A
Jaggers
B
Compeyson
C
Magwitch
D
Drummle
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: Miss Havisham ধনী পরিবার থেকে আসা একজন কুমারী, যিনি Compeyson নামের এক ধূর্ত ও প্রতারক ব্যক্তির প্রেমে পড়েন। বিয়ের দিনে Compeyson তাকে ছেড়ে চলে যায়। এর পর থেকে Miss Havisham সময় থামিয়ে রাখেন—ঘড়ি বন্ধ, পোশাক অপরিবর্তিত, ঘর অন্ধকার। Compeyson আসলে Magwitch-এর অপরাধী সঙ্গী ছিল, এবং Miss Havisham-এর টাকা লুটে নেওয়ার জন্যই তাকে বিয়ে করার ভান করেছিল। এই ঘটনা Miss Havisham-এর চরিত্রে প্রতিহিংসা ও বিকৃতির বীজ বুনে দেয়।

0
Updated: 21 hours ago
Charles Dickens was an English _________
Created: 1 month ago
A
poet
B
playwright
C
politician
D
novelist
Charles Dickens was an English novelist. He was born in 1812 and died in 1870. Dickens was not only a novelist but also a journalist, editor, illustrator, and social commentator. He was one of the most famous writers of the Victorian period. His full name was Charles John Huffam Dickens.
Some of his famous novels are:
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend.

0
Updated: 1 month ago
Which character lives a double life between office and home?
Created: 21 hours ago
A
Wemmick
B
Jaggers
C
Orlick
D
Pumblechook
বাংলা ব্যাখ্যা: Wemmick অফিসে ছিল ঠাণ্ডা, যান্ত্রিক ও কঠোর। কিন্তু বাড়িতে গিয়ে সে হাসিখুশি, দয়ালু এবং বাবার প্রতি নিবেদিত। Dickens দেখিয়েছেন, সমাজ মানুষকে দ্বৈত জীবন যাপন করতে বাধ্য করে। কর্মজীবন ও ব্যক্তিজীবন আলাদা রাখতে গিয়ে মানুষ ভেতরে টুকরো হয়ে যায়।

0
Updated: 21 hours ago
What is the symbolic meaning of the stopped clocks in Miss Havisham’s house?
Created: 21 hours ago
A
Death
B
Frozen time after betrayal
C
Loss of wealth
D
Fear of marriage
বাংলা ব্যাখ্যা: Miss Havisham-এর ঘড়িগুলো বিয়ের দিন থেকে চিরতরে থেমে আছে। এটি প্রতীক—প্রেমে প্রতারণার পর তার জীবনে সময় যেন আর এগোয়নি। বাড়ি, পোশাক, কেক—সব কিছু স্থবির হয়ে আছে। Dickens এই প্রতীক ব্যবহার করে দেখিয়েছেন, প্রতিশোধ ও দুঃখ মানুষকে জীবনের প্রবাহ থেকে আলাদা করে দেয়। সময়ের সঙ্গে না চললে জীবনও ধ্বংসস্তুপে পরিণত হয়।

0
Updated: 21 hours ago