What does Pip realize about Estella’s marriage?
A
It brings happiness
B
It brings misery
C
It is successful
D
It makes her rich
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: Estella-র Drummle-এর সঙ্গে বিবাহ সুখকর ছিল না। সে কষ্ট ভোগ করে। এতে তার অহংকার ভাঙে এবং সে মানবিক হয়।
0
Updated: 1 month ago
What is the symbolic meaning of the marshes?
Created: 1 month ago
A
Beauty and hope
B
Fear, crime, and humble origins
C
Wealth and luxury
D
Romance and love
বাংলা ব্যাখ্যা: Marshes হলো Pip-এর জন্মভূমি। সেখানে সে অপরাধী Magwitch-এর সঙ্গে দেখা করে। Marshes প্রতীক—ভয়, অপরাধ, শিকড় এবং নিম্নবিত্ত জীবন। Dickens এখানে দেখিয়েছেন, Pip যতই ধনী হোক, তার অতীত সবসময় তাকে তাড়া করবে।
0
Updated: 1 month ago
"It was the best of times, it was the worst of times" - This quote is from -
Created: 1 month ago
A
A Tale of Two Cities
B
Great Expectations
C
David Copperfield
D
Oliver Twist
A Tale of Two Cities
-
লেখক: Charles Dickens
-
ধরণ: Novel
-
কাহিনী কেন্দ্র: London ও Paris, ফরাসী বিপ্লব প্রেক্ষাপটে
-
মূল চরিত্র:
-
Lucie Manette – তরুণী, বাবাকে জীবিত পেয়ে বিস্মিত
-
Dr. Alexandre Manette – অত্যাচারী জমিদারের ষড়যন্ত্রে জেলে, মুচির কাজ শিখেছেন
-
Charles Darnay – ফরাসী রাজপরিবারের সদস্য, অনুতপ্ত
-
Sydney Carton – পারিবারিক বন্ধু, Lucie-এর প্রতি প্রেমে আবদ্ধ
-
Madame Defarge – বিপ্লবের প্রতীক
-
উক্তি:
-
First Line: “It was the best of times, it was the worst of times...”
-
Last Line: “It is a far, far better thing that I do, than I have ever done...”
Charles Dickens
-
British novelist, Victorian era এর সর্বশ্রেষ্ঠ কবি হিসেবে বিবেচিত
Best Works (Novels):
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times
-
The Pickwick Papers
0
Updated: 1 month ago
What marks the climax of the novel?
Created: 1 month ago
A
Pip meeting Estella
B
Miss Havisham’s death
C
Pip learning Magwitch is his benefactor
D
Drummle’s death
বাংলা ব্যাখ্যা: Pip ভেবেছিল Miss Havisham তার দাতা। কিন্তু সত্যি হলো Magwitch, সেই অপরাধী, তাকে ভদ্রলোক বানিয়েছে। এটি গল্পের মোড় ঘোরানোর মুহূর্ত।
0
Updated: 1 month ago