Who is Pip’s true father figure in the novel?
A
Magwitch
B
Jaggers
C
Joe Gargery
D
Compeyson
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: Joe Gargery Pip-এর জীবনের প্রকৃত পিতৃতুল্য চরিত্র। শৈশবে Pip-এর ওপর Mrs. Joe কঠোর হলেও Joe সবসময় তাকে স্নেহ করেছে। পরে Pip ধনী হয়ে Joe-কে অবহেলা করে, কিন্তু অসুস্থতার সময় আবার তার কাছে ফিরে যায়। Joe-ই তার ঋণ শোধ করে এবং জীবন বাঁচায়। Dickens দেখিয়েছেন, প্রকৃত পিতৃত্ব রক্তের সম্পর্ক নয়, ভালোবাসা ও ত্যাগের মধ্যেই নিহিত।
0
Updated: 1 month ago
In which form was Great Expectations first published?
Created: 1 month ago
A
Three-volume book
B
Weekly serial in All the Year Round
C
Monthly magazine serial
D
Standalone novel in 1861
বাংলা ব্যাখ্যা: Great Expectations প্রথম প্রকাশিত হয় ১৮৬০ সালের ডিসেম্বরে থেকে ১৮৬১ সালের আগস্ট পর্যন্ত সাপ্তাহিক কিস্তিতে, Dickens-এর নিজস্ব পত্রিকা All the Year Round-এ। পরবর্তীতে এটি ১৮৬১ সালে তিন খণ্ডের বই আকারে বের হয়। Dickens এভাবে উপন্যাস প্রকাশ করে পাঠকের উত্তেজনা ধরে রেখেছিলেন। প্রতিটি অধ্যায় পাঠককে আগ্রহী করে পরবর্তী কিস্তির জন্য অপেক্ষা করতে বাধ্য করত। সিরিয়াল ফরম্যাটই Dickens-কে জনমানসে জনপ্রিয় করে তোলে এবং তাঁর লেখনীকে সমাজের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়। তাই এই প্রশ্নে শুধু সাহিত্য নয়, প্রকাশনা ইতিহাস সম্পর্কেও জানা যায়।
0
Updated: 1 month ago
What does the word “Satis” symbolize in the novel?
Created: 1 month ago
A
Wealth
B
Enough, yet unsatisfied
C
Love
D
Revenge
বাংলা ব্যাখ্যা: “Satis” মানে “যথেষ্ট।” Dickens এই নাম ব্যবহার করেছেন ব্যঙ্গাত্মকভাবে। Miss Havisham-এর কাছে ধন-সম্পদ যথেষ্ট ছিল, কিন্তু সুখ ছিল না। এটি দেখায়—টাকা জীবনে সবকিছু হতে পারে না।
1
Updated: 1 month ago
What is the name of Miss Havisham’s house?
Created: 1 month ago
A
Marsh House
B
Satis House
C
Pocket House
D
Gargery House
বাংলা ব্যাখ্যা: Miss Havisham-এর ভগ্নপ্রায় বাড়ির নাম Satis House। “Satis” মানে হলো “যথেষ্ট।” নামটি প্রতীকী—যেন সবকিছু থাকার পরও Miss Havisham-এর জীবনে সুখের অভাব। বাড়ির পচা কেক, থেমে থাকা ঘড়ি, ধুলো আর অন্ধকার প্রতিশোধ ও স্থবিরতার প্রতীক। এখানে Pip প্রথমবার Estella-র সঙ্গে দেখা করে এবং তার প্রেমে পড়ে।
0
Updated: 1 month ago