What is the name of Miss Havisham’s house?
A
Marsh House
B
Satis House
C
Pocket House
D
Gargery House
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: Miss Havisham-এর ভগ্নপ্রায় বাড়ির নাম Satis House। “Satis” মানে হলো “যথেষ্ট।” নামটি প্রতীকী—যেন সবকিছু থাকার পরও Miss Havisham-এর জীবনে সুখের অভাব। বাড়ির পচা কেক, থেমে থাকা ঘড়ি, ধুলো আর অন্ধকার প্রতিশোধ ও স্থবিরতার প্রতীক। এখানে Pip প্রথমবার Estella-র সঙ্গে দেখা করে এবং তার প্রেমে পড়ে।
0
Updated: 1 month ago
What is the central moral of Great Expectations?
Created: 1 month ago
A
Money can buy happiness
B
Love and loyalty are greater than wealth and pride
C
Revenge is necessary
D
Law always ensures justice
বাংলা ব্যাখ্যা: Dickens উপন্যাসের মাধ্যমে পাঠককে শেখান, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদা নয়, মানুষের ভালোবাসা ও সততাই প্রকৃত সম্পদ। Pip, Joe, Estella ও Magwitch-এর জীবনের মাধ্যমে এই শিক্ষা স্পষ্ট।
0
Updated: 1 month ago
Who betrays Pip’s escape plan?
Created: 1 month ago
A
Drummle
B
Orlick
C
Compeyson
D
Jaggers
ধূর্ত Compeyson পুলিশের কাছে খবর দেয়। ফলে Magwitch ধরা পড়ে। Dickens এখানে প্রতিশোধ ও প্রতারণার ভয়াবহতা দেখিয়েছেন।
2
Updated: 1 month ago
Which two cities are referred to in the title A Tale of Two Cities?
Created: 1 month ago
A
London and Paris
B
Paris and Berlin
C
London and Rome
D
Paris and Vienna
A Tale of Two Cities হলো Charles Dickens রচিত একটি উপন্যাস, যা মূলত London এবং Paris-এর প্রেক্ষাপটে ফরাসি বিপ্লবের সময়কার ঘটনা তুলে ধরে। গল্পের কেন্দ্রে রয়েছে Doctor Alexandre Manette এবং তার পরিবার, যাদের জীবন বিপ্লবের ঘূর্ণিঝড়ে মোড়া।
-
কাহিনীর সূচনা: Lucie Manette বিস্ময়ে ফেটে পড়েন যখন জানতে পারেন যে তার বাবা Doctor Alexandre Manette জীবিত আছেন।
-
Doctor Manette অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রে নির্দোষ জেল খাটেন, এবং জেলবন্দী অবস্থায় তিনি মুচির কাজ শিখেন।
-
Lucie বড় হয়ে বাবা সম্পর্কে জানতে পেরে তাকে প্যারিস থেকে লন্ডনে নিয়ে আসেন।
-
পথে তাদের পরিচয় হয় Charles Darnay-এর সঙ্গে, যিনি ফরাসি রাজপরিবারের সদস্য হলেও পরিবারের পাপের জন্য অনুতপ্ত এবং প্রায়শ্চিত্ত করতে চায়।
-
গল্পে পরবর্তীতে Sydney Carton, একজন হতাশ ইংরেজ আইনজীবী এবং পারিবারিক বন্ধু, Lucie Manette-এর প্রতি প্রেম অনুভব করেন।
-
প্রধান চরিত্র: Charles Darnay (ফরাসি অভিজাত) এবং Sydney Carton (ইংরেজ আইনজীবী)।
Charles Dickens (Charles John Huffam Dickens):
-
তিনি একজন ব্রিটিশ novelist এবং Victorian era-এর সর্বশ্রেষ্ঠ novelist হিসেবে বিবেচিত।
-
তার ছদ্মনাম ছিল Boz।
প্রসিদ্ধ উপন্যাসসমূহ:
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times
উৎস:
0
Updated: 1 month ago