A
It comes from wealth
B
It comes from power
C
It comes from kindness and loyalty
D
It comes from marriage
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: Pip শেষে বুঝতে পারে—Joe আর Magwitch-ই আসল ভদ্র। কারণ তারা ছিল সৎ ও ভালোবাসায় ভরা।

0
Updated: 21 hours ago
What theme does Pip and Estella’s reunion show?
Created: 20 hours ago
A
Hatred
B
Forgiveness and change
C
Pride
D
Revenge
বাংলা ব্যাখ্যা: শেষ অধ্যায়ে Pip ও Estella-র দেখা হয়। তারা উভয়েই জীবনে ভোগান্তি পেরিয়ে মানবিক হয়েছে। Dickens পাঠককে শেখান, ক্ষমা ও পরিবর্তনই জীবনের শেষ শিক্ষা।

0
Updated: 20 hours ago
Who is Molly?
Created: 21 hours ago
A
Estella’s biological mother
B
Miss Havisham’s servant
C
Joe’s cousin
D
Pip’s aunt
বাংলা ব্যাখ্যা: Molly হলো Jaggers-এর রহস্যময়ী গৃহকর্মী। Dickens পরে প্রকাশ করেন, তিনিই Estella-র আসল মা। তার অতীত অপরাধে ভরা ছিল।

0
Updated: 21 hours ago
In which form was Great Expectations first published?
Created: 21 hours ago
A
Three-volume book
B
Weekly serial in All the Year Round
C
Monthly magazine serial
D
Standalone novel in 1861
বাংলা ব্যাখ্যা: Great Expectations প্রথম প্রকাশিত হয় ১৮৬০ সালের ডিসেম্বরে থেকে ১৮৬১ সালের আগস্ট পর্যন্ত সাপ্তাহিক কিস্তিতে, Dickens-এর নিজস্ব পত্রিকা All the Year Round-এ। পরবর্তীতে এটি ১৮৬১ সালে তিন খণ্ডের বই আকারে বের হয়। Dickens এভাবে উপন্যাস প্রকাশ করে পাঠকের উত্তেজনা ধরে রেখেছিলেন। প্রতিটি অধ্যায় পাঠককে আগ্রহী করে পরবর্তী কিস্তির জন্য অপেক্ষা করতে বাধ্য করত। সিরিয়াল ফরম্যাটই Dickens-কে জনমানসে জনপ্রিয় করে তোলে এবং তাঁর লেখনীকে সমাজের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়। তাই এই প্রশ্নে শুধু সাহিত্য নয়, প্রকাশনা ইতিহাস সম্পর্কেও জানা যায়।

0
Updated: 21 hours ago