A
Joe and Biddy
B
Herbert, Startop, and Trabb’s boy
C
Jaggers and Wemmick
D
Miss Havisham
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: Pip-এর জীবন বাঁচায় তার বন্ধুদের দল। Dickens দেখিয়েছেন, প্রকৃত বন্ধুত্ব হলো নিঃস্বার্থ সাহায্য।

0
Updated: 21 hours ago
Who pays Pip’s debts?
Created: 20 hours ago
A
Estella
B
Magwitch
C
Joe
D
Jaggers
বাংলা ব্যাখ্যা: Pip যখন অসুস্থ হয়ে পড়ে ও ঋণগ্রস্ত হয়, তখন Joe নিঃশব্দে সব ঋণ শোধ করে। এটি Joe-এর নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। Dickens বোঝান—আসল ভদ্রতা ত্যাগের মধ্যেই নিহিত।

0
Updated: 20 hours ago
Which character lives a double life between office and home?
Created: 21 hours ago
A
Wemmick
B
Jaggers
C
Orlick
D
Pumblechook
বাংলা ব্যাখ্যা: Wemmick অফিসে ছিল ঠাণ্ডা, যান্ত্রিক ও কঠোর। কিন্তু বাড়িতে গিয়ে সে হাসিখুশি, দয়ালু এবং বাবার প্রতি নিবেদিত। Dickens দেখিয়েছেন, সমাজ মানুষকে দ্বৈত জীবন যাপন করতে বাধ্য করে। কর্মজীবন ও ব্যক্তিজীবন আলাদা রাখতে গিয়ে মানুষ ভেতরে টুকরো হয়ে যায়।

0
Updated: 21 hours ago
Who was Estella’s real mother?
Created: 21 hours ago
A
Miss Havisham
B
Biddy
C
Molly
D
Clara
বাংলা ব্যাখ্যা: অনেক পাঠক প্রথমে মনে করেন Estella হলো Miss Havisham-এর মেয়ে। আসলে Miss Havisham তাকে দত্তক নিয়েছিলেন। Estella-র আসল মা হলো Molly, যিনি Mr. Jaggers-এর রহস্যময়ী গৃহকর্মী। তার কব্জিতে দাগ ছিল, কারণ একসময় তিনি ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে পড়েছিলেন। পরে Estella-র জন্ম হয় Magwitch এবং Molly-এর সন্তান হিসেবে। Dickens এ তথ্য অনেক পরে প্রকাশ করেন, যা পাঠকের কাছে চমক তৈরি করে। এর মাধ্যমে Dickens দেখাতে চেয়েছেন—উচ্চবিত্ত ও ভদ্রতার আড়ালে জন্মসূত্র অনেক সময় সাধারণ বা অপরাধী পরিবার থেকেও হতে পারে।

0
Updated: 21 hours ago