A
Pip’s rival
B
Pip’s best friend in London
C
Pip’s lawyer
D
Pip’s enemy
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: Pip প্রথমবার Herbert-এর সঙ্গে Miss Havisham-এর বাড়িতে দেখা করে। পরে লন্ডনে গিয়ে তারা ঘনিষ্ঠ বন্ধু হয়। Herbert হলো হাসিখুশি, সহানুভূতিশীল এবং স্বপ্নবান যুবক। সে পিপকে সত্যিকার বন্ধুত্ব শিখিয়েছে। Dickens-এর মতে, বন্ধু সেই যে কষ্টে পাশে থাকে।

0
Updated: 21 hours ago
Charles Dickens was an English _________
Created: 1 month ago
A
poet
B
playwright
C
politician
D
novelist
Charles Dickens was an English novelist. He was born in 1812 and died in 1870. Dickens was not only a novelist but also a journalist, editor, illustrator, and social commentator. He was one of the most famous writers of the Victorian period. His full name was Charles John Huffam Dickens.
Some of his famous novels are:
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend.

0
Updated: 1 month ago
What redeems Pip in the end?
Created: 20 hours ago
A
Wealth
B
Love, humility, and loyalty
C
Marriage with Estella
D
Law and justice
বাংলা ব্যাখ্যা: Pip শেষে শিখে যায়, আসল সম্পদ হলো Joe-এর ভালোবাসা ও Magwitch-এর কৃতজ্ঞতা। তার অহংকার ভেঙে বিনয়ী হয়ে ওঠে। Dickens বোঝান, আত্মশুদ্ধিই আসল মুক্তি।

0
Updated: 20 hours ago
How does Magwitch die in the novel?
Created: 21 hours ago
A
In prison after trial
B
In fire accident
C
Drowning in the river
D
Executed by hanging
বাংলা ব্যাখ্যা: Abel Magwitch, সেই অপরাধী যাকে Pip ছোটবেলায় সাহায্য করেছিল, উপন্যাসের শেষদিকে ধরা পড়ে। তার বিরুদ্ধে কঠোর আইন চলে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু রায় কার্যকর হওয়ার আগেই অসুস্থ হয়ে সে কারাগারে মারা যায়। মৃত্যুর আগে Pip তাকে সান্ত্বনা দেয় যে তার মেয়ে Estella জীবিত ও সুন্দরী। Dickens এখানে দেখিয়েছেন—আইন হয়তো তাকে অপরাধী হিসেবে বিচার করেছে, কিন্তু মানুষের দৃষ্টিতে সে ছিল কৃতজ্ঞতা ও ভালোবাসার প্রতীক।

0
Updated: 21 hours ago