Who is Orlick in the novel?
A
Joe’s assistant
B
Miss Havisham’s servant
C
Pip’s teacher
D
Jaggers’s clerk
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: Orlick ছিল Joe-এর লোহার কারখানার সহকারী। সে ঈর্ষাপরায়ণ ও হিংস্র। Mrs. Joe-কে আক্রমণ করে এবং পরে Pip-কে মারার চেষ্টা করে। Orlick প্রতীক—অসহিষ্ণুতা ও বিদ্বেষ।
1
Updated: 1 month ago
Who is Herbert Pocket?
Created: 1 month ago
A
Pip’s rival
B
Pip’s best friend in London
C
Pip’s lawyer
D
Pip’s enemy
বাংলা ব্যাখ্যা: Pip প্রথমবার Herbert-এর সঙ্গে Miss Havisham-এর বাড়িতে দেখা করে। পরে লন্ডনে গিয়ে তারা ঘনিষ্ঠ বন্ধু হয়। Herbert হলো হাসিখুশি, সহানুভূতিশীল এবং স্বপ্নবান যুবক। সে পিপকে সত্যিকার বন্ধুত্ব শিখিয়েছে। Dickens-এর মতে, বন্ধু সেই যে কষ্টে পাশে থাকে।
0
Updated: 1 month ago
What does Joe symbolize?
Created: 1 month ago
A
Wealth and ambition
B
Honesty, loyalty, and true gentility
C
Law and corruption
D
Pride and arrogance
বাংলা ব্যাখ্যা: Joe Gargery প্রতীক—সত্যিকারের ভদ্রতার। তিনি Pip-কে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, যতই Pip তাকে অবহেলা করুক না কেন। Dickens দেখিয়েছেন, ভদ্রতা হৃদয়ের গুণ।
0
Updated: 1 month ago
Who is Miss Havisham's half-brother, who conspires against her?
Created: 2 weeks ago
A
Arthur Compeyson
B
Bentley Drummle
C
Herbert Pocket
D
Wemmick
Miss Havisham-এর সৎভাই Arthur Havisham তার প্রতি গভীর হিংসা ও বিদ্বেষ পোষণ করত। তাদের পরিবারের সম্পত্তি বণ্টন নিয়ে সে অসন্তুষ্ট ছিল। এই ঈর্ষা থেকেই সে অপরাধী Compeyson-এর সঙ্গে মিলে এক ষড়যন্ত্র করে Miss Havisham-কে প্রতারণার ফাঁদে ফেলে। ফলে Miss Havisham জীবনের সবচেয়ে বড় ধাক্কা খায় এবং তার মানসিক ভাঙন শুরু হয়।
-
Arthur Havisham হল Miss Havisham-এর সৎভাই, যিনি তার পিতার অন্য সম্পর্কের সন্তান।
-
সে Compeyson-এর সঙ্গে মিলে Miss Havisham-এর ধনসম্পদ হাতিয়ে নেওয়ার জন্য পরিকল্পনা করে।
-
এই ষড়যন্ত্রের ফলেই Miss Havisham জীবনে প্রেম ও বিশ্বাস হারিয়ে একা হয়ে পড়ে।
0
Updated: 2 weeks ago