A
It brings happiness
B
It brings misery
C
It is successful
D
It makes her rich
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: Estella-র Drummle-এর সঙ্গে বিবাহ সুখকর ছিল না। সে কষ্ট ভোগ করে। এতে তার অহংকার ভাঙে এবং সে মানবিক হয়।

0
Updated: 21 hours ago
Who pays Pip’s debts?
Created: 21 hours ago
A
Estella
B
Magwitch
C
Joe
D
Jaggers
বাংলা ব্যাখ্যা: Pip যখন অসুস্থ হয়ে পড়ে ও ঋণগ্রস্ত হয়, তখন Joe নিঃশব্দে সব ঋণ শোধ করে। এটি Joe-এর নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। Dickens বোঝান—আসল ভদ্রতা ত্যাগের মধ্যেই নিহিত।

0
Updated: 21 hours ago
Which character lives a double life between office and home?
Created: 21 hours ago
A
Wemmick
B
Jaggers
C
Orlick
D
Pumblechook
বাংলা ব্যাখ্যা: Wemmick অফিসে ছিল ঠাণ্ডা, যান্ত্রিক ও কঠোর। কিন্তু বাড়িতে গিয়ে সে হাসিখুশি, দয়ালু এবং বাবার প্রতি নিবেদিত। Dickens দেখিয়েছেন, সমাজ মানুষকে দ্বৈত জীবন যাপন করতে বাধ্য করে। কর্মজীবন ও ব্যক্তিজীবন আলাদা রাখতে গিয়ে মানুষ ভেতরে টুকরো হয়ে যায়।

0
Updated: 21 hours ago
Which character symbolizes true gentility in the novel?
Created: 21 hours ago
A
Pip
B
Joe Gargery
C
Jaggers
D
Drummle
বাংলা ব্যাখ্যা: Joe Gargery একজন লোহার কারিগর হলেও তিনি সততা, ধৈর্য ও ভালোবাসার প্রতীক। পিপ যখন গর্বে ভেসে তাকে অবহেলা করে, তখনও Joe নিঃস্বার্থভাবে Pip-কে ভালোবাসে। শেষে যখন Pip অসুস্থ হয়ে পড়ে, Joe-ই তাকে বাঁচায়। Dickens এভাবে দেখিয়েছেন—আসল ভদ্রতা টাকা-পয়সায় নয়, হৃদয়ের গুণে নির্ধারিত হয়। Joe-ই হলো সত্যিকারের “gentleman।”

0
Updated: 21 hours ago