Which character lives a double life between office and home?
A
Wemmick
B
Jaggers
C
Orlick
D
Pumblechook
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: Wemmick অফিসে ছিল ঠাণ্ডা, যান্ত্রিক ও কঠোর। কিন্তু বাড়িতে গিয়ে সে হাসিখুশি, দয়ালু এবং বাবার প্রতি নিবেদিত। Dickens দেখিয়েছেন, সমাজ মানুষকে দ্বৈত জীবন যাপন করতে বাধ্য করে। কর্মজীবন ও ব্যক্তিজীবন আলাদা রাখতে গিয়ে মানুষ ভেতরে টুকরো হয়ে যায়।
2
Updated: 1 month ago
What is the climax of the novel?
Created: 1 month ago
A
Estella’s marriage
B
Miss Havisham’s death
C
Pip learning Magwitch is his benefactor
D
Orlick’s attack
বাংলা ব্যাখ্যা: Pip ভেবেছিল Miss Havisham তার দাতা। কিন্তু যখন জানতে পারে আসল দাতা হলো সেই অপরাধী Magwitch, তখন তার পৃথিবী ভেঙে পড়ে। এটি উপন্যাসের মোড় ঘোরানো মুহূর্ত। Dickens দেখিয়েছেন, সমাজের আসল ভদ্রতা জন্মসূত্রে আসে না, বরং ভালোবাসা ও ত্যাগ থেকেই আসে।
0
Updated: 1 month ago
Who is Orlick in the novel?
Created: 1 month ago
A
Joe’s assistant
B
Miss Havisham’s servant
C
Pip’s teacher
D
Jaggers’s clerk
বাংলা ব্যাখ্যা: Orlick ছিল Joe-এর লোহার কারখানার সহকারী। সে ঈর্ষাপরায়ণ ও হিংস্র। Mrs. Joe-কে আক্রমণ করে এবং পরে Pip-কে মারার চেষ্টা করে। Orlick প্রতীক—অসহিষ্ণুতা ও বিদ্বেষ।
1
Updated: 1 month ago
Who is called “The Aged Parent”?
Created: 1 month ago
A
Magwitch
B
Wemmick’s father
C
Jaggers
D
Compeyson
বাংলা ব্যাখ্যা: Wemmick-এর বৃদ্ধ বাবাকে সে স্নেহ করে “The Aged Parent” বলে ডাকত। অফিসে কঠোর Wemmick বাড়িতে একেবারেই আলাদা মানুষ। Dickens দেখিয়েছেন, কাজ আর ব্যক্তিগত জীবনে মানুষের ভিন্নতা থাকতে পারে।
1
Updated: 1 month ago