A
It connects lower-class with upper-class
B
It proves Miss Havisham’s plan successful
C
It shows Jaggers’s corruption
D
It gives Pip a reason to marry Estella
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: Estella-কে আমরা দেখি এক অভিজাত, ঠাণ্ডা, অহংকারী নারী হিসেবে। কিন্তু তার আসল বাবা হলো একজন অপরাধী—Magwitch। Dickens এই মোড় ঘোরানো তথ্য দিয়ে দেখান যে জন্ম ও সামাজিক শ্রেণি আসলে মিথ্যা বিভাজন। নিচুতলার একজন অপরাধীও হতে পারে সৌন্দর্যের উৎস। আর উচ্চবিত্তের তথাকথিত ভদ্রতার আড়ালেও লুকিয়ে থাকে অমানবিকতা। এটি Victorian সমাজের শ্রেণিবিভাজনের বিরুদ্ধে Dickens-এর তীব্র প্রতিবাদ।

0
Updated: 21 hours ago
Who is Orlick in the novel?
Created: 21 hours ago
A
Joe’s assistant
B
Miss Havisham’s servant
C
Pip’s teacher
D
Jaggers’s clerk
বাংলা ব্যাখ্যা: Orlick ছিল Joe-এর লোহার কারখানার সহকারী। সে ঈর্ষাপরায়ণ ও হিংস্র। Mrs. Joe-কে আক্রমণ করে এবং পরে Pip-কে মারার চেষ্টা করে। Orlick প্রতীক—অসহিষ্ণুতা ও বিদ্বেষ।

0
Updated: 21 hours ago
Who teaches Estella to despise men?
Created: 21 hours ago
A
Jaggers
B
Miss Havisham
C
Molly
D
Biddy
বাংলা ব্যাখ্যা: Miss Havisham বিয়ের দিনে প্রতারিত হওয়ার পর প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠেন। তিনি Estella-কে পুরুষদের ঘৃণা করতে শেখান। এর ফলে Estella সুন্দরী হলেও শীতল হৃদয়ের হয়ে ওঠে। Dickens এখানে প্রতিশোধের শিক্ষার বিপর্যয়কর প্রভাব দেখিয়েছেন।

0
Updated: 21 hours ago
How does Compeyson die?
Created: 21 hours ago
A
He is hanged
B
He drowns in the river
C
He is shot
D
He dies of illness
বাংলা ব্যাখ্যা: Magwitch-এর সঙ্গে ধাওয়া করতে গিয়ে Compeyson নদীতে পড়ে ডুবে যায়। Dickens দেখিয়েছেন—অপরাধের ফল কখনো ভালো হয় না।

0
Updated: 21 hours ago