A
From illness
B
From a horse accident
C
From drowning
D
From fire
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: Drummle এক নিষ্ঠুর চরিত্র। সে পশুদের প্রতি অত্যাচার করত। শেষমেশ ঘোড়াকে নির্যাতন করতে গিয়ে দুর্ঘটনায় মারা যায়। Dickens নৈতিক শিক্ষা দিয়েছেন—অন্যায়কারীর মৃত্যু নৃশংস হয়।

0
Updated: 21 hours ago
What is the name of Miss Havisham’s house?
Created: 21 hours ago
A
Marsh House
B
Satis House
C
Pocket House
D
Gargery House
বাংলা ব্যাখ্যা: Miss Havisham-এর ভগ্নপ্রায় বাড়ির নাম Satis House। “Satis” মানে হলো “যথেষ্ট।” নামটি প্রতীকী—যেন সবকিছু থাকার পরও Miss Havisham-এর জীবনে সুখের অভাব। বাড়ির পচা কেক, থেমে থাকা ঘড়ি, ধুলো আর অন্ধকার প্রতিশোধ ও স্থবিরতার প্রতীক। এখানে Pip প্রথমবার Estella-র সঙ্গে দেখা করে এবং তার প্রেমে পড়ে।

0
Updated: 21 hours ago
What theme does Pip’s illness represent?
Created: 20 hours ago
A
Love and loyalty
B
Purification and humility
C
Wealth and luxury
D
Guilt and revenge
বাংলা ব্যাখ্যা: Pip অসুস্থ হয়ে পড়ে ঋণ ও কষ্টে। তখন Joe তার পাশে দাঁড়ায়। Pip বোঝে, অহংকার তাকে ধ্বংস করেছিল। অসুস্থতা প্রতীক—পরিশুদ্ধি ও বিনয়ের।

0
Updated: 20 hours ago
What redeems Pip in the end?
Created: 20 hours ago
A
Wealth
B
Love, humility, and loyalty
C
Marriage with Estella
D
Law and justice
বাংলা ব্যাখ্যা: Pip শেষে শিখে যায়, আসল সম্পদ হলো Joe-এর ভালোবাসা ও Magwitch-এর কৃতজ্ঞতা। তার অহংকার ভেঙে বিনয়ী হয়ে ওঠে। Dickens বোঝান, আত্মশুদ্ধিই আসল মুক্তি।

0
Updated: 20 hours ago