Who is Compeyson?
A
Miss Havisham’s betrayer and Magwitch’s enemy
B
Pip’s friend
C
Jaggers’s client
D
Estella’s husband
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: Compeyson হলো এক ধূর্ত অপরাধী। সে Miss Havisham-কে প্রতারণা করে বিয়ের দিনে ছেড়ে দেয়। আবার সে Magwitch-এর শত্রু। Dickens এখানে দেখিয়েছেন ভণ্ড ভদ্রলোকদের আসল চেহারা।
1
Updated: 1 month ago
What is the significance of Magwitch being Estella’s father?
Created: 1 month ago
A
It connects lower-class with upper-class
B
It proves Miss Havisham’s plan successful
C
It shows Jaggers’s corruption
D
It gives Pip a reason to marry Estella
বাংলা ব্যাখ্যা: Estella-কে আমরা দেখি এক অভিজাত, ঠাণ্ডা, অহংকারী নারী হিসেবে। কিন্তু তার আসল বাবা হলো একজন অপরাধী—Magwitch। Dickens এই মোড় ঘোরানো তথ্য দিয়ে দেখান যে জন্ম ও সামাজিক শ্রেণি আসলে মিথ্যা বিভাজন। নিচুতলার একজন অপরাধীও হতে পারে সৌন্দর্যের উৎস। আর উচ্চবিত্তের তথাকথিত ভদ্রতার আড়ালেও লুকিয়ে থাকে অমানবিকতা। এটি Victorian সমাজের শ্রেণিবিভাজনের বিরুদ্ধে Dickens-এর তীব্র প্রতিবাদ।
0
Updated: 1 month ago
Which of the following works reflects a social issue?
Created: 2 weeks ago
A
Great Expectations
B
Thyrsis
C
Dover Beach
D
The Solitary Reaper
চার্লস ডিকেন্সের Great Expectations উপন্যাসটি উনিশ শতকের ইংরেজ সমাজব্যবস্থার নানা বৈষম্য ও সামাজিক বাস্তবতাকে গভীরভাবে প্রতিফলিত করেছে। এটি শুধুমাত্র একটি ব্যক্তিগত বিকাশের গল্প নয়, বরং সেই সময়ের শ্রেণি-সংক্রান্ত জটিলতা এবং সমাজের অনাচারের একটি সামাজিক দলিলও বলা যায়।
-
উপন্যাসটিতে class mobility বা সামাজিক শ্রেণি পরিবর্তনের বিষয়টি গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে, যেখানে নীচু শ্রেণি থেকে উঠে আসা এক তরুণের সমাজে নিজের অবস্থান প্রতিষ্ঠার সংগ্রাম চিত্রিত হয়েছে।
-
ডিকেন্স ইংরেজ legal system-এর দুর্নীতি, অসাম্য এবং দরিদ্র শ্রেণির প্রতি অবিচারকে তীক্ষ্ণভাবে তুলে ধরেছেন।
-
Victorian social hierarchy-এর অবিচার, ধনী ও দরিদ্রের মধ্যকার ফারাক, এবং নৈতিকতার অবক্ষয়—সবকিছুই গল্পের ভেতর দিয়ে প্রতিফলিত হয়েছে।
এইভাবে, Great Expectations কেবল এক সাহিত্যকর্ম নয়, বরং এক গভীর সামাজিক প্রতিচ্ছবি, যা পাঠককে তখনকার সমাজ সম্পর্কে ভাবতে বাধ্য করে।
0
Updated: 2 weeks ago
What does Joe symbolize?
Created: 1 month ago
A
Wealth and ambition
B
Honesty, loyalty, and true gentility
C
Law and corruption
D
Pride and arrogance
বাংলা ব্যাখ্যা: Joe Gargery প্রতীক—সত্যিকারের ভদ্রতার। তিনি Pip-কে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, যতই Pip তাকে অবহেলা করুক না কেন। Dickens দেখিয়েছেন, ভদ্রতা হৃদয়ের গুণ।
0
Updated: 1 month ago