What does Estella symbolize?
A
Innocence and hope
B
Beauty, pride, and heartlessness
C
Wisdom and loyalty
D
Revenge and poverty
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: Estella হলো Miss Havisham-এর দত্তক কন্যা। তার সৌন্দর্য পুরুষদের আকৃষ্ট করে, কিন্তু তার হৃদয় শীতল। সে Pip-কে অবজ্ঞা করে। Dickens Estella-কে ব্যবহার করেছেন সামাজিক শ্রেণিবিভাজন ও ভালোবাসাহীন সৌন্দর্যের প্রতীক হিসেবে।
0
Updated: 1 month ago
"Oliver Twist" is the title character of a novel, created by-
Created: 1 month ago
A
G. B. Shaw
B
D. H. Lawrence
C
Oscar Wilde
D
Charles Dickens
Oliver Twist হলো Charles Dickens-এর লেখা উপন্যাসের প্রধান চরিত্র, যা একটি অনাথ শিশুর জীবনের সংগ্রাম ও সমাজের অন্ধকার দিককে তুলে ধরে।
-
Oliver Twist উপন্যাসটি Charles Dickens রচনা করেছেন।
-
এটি ধারাবাহিকভাবে ১৮৩৭ থেকে ১৮৩৯ সালে প্রকাশিত হয়।
-
গল্পটি অনাথ শিশু Oliver Twist-এর জীবনের কাহিনি অনুসরণ করে।
-
Dickens তৎকালীন লন্ডন শহরের দুর্দশা ও সামাজিক অন্যায় ফুটিয়ে তুলেছেন।
-
তিনি দেখিয়েছেন কিভাবে দারিদ্রতা মানুষকে অপরাধের পথে ঠেলে দেয়।
Important Characters
-
Oliver Twist
-
Fagin
-
Bill Sikes
-
Nancy
-
Agnes Fleming
-
Charley Bates
Charles Dickens (1812–1870)
-
একজন বিখ্যাত ইংরেজ উপন্যাসিক, যাকে ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ লেখক বলা হয়।
-
তার কাজ সাধারণ মানুষ থেকে রাজা পর্যন্ত সব শ্রেণির মানুষের কাছে আকর্ষণীয় ছিল।
-
প্রযুক্তিগত উন্নতি ও তাঁর সাহিত্যকৌশল তাঁর খ্যাতি বৃদ্ধিতে সহায়ক হয়।
Notable Works
-
Novels: Oliver Twist, A Christmas Carol, A Tale of Two Cities, David Copperfield, Great Expectations, Dombey and Son, Hard Times
-
Non-fiction: American Notes
0
Updated: 1 month ago
How many chapters are there in Great Expectations?
Created: 1 month ago
A
59
B
60
C
58
D
61
বাংলা ব্যাখ্যা: উপন্যাসে মোট ৫৯টি অধ্যায় আছে। Dickens উপন্যাসটিকে তিনটি "stage" বা ধাপে ভাগ করেছেন, যা পিপের জীবনকে তিন পর্যায়ে দেখায়—(১) শৈশব ও মার্শের জীবন, (২) লন্ডনে ভদ্রলোক হওয়ার সংগ্রাম, এবং (৩) সত্য উন্মোচন ও আত্মশুদ্ধি। অধ্যায়ের সংখ্যা ৫৯ হলেও প্রতিটি অধ্যায়ই কাহিনির প্লটকে এগিয়ে নিয়ে যায় এবং পাঠককে মানসিকভাবে পিপের সঙ্গে সংযুক্ত করে। এ প্রশ্ন ছাত্রদের পরীক্ষায় বিভ্রান্ত করতে পারে, কারণ Dickens-এর অনেক উপন্যাসেই অধ্যায়ের সংখ্যা ভিন্ন হয়।
0
Updated: 1 month ago
Who tries to murder Pip in the marshes?
Created: 1 month ago
A
Drummle
B
Orlick
C
Compeyson
D
Magwitch
বাংলা ব্যাখ্যা: Orlick Pip-এর সাফল্যে ঈর্ষান্বিত হয়ে তাকে মারতে চেয়েছিল। Marshes-এ Pip-কে ফাঁদে ফেলে হত্যা করতে যায়। কিন্তু Herbert, Startop এবং Trabb’s boy এসে Pip-কে বাঁচায়।
1
Updated: 1 month ago