What is the symbolic meaning of the marshes?
A
Beauty and hope
B
Fear, crime, and humble origins
C
Wealth and luxury
D
Romance and love
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: Marshes হলো Pip-এর জন্মভূমি। সেখানে সে অপরাধী Magwitch-এর সঙ্গে দেখা করে। Marshes প্রতীক—ভয়, অপরাধ, শিকড় এবং নিম্নবিত্ত জীবন। Dickens এখানে দেখিয়েছেন, Pip যতই ধনী হোক, তার অতীত সবসময় তাকে তাড়া করবে।
0
Updated: 1 month ago
What lesson does Pip learn at the end of the novel?
Created: 1 month ago
A
Wealth brings happiness
B
Social class is permanent
C
True worth lies in love and loyalty, not wealth
D
Ambition always leads to success
বাংলা ব্যাখ্যা: পিপ ছোটবেলায় স্বপ্ন দেখে ভদ্রলোক হওয়ার, ধনী হওয়ার, এস্টেলাকে বিয়ে করার। এজন্য সে নিজের সাধারণ জীবনকে অবহেলা করে। কিন্তু শেষে যখন জানতে পারে তার দাতা একজন অপরাধী, তখন তার স্বপ্ন ভেঙে যায়। অসুস্থতা, ঋণ আর অপমানের মধ্য দিয়ে সে বোঝে—আসল ভদ্রতা হলো সততা, ভালোবাসা, কৃতজ্ঞতা। Joe ও Magwitch-এর নিঃস্বার্থ ভালোবাসাই তাকে এই শিক্ষা দেয়। Dickens পাঠককে বোঝান—সত্যিকারের “gentleman” টাকা দিয়ে হয় না, হৃদয়ের গুণেই হয়।
0
Updated: 1 month ago
Who wrote the two famous novels, ‘David Copperfield’ and ‘The Tale of two Cities’?
Created: 2 months ago
A
Thomas Hardy
B
Jane Austen
C
George Eliot
D
Charles Dickens
Victorian Age (1832-1900)-এর অন্যতম জনপ্রিয় ও প্রতিভাবান ঔপন্যাসিক Charles Dickens (1812-1870)। তাঁকে বলা হয় the greatest novelist in the victorian period I Charles Dickens রচিত বিখ্যাত কয়েকটি উপন্যাসের নাম নিম্নরূপ: • David Copperfield • A Christmas Carol • Our Mutual Friend • The Bleak House • Hard Times • Great Expectations • The Pickwick Papers • The Old Curiosity Shop • A Tale of Two Cities • The Battle of Life • The Mystery of Edwin Drood • The Adventures of Oliver Twist
0
Updated: 2 months ago
How does Drummle die?
Created: 1 month ago
A
From illness
B
From a horse accident
C
From drowning
D
From fire
বাংলা ব্যাখ্যা: Drummle এক নিষ্ঠুর চরিত্র। সে পশুদের প্রতি অত্যাচার করত। শেষমেশ ঘোড়াকে নির্যাতন করতে গিয়ে দুর্ঘটনায় মারা যায়। Dickens নৈতিক শিক্ষা দিয়েছেন—অন্যায়কারীর মৃত্যু নৃশংস হয়।
1
Updated: 1 month ago