A
Marsh House
B
Satis House
C
Pocket House
D
Gargery House
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: Miss Havisham-এর ভগ্নপ্রায় বাড়ির নাম Satis House। “Satis” মানে হলো “যথেষ্ট।” নামটি প্রতীকী—যেন সবকিছু থাকার পরও Miss Havisham-এর জীবনে সুখের অভাব। বাড়ির পচা কেক, থেমে থাকা ঘড়ি, ধুলো আর অন্ধকার প্রতিশোধ ও স্থবিরতার প্রতীক। এখানে Pip প্রথমবার Estella-র সঙ্গে দেখা করে এবং তার প্রেমে পড়ে।

0
Updated: 21 hours ago
"It was the best of times, it was the worst of times." - This quote is taken from -
Created: 3 days ago
A
A Tale of Two Cities
B
Great Expectations
C
Pride and Prejudice
D
The Old Man and the Sea
A Tale of Two Cities
-
লেখক: Charles Dickens
-
ধরন: Novel
-
ভাষা: English
-
প্রকাশকাল: 1859
-
Setting: London এবং Paris
-
Theme: ফরাসী বিপ্লব এবং মানুষের সামাজিক-রাজনৈতিক সংগ্রাম
কাহিনীর সংক্ষিপ্ত বিবরণ
-
Lucie Manette তার বাবাকে Doctor Alexandre Manette জীবিত অবস্থায় খুঁজে পান।
-
Doctor Manette অতীতের অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রের কারণে জেলে ছিলেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর Lucie তাকে লন্ডনে নিয়ে আসেন।
-
পথে Lucie পরিচিত হন Charles Darnay-এর সঙ্গে, যিনি ফরাসী রাজপরিবারের সদস্য হলেও অতীতের পাপের জন্য অনুতপ্ত।
-
Sydney Carton একজন পারিবারিক বন্ধু, যিনি Lucie-কে ভালোবাসেন এবং নিজের ত্যাগের মাধ্যমে গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
উল্লেখযোগ্য চরিত্র
-
Sydney Carton
-
Lucie Manette
-
Charles Darnay
-
Dr. Alexandre Manette
-
Madame Defarge
বিখ্যাত উক্তি
-
প্রথম লাইন:
“It was the best of times, it was the worst of times, it was the age of wisdom, it was the age of foolishness, it was the epoch of belief, it was the epoch of incredulity, it was the season of light, it was the season of darkness, it was the spring of hope, it was the winter of despair.” -
শেষ লাইন:
"It is a far, far better thing that I do, than I have ever done; it is a far, far better rest I go to than I have ever known."
Charles Dickens
-
বিখ্যাত British novelist, Victorian যুগের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক।
উল্লেখযোগ্য রচনা
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times
-
The Pickwick Papers
Options:
-
খ) Great Expectations — লেখক: Charles Dickens
-
গ) Pride and Prejudice — লেখক: Jane Austen
-
ঘ) The Old Man and the Sea — লেখক: Ernest Hemingway
Source: Live MCQ Lecture, Britannica.com

0
Updated: 3 days ago
Who teaches Estella to despise men?
Created: 20 hours ago
A
Jaggers
B
Miss Havisham
C
Molly
D
Biddy
বাংলা ব্যাখ্যা: Miss Havisham বিয়ের দিনে প্রতারিত হওয়ার পর প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠেন। তিনি Estella-কে পুরুষদের ঘৃণা করতে শেখান। এর ফলে Estella সুন্দরী হলেও শীতল হৃদয়ের হয়ে ওঠে। Dickens এখানে প্রতিশোধের শিক্ষার বিপর্যয়কর প্রভাব দেখিয়েছেন।

0
Updated: 20 hours ago
Who narrates Great Expectations?
Created: 1 month ago
A
Pip
B
Joe
C
Estella
D
Miss Havisham

0
Updated: 1 month ago