Who teaches Estella to despise men?
A
Jaggers
B
Miss Havisham
C
Molly
D
Biddy
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: Miss Havisham বিয়ের দিনে প্রতারিত হওয়ার পর প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠেন। তিনি Estella-কে পুরুষদের ঘৃণা করতে শেখান। এর ফলে Estella সুন্দরী হলেও শীতল হৃদয়ের হয়ে ওঠে। Dickens এখানে প্রতিশোধের শিক্ষার বিপর্যয়কর প্রভাব দেখিয়েছেন।
0
Updated: 1 month ago
Who created the character Oliver Twist?
Created: 1 month ago
A
Robert Browning
B
Charles Dickens
C
Emily Bronte
D
Mark Twain
Oliver Twist হলো Charles Dickens-এর রচিত একটি ক্লাসিক উপন্যাস, যা মূলত একটি অনাথ শিশুর জীবনযাত্রা এবং Victorian যুগের ইংল্যান্ডের সমাজের দারিদ্র্য ও অনৈতিকতার সমালোচনা তুলে ধরে।
-
সম্পূর্ণ নাম: Oliver Twist, or, The Parish Boy's Progress
-
প্রথম প্রকাশিত: ১৮৩৭–১৮৩৯, Dickens-এর প্রথম পূর্ণাঙ্গ উপন্যাস
-
প্রাথমিকভাবে প্রকাশিত হয় তার ছদ্মনাম "Boz" ব্যবহার করে
-
কাহিনী অনুসরণ করে Oliver Twist, যিনি জন্ম থেকে অনাথ এবং কিভাবে দারিদ্র্য ও সামাজিক অবহেলা তাকে নানা বিপদের মধ্যে ঠেলে দেয়।
-
উপন্যাস সমাজে দারিদ্র্য, শিশুশ্রম, এবং অনাথদের প্রতি অব্যবস্থাপনা-এর বিরুদ্ধে সমালোচনা করে।
-
Dickens দেখিয়েছেন কিভাবে দারিদ্র্য মানুষকে অপরাধের দিকে ঠেলে দেয় এবং লন্ডনের দুরবস্থার চিত্র ফুটিয়ে তুলেছেন।
উল্লেখযোগ্য চরিত্রসমূহ:
-
Oliver Twist
-
Fagin
-
Bill Sikes
-
Nancy
-
Agnes Fleming
-
Charley Bates
Charles Dickens (Charles John Huffam Dickens):
-
একজন ব্রিটিশ novelist, Victorian era-এর সর্বশ্রেষ্ঠ novelist হিসেবে গণ্য।
-
তাঁর ছদ্মনাম ছিল Boz।
উল্লেখযোগ্য সাহিত্যকর্মসমূহ:
-
Oliver Twist
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times
উৎস:
0
Updated: 1 month ago
What is the fate of Drummle?
Created: 1 month ago
A
He becomes rich and powerful
B
He dies in a horse accident
C
He is killed by Compeyson
D
He marries Biddy
বাংলা ব্যাখ্যা: Drummle ছিল অহংকারী ও নিষ্ঠুর। সে পশুদের প্রতি অত্যাচার করত। শেষমেশ ঘোড়াকে নির্যাতন করতে গিয়ে দুর্ঘটনায় মারা যায়। Dickens দেখিয়েছেন, নিষ্ঠুরতার ফল ভয়াবহ।
0
Updated: 1 month ago
Who is Pip’s true father figure in the novel?
Created: 1 month ago
A
Magwitch
B
Jaggers
C
Joe Gargery
D
Compeyson
বাংলা ব্যাখ্যা: Joe Gargery Pip-এর জীবনের প্রকৃত পিতৃতুল্য চরিত্র। শৈশবে Pip-এর ওপর Mrs. Joe কঠোর হলেও Joe সবসময় তাকে স্নেহ করেছে। পরে Pip ধনী হয়ে Joe-কে অবহেলা করে, কিন্তু অসুস্থতার সময় আবার তার কাছে ফিরে যায়। Joe-ই তার ঋণ শোধ করে এবং জীবন বাঁচায়। Dickens দেখিয়েছেন, প্রকৃত পিতৃত্ব রক্তের সম্পর্ক নয়, ভালোবাসা ও ত্যাগের মধ্যেই নিহিত।
0
Updated: 1 month ago