ ইংরেজ আইনজীবী, Lucie Manette-এর প্রতি গভীর প্রেম অনুভব করেন।
• গল্পটির প্রধান চরিত্র দুটি হলো:
-
Charles Darnay, একজন ফরাসি অভিজাত।
-
Sydney Carton, একজন হতাশ ও আত্মত্যাগী ইংরেজ আইনজীবী।
Charles Dickens:
• পূর্ণ নাম – Charles John Huffam Dickens।
• তিনি একজন ব্রিটিশ ঔপন্যাসিক এবং Victorian যুগের শ্রেষ্ঠ সাহিত্যিকদের অন্যতম।
• তাঁর ছদ্মনাম ছিল Boz।
• Dickens মানবতার প্রতি সহানুভূতি, সামাজিক অন্যায় ও দারিদ্র্যের বিরুদ্ধে তার লেখনীর মাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলেন।
Notable Works:
• A Christmas Carol
• David Copperfield
• Bleak House
• A Tale of Two Cities
• Great Expectations
• Our Mutual Friend
• Hard Times
0
Updated: 3 weeks ago
What does Pip finally learn about true gentility?
Created: 1 month ago
A
It comes from wealth
B
It comes from power
C
It comes from kindness and loyalty
D
It comes from marriage
বাংলা ব্যাখ্যা: Pip শেষে বুঝতে পারে—Joe আর Magwitch-ই আসল ভদ্র। কারণ তারা ছিল সৎ ও ভালোবাসায় ভরা।
0
Updated: 1 month ago
In which form was Great Expectations first published?
Created: 1 month ago
A
Three-volume book
B
Weekly serial in All the Year Round
C
Monthly magazine serial
D
Standalone novel in 1861
বাংলা ব্যাখ্যা: Great Expectations প্রথম প্রকাশিত হয় ১৮৬০ সালের ডিসেম্বরে থেকে ১৮৬১ সালের আগস্ট পর্যন্ত সাপ্তাহিক কিস্তিতে, Dickens-এর নিজস্ব পত্রিকা All the Year Round-এ। পরবর্তীতে এটি ১৮৬১ সালে তিন খণ্ডের বই আকারে বের হয়। Dickens এভাবে উপন্যাস প্রকাশ করে পাঠকের উত্তেজনা ধরে রেখেছিলেন। প্রতিটি অধ্যায় পাঠককে আগ্রহী করে পরবর্তী কিস্তির জন্য অপেক্ষা করতে বাধ্য করত। সিরিয়াল ফরম্যাটই Dickens-কে জনমানসে জনপ্রিয় করে তোলে এবং তাঁর লেখনীকে সমাজের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়। তাই এই প্রশ্নে শুধু সাহিত্য নয়, প্রকাশনা ইতিহাস সম্পর্কেও জানা যায়।
0
Updated: 1 month ago