A
Magwitch
B
Wemmick’s father
C
Jaggers
D
Compeyson
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: Wemmick-এর বৃদ্ধ বাবাকে সে স্নেহ করে “The Aged Parent” বলে ডাকত। অফিসে কঠোর Wemmick বাড়িতে একেবারেই আলাদা মানুষ। Dickens দেখিয়েছেন, কাজ আর ব্যক্তিগত জীবনে মানুষের ভিন্নতা থাকতে পারে।

0
Updated: 21 hours ago
Who teaches Estella to despise men?
Created: 20 hours ago
A
Jaggers
B
Miss Havisham
C
Molly
D
Biddy
বাংলা ব্যাখ্যা: Miss Havisham বিয়ের দিনে প্রতারিত হওয়ার পর প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠেন। তিনি Estella-কে পুরুষদের ঘৃণা করতে শেখান। এর ফলে Estella সুন্দরী হলেও শীতল হৃদয়ের হয়ে ওঠে। Dickens এখানে প্রতিশোধের শিক্ষার বিপর্যয়কর প্রভাব দেখিয়েছেন।

0
Updated: 20 hours ago
What is the name of Miss Havisham’s house?
Created: 21 hours ago
A
Marsh House
B
Satis House
C
Pocket House
D
Gargery House
বাংলা ব্যাখ্যা: Miss Havisham-এর ভগ্নপ্রায় বাড়ির নাম Satis House। “Satis” মানে হলো “যথেষ্ট।” নামটি প্রতীকী—যেন সবকিছু থাকার পরও Miss Havisham-এর জীবনে সুখের অভাব। বাড়ির পচা কেক, থেমে থাকা ঘড়ি, ধুলো আর অন্ধকার প্রতিশোধ ও স্থবিরতার প্রতীক। এখানে Pip প্রথমবার Estella-র সঙ্গে দেখা করে এবং তার প্রেমে পড়ে।

0
Updated: 21 hours ago
Charles Dickens was an English _________
Created: 1 month ago
A
poet
B
playwright
C
politician
D
novelist
Charles Dickens was an English novelist. He was born in 1812 and died in 1870. Dickens was not only a novelist but also a journalist, editor, illustrator, and social commentator. He was one of the most famous writers of the Victorian period. His full name was Charles John Huffam Dickens.
Some of his famous novels are:
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend.

0
Updated: 1 month ago