Who introduces Pip to Miss Havisham?
A
Jaggers
B
Joe
C
Pumblechook
D
Herbert
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: Mr. Pumblechook, Pip-এর আত্মীয়, ছিল এক আত্মম্ভরী ব্যবসায়ী। সে-ই Pip-কে Miss Havisham-এর কাছে নিয়ে যায়। Dickens এখানে দেখিয়েছেন কিভাবে সমাজে ভণ্ড আত্মীয়রা নিজেদের স্বার্থে অন্যকে ব্যবহার করে। Pumblechook আসলে Miss Havisham-এর ধনী সংযোগ ব্যবহার করে নিজের মর্যাদা বাড়াতে চাইত। যদিও তার ভূমিকা ছোট, কিন্তু কাহিনির মোড় ঘোরানোর জন্য গুরুত্বপূর্ণ—কারণ Estella-র সঙ্গে Pip-এর প্রথম পরিচয় হয় তার মাধ্যমেই।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
What lesson does Miss Havisham learn before death?
Created: 1 month ago
A
Money brings happiness
B
Revenge destroys life
C
Estella is perfect
D
Pip is dishonest
বাংলা ব্যাখ্যা: Miss Havisham মৃত্যুর আগে Pip-এর কাছে ক্ষমা চায়। সে স্বীকার করে, প্রতিশোধের শিক্ষা দিয়ে Estella ও Pip দুজনকেই কষ্ট দিয়েছে। Dickens প্রতিশোধের ভয়াবহতা তুলে ধরেছেন।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
Who created the character Oliver Twist?
Created: 1 month ago
A
Robert Browning
B
Charles Dickens
C
Emily Bronte
D
Mark Twain
Oliver Twist হলো Charles Dickens-এর রচিত একটি ক্লাসিক উপন্যাস, যা মূলত একটি অনাথ শিশুর জীবনযাত্রা এবং Victorian যুগের ইংল্যান্ডের সমাজের দারিদ্র্য ও অনৈতিকতার সমালোচনা তুলে ধরে।
- 
সম্পূর্ণ নাম: Oliver Twist, or, The Parish Boy's Progress 
- 
প্রথম প্রকাশিত: ১৮৩৭–১৮৩৯, Dickens-এর প্রথম পূর্ণাঙ্গ উপন্যাস 
- 
প্রাথমিকভাবে প্রকাশিত হয় তার ছদ্মনাম "Boz" ব্যবহার করে 
- 
কাহিনী অনুসরণ করে Oliver Twist, যিনি জন্ম থেকে অনাথ এবং কিভাবে দারিদ্র্য ও সামাজিক অবহেলা তাকে নানা বিপদের মধ্যে ঠেলে দেয়। 
- 
উপন্যাস সমাজে দারিদ্র্য, শিশুশ্রম, এবং অনাথদের প্রতি অব্যবস্থাপনা-এর বিরুদ্ধে সমালোচনা করে। 
- 
Dickens দেখিয়েছেন কিভাবে দারিদ্র্য মানুষকে অপরাধের দিকে ঠেলে দেয় এবং লন্ডনের দুরবস্থার চিত্র ফুটিয়ে তুলেছেন। 
উল্লেখযোগ্য চরিত্রসমূহ:
- 
Oliver Twist 
- 
Fagin 
- 
Bill Sikes 
- 
Nancy 
- 
Agnes Fleming 
- 
Charley Bates 
Charles Dickens (Charles John Huffam Dickens):
- 
একজন ব্রিটিশ novelist, Victorian era-এর সর্বশ্রেষ্ঠ novelist হিসেবে গণ্য। 
- 
তাঁর ছদ্মনাম ছিল Boz। 
উল্লেখযোগ্য সাহিত্যকর্মসমূহ:
- 
Oliver Twist 
- 
A Christmas Carol 
- 
David Copperfield 
- 
Bleak House 
- 
A Tale of Two Cities 
- 
Great Expectations 
- 
Our Mutual Friend 
- 
Hard Times 
উৎস:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
Which famous author wrote the novel Oliver Twist?
Created: 1 month ago
A
Charles Dickens
B
Leo Tolstoy
C
F. Scott Fitzgerald
D
Ernest Hemingway
ঠিক উত্তর: ক) Charles Dickens
Oliver Twist উপন্যাস
Oliver Twist উপন্যাসটি বিখ্যাত ইংরেজ লেখক Charles Dickens রচনা করেছেন। এটি ১৮৩৭ থেকে ১৮৩৯ সালের মধ্যে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। উপন্যাসে ইংল্যান্ডের শিল্পবিপ্লবকালের দারিদ্র্য, শিশু শ্রম এবং সমাজের অনৈতিক দিকগুলো চিত্রিত হয়েছে। প্রধান চরিত্র অলিভার ট্রিস্ট, একজন অনাথ শিশু, যিনি কঠিন পরিস্থিতির মধ্যে বসবাস করেন এবং নানা চ্যালেঞ্জের সম্মুখীন হন। ডিকেন্সের লেখনিতে সামাজিক অসাম্য, মানবিকতা এবং নৈতিকতার গুরুত্ব ফুটে ওঠে। Oliver Twist শুধু সাহিত্যের রচনা নয়, বরং সামাজিক সচেতনতারও এক দৃষ্টান্ত। এটি বিশ্ব সাহিত্যে শিশুদের অধিকার ও সামাজিক ন্যায়বিচারের গুরুত্ব তুলে ধরে।
গুরুত্বপূর্ণ চরিত্রসমূহ
Oliver Twist, Fagin, Bill Sikes, Nancy, Agnes Fleming, Charley Bates।
লেখক: Charles Dickens (1812–1870)
Charles Dickens ছিলেন একজন ইংরেজি উপন্যাসিক এবং ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ লেখক হিসেবে পরিচিত। তার কাজ সাধারণ মানুষ থেকে শুরু করে জ্ঞানী, দরিদ্র ও রাজার মতো সব ধরনের মানুষের কাছে আকর্ষণীয় ছিল। প্রযুক্তিগত উন্নতি সহ তাঁর কাজের গুণাবলী তার খ্যাতি বিস্তার করতে সহায়ক হয়েছিল।
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম
উপন্যাস: Oliver Twist, A Christmas Carol, A Tale of Two Cities, David Copperfield, Great Expectations, Dombey and Son, Hard Times।
নন-ফিকশন: American Notes।
Sources
Britannica
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago