নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়- 

Edit edit

A

ধমনীর ভেতর দিয়ে 

B

শিরার ভেতর দিয়ে 

C

স্নায়ুর ভেতর দিয়ে 

D

ল্যাকটিয়ালের ভেতর দিয়ে

উত্তরের বিবরণ

img

ধমনি ও নাড়ীর স্পন্দন

ধমনি হলো এমন এক ধরনের রক্তবাহী নালী, যা হৃদপিণ্ড থেকে উৎপন্ন হয়ে দেহের বিভিন্ন অংশে রক্ত সরবরাহ করে।

এই ধমনির মাধ্যমে সাধারণত অক্সিজেনসমৃদ্ধ রক্ত খুব দ্রুত গতিতে সারা শরীরে প্রবাহিত হয়। এই প্রবাহজনিত চাপের কারণে ধমনিতে নাড়ীর স্পন্দন অনুভূত হয়, যা শিরায় দেখা যায় না।

অন্যদিকে, যেসব রক্তবাহী নালী দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ থেকে রক্ত সংগ্রহ করে হৃদপিণ্ডে ফেরত আনে, তাদেরকে বলা হয় শিরা। শিরায় সাধারণত অক্সিজেনবিহীন রক্ত থাকে এবং সেখানে নাড়ীর স্পন্দন অনুপস্থিত।

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

Unfavorite

0

Updated: 1 month ago

Related MCQ

Get Our App

Download our app for a better experience.

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD