A
Jaggers
B
Joe
C
Pumblechook
D
Herbert
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: Mr. Pumblechook, Pip-এর আত্মীয়, ছিল এক আত্মম্ভরী ব্যবসায়ী। সে-ই Pip-কে Miss Havisham-এর কাছে নিয়ে যায়। Dickens এখানে দেখিয়েছেন কিভাবে সমাজে ভণ্ড আত্মীয়রা নিজেদের স্বার্থে অন্যকে ব্যবহার করে। Pumblechook আসলে Miss Havisham-এর ধনী সংযোগ ব্যবহার করে নিজের মর্যাদা বাড়াতে চাইত। যদিও তার ভূমিকা ছোট, কিন্তু কাহিনির মোড় ঘোরানোর জন্য গুরুত্বপূর্ণ—কারণ Estella-র সঙ্গে Pip-এর প্রথম পরিচয় হয় তার মাধ্যমেই।

0
Updated: 21 hours ago
Who wrote the two famous novels, ‘David Copperfield’ and ‘The Tale of two Cities’?
Created: 1 month ago
A
Thomas Hardy
B
Jane Austen
C
George Eliot
D
Charles Dickens
Victorian Age (1832-1900)-এর অন্যতম জনপ্রিয় ও প্রতিভাবান ঔপন্যাসিক Charles Dickens (1812-1870)। তাঁকে বলা হয় the greatest novelist in the victorian period I Charles Dickens রচিত বিখ্যাত কয়েকটি উপন্যাসের নাম নিম্নরূপ: • David Copperfield • A Christmas Carol • Our Mutual Friend • The Bleak House • Hard Times • Great Expectations • The Pickwick Papers • The Old Curiosity Shop • A Tale of Two Cities • The Battle of Life • The Mystery of Edwin Drood • The Adventures of Oliver Twist

0
Updated: 1 month ago
London town is found a living being in the works of-
Created: 2 weeks ago
A
Thomas Hardy
B
Charles Dickens
C
W. Congreve
D
D. H. Lawrence
লন্ডন শহরকে একজন জীবন্ত চরিত্রের মতো উপস্থাপন করা হয়েছে চ্যার্লস ডিকেন্সের লেখায়।
চ্যার্লস ডিকেন্স (Charles Dickens)
-
জন্ম: ৭ ফেব্রুয়ারি, ১৮১২, পোর্টসমাউথ, হ্যাম্পশায়ার, ইংল্যান্ড।
-
ভিক্টোরিয়ান যুগের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক।
-
তাঁর উপন্যাসগুলো দরিদ্র মানুষের জীবন ও সংগ্রামের ওপর প্রাধান্য দেয় এবং সামাজিক বাস্তবতা ফুটিয়ে তোলে।
-
লেখা বিভিন্ন ধরনের: ভ্রমণমূলক, ঐতিহাসিক, সমাজ সংস্কারমূলক এবং আত্মজীবনীমূলক।
-
বিশ্বজুড়ে জনপ্রিয়তা রয়েছে এবং বহু ভাষায় অনুদিত হয়েছে।
-
মৃত্যু: ৯ জুন, ১৮৭০, ইংল্যান্ড।
প্রধান উপন্যাসসমূহ:
-
A Tale of Two Cities
-
A Christmas Carol
-
Great Expectations
-
David Copperfield
-
Oliver Twist
-
The Pickwick Papers
-
Bleak House
-
Hard Times
উৎস: Britannica.com

0
Updated: 2 weeks ago
Who is the author of Great Expectations?
Created: 1 month ago
A
D. H. Lawrence
B
Thomas Hardy
C
William Butler Yeats
D
Charles Dickens

0
Updated: 1 month ago