A
Drummle
B
Orlick
C
Compeyson
D
Magwitch
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: Orlick Pip-এর সাফল্যে ঈর্ষান্বিত হয়ে তাকে মারতে চেয়েছিল। Marshes-এ Pip-কে ফাঁদে ফেলে হত্যা করতে যায়। কিন্তু Herbert, Startop এবং Trabb’s boy এসে Pip-কে বাঁচায়।

0
Updated: 21 hours ago
What does Joe symbolize?
Created: 20 hours ago
A
Wealth and ambition
B
Honesty, loyalty, and true gentility
C
Law and corruption
D
Pride and arrogance
বাংলা ব্যাখ্যা: Joe Gargery প্রতীক—সত্যিকারের ভদ্রতার। তিনি Pip-কে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, যতই Pip তাকে অবহেলা করুক না কেন। Dickens দেখিয়েছেন, ভদ্রতা হৃদয়ের গুণ।

0
Updated: 20 hours ago
Who was Estella’s real mother?
Created: 21 hours ago
A
Miss Havisham
B
Biddy
C
Molly
D
Clara
বাংলা ব্যাখ্যা: অনেক পাঠক প্রথমে মনে করেন Estella হলো Miss Havisham-এর মেয়ে। আসলে Miss Havisham তাকে দত্তক নিয়েছিলেন। Estella-র আসল মা হলো Molly, যিনি Mr. Jaggers-এর রহস্যময়ী গৃহকর্মী। তার কব্জিতে দাগ ছিল, কারণ একসময় তিনি ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে পড়েছিলেন। পরে Estella-র জন্ম হয় Magwitch এবং Molly-এর সন্তান হিসেবে। Dickens এ তথ্য অনেক পরে প্রকাশ করেন, যা পাঠকের কাছে চমক তৈরি করে। এর মাধ্যমে Dickens দেখাতে চেয়েছেন—উচ্চবিত্ত ও ভদ্রতার আড়ালে জন্মসূত্র অনেক সময় সাধারণ বা অপরাধী পরিবার থেকেও হতে পারে।

0
Updated: 21 hours ago
What is the fate of Drummle?
Created: 21 hours ago
A
He becomes rich and powerful
B
He dies in a horse accident
C
He is killed by Compeyson
D
He marries Biddy
বাংলা ব্যাখ্যা: Drummle ছিল অহংকারী ও নিষ্ঠুর। সে পশুদের প্রতি অত্যাচার করত। শেষমেশ ঘোড়াকে নির্যাতন করতে গিয়ে দুর্ঘটনায় মারা যায়। Dickens দেখিয়েছেন, নিষ্ঠুরতার ফল ভয়াবহ।

0
Updated: 21 hours ago