What is the genre of Great Expectations?
A
Tragedy
B
Bildungsroman
C
Romance
D
Comedy
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: Bildungsroman মানে হলো বেড়ে ওঠার কাহিনি। Pip-এর শৈশব থেকে পরিণত মানুষে রূপান্তরই এর মূল বিষয়।
0
Updated: 1 month ago
What theme does Pip and Estella’s reunion show?
Created: 1 month ago
A
Hatred
B
Forgiveness and change
C
Pride
D
Revenge
বাংলা ব্যাখ্যা: শেষ অধ্যায়ে Pip ও Estella-র দেখা হয়। তারা উভয়েই জীবনে ভোগান্তি পেরিয়ে মানবিক হয়েছে। Dickens পাঠককে শেখান, ক্ষমা ও পরিবর্তনই জীবনের শেষ শিক্ষা।
0
Updated: 1 month ago
Who introduces Pip to Miss Havisham?
Created: 1 month ago
A
Jaggers
B
Joe
C
Pumblechook
D
Herbert
বাংলা ব্যাখ্যা: Mr. Pumblechook, Pip-এর আত্মীয়, ছিল এক আত্মম্ভরী ব্যবসায়ী। সে-ই Pip-কে Miss Havisham-এর কাছে নিয়ে যায়। Dickens এখানে দেখিয়েছেন কিভাবে সমাজে ভণ্ড আত্মীয়রা নিজেদের স্বার্থে অন্যকে ব্যবহার করে। Pumblechook আসলে Miss Havisham-এর ধনী সংযোগ ব্যবহার করে নিজের মর্যাদা বাড়াতে চাইত। যদিও তার ভূমিকা ছোট, কিন্তু কাহিনির মোড় ঘোরানোর জন্য গুরুত্বপূর্ণ—কারণ Estella-র সঙ্গে Pip-এর প্রথম পরিচয় হয় তার মাধ্যমেই।
0
Updated: 1 month ago
Who was Estella’s real mother?
Created: 1 month ago
A
Miss Havisham
B
Biddy
C
Molly
D
Clara
বাংলা ব্যাখ্যা: অনেক পাঠক প্রথমে মনে করেন Estella হলো Miss Havisham-এর মেয়ে। আসলে Miss Havisham তাকে দত্তক নিয়েছিলেন। Estella-র আসল মা হলো Molly, যিনি Mr. Jaggers-এর রহস্যময়ী গৃহকর্মী। তার কব্জিতে দাগ ছিল, কারণ একসময় তিনি ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে পড়েছিলেন। পরে Estella-র জন্ম হয় Magwitch এবং Molly-এর সন্তান হিসেবে। Dickens এ তথ্য অনেক পরে প্রকাশ করেন, যা পাঠকের কাছে চমক তৈরি করে। এর মাধ্যমে Dickens দেখাতে চেয়েছেন—উচ্চবিত্ত ও ভদ্রতার আড়ালে জন্মসূত্র অনেক সময় সাধারণ বা অপরাধী পরিবার থেকেও হতে পারে।
0
Updated: 1 month ago