Who is Herbert Pocket?
A
Pip’s rival
B
Pip’s best friend in London
C
Pip’s lawyer
D
Pip’s enemy
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: Pip প্রথমবার Herbert-এর সঙ্গে Miss Havisham-এর বাড়িতে দেখা করে। পরে লন্ডনে গিয়ে তারা ঘনিষ্ঠ বন্ধু হয়। Herbert হলো হাসিখুশি, সহানুভূতিশীল এবং স্বপ্নবান যুবক। সে পিপকে সত্যিকার বন্ধুত্ব শিখিয়েছে। Dickens-এর মতে, বন্ধু সেই যে কষ্টে পাশে থাকে।
0
Updated: 1 month ago
What is the ending setting of the novel?
Created: 1 month ago
A
London bridge
B
Marshes
C
Satis House ruins
D
Joe’s forge
বাংলা ব্যাখ্যা: শেষ অধ্যায়ে Pip ও Estella-র দেখা হয় ধ্বংসপ্রাপ্ত Satis House-এ। এটি প্রতীক—ভাঙা স্বপ্ন ও নতুন আশার মিলন। Dickens এখানে পাঠককে পুনর্মিলন ও ভবিষ্যতের আশার বার্তা দিয়েছেন।
0
Updated: 1 month ago
Who is called “The Spider” in the novel?
Created: 1 month ago
A
Orlick
B
Compeyson
C
Bentley Drummle
D
Jaggers
বাংলা ব্যাখ্যা: Bentley Drummle ধনী পরিবার থেকে আসা উদ্ধত ও নিষ্ঠুর চরিত্র। Dickens তাকে “The Spider” নাম দেন। কারণ, যেমন মাকড়সা শিকারকে জালে আটকে ফেলে, তেমনি Drummle অহংকার ও নিষ্ঠুরতায় অন্যদের ফাঁদে ফেলে। সে Estella-কে বিয়ে করে, কিন্তু তাকে সুখ দিতে পারে না। শেষমেশ তার মৃত্যু হয় এক দুর্ঘটনায়—ঘোড়াকে নির্যাতন করতে গিয়ে। Dickens এই চরিত্র দিয়ে দেখিয়েছেন—টাকা ও সামাজিক মর্যাদা থাকলেই ভদ্র হওয়া যায় না।
3
Updated: 1 month ago
What is the symbolic meaning of the marshes?
Created: 1 month ago
A
Beauty and hope
B
Fear, crime, and humble origins
C
Wealth and luxury
D
Romance and love
বাংলা ব্যাখ্যা: Marshes হলো Pip-এর জন্মভূমি। সেখানে সে অপরাধী Magwitch-এর সঙ্গে দেখা করে। Marshes প্রতীক—ভয়, অপরাধ, শিকড় এবং নিম্নবিত্ত জীবন। Dickens এখানে দেখিয়েছেন, Pip যতই ধনী হোক, তার অতীত সবসময় তাকে তাড়া করবে।
0
Updated: 1 month ago