A
Miss Havisham
B
Biddy
C
Molly
D
Clara
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: অনেক পাঠক প্রথমে মনে করেন Estella হলো Miss Havisham-এর মেয়ে। আসলে Miss Havisham তাকে দত্তক নিয়েছিলেন। Estella-র আসল মা হলো Molly, যিনি Mr. Jaggers-এর রহস্যময়ী গৃহকর্মী। তার কব্জিতে দাগ ছিল, কারণ একসময় তিনি ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে পড়েছিলেন। পরে Estella-র জন্ম হয় Magwitch এবং Molly-এর সন্তান হিসেবে। Dickens এ তথ্য অনেক পরে প্রকাশ করেন, যা পাঠকের কাছে চমক তৈরি করে। এর মাধ্যমে Dickens দেখাতে চেয়েছেন—উচ্চবিত্ত ও ভদ্রতার আড়ালে জন্মসূত্র অনেক সময় সাধারণ বা অপরাধী পরিবার থেকেও হতে পারে।

0
Updated: 21 hours ago
What is the significance of Magwitch being Estella’s father?
Created: 21 hours ago
A
It connects lower-class with upper-class
B
It proves Miss Havisham’s plan successful
C
It shows Jaggers’s corruption
D
It gives Pip a reason to marry Estella
বাংলা ব্যাখ্যা: Estella-কে আমরা দেখি এক অভিজাত, ঠাণ্ডা, অহংকারী নারী হিসেবে। কিন্তু তার আসল বাবা হলো একজন অপরাধী—Magwitch। Dickens এই মোড় ঘোরানো তথ্য দিয়ে দেখান যে জন্ম ও সামাজিক শ্রেণি আসলে মিথ্যা বিভাজন। নিচুতলার একজন অপরাধীও হতে পারে সৌন্দর্যের উৎস। আর উচ্চবিত্তের তথাকথিত ভদ্রতার আড়ালেও লুকিয়ে থাকে অমানবিকতা। এটি Victorian সমাজের শ্রেণিবিভাজনের বিরুদ্ধে Dickens-এর তীব্র প্রতিবাদ।

0
Updated: 21 hours ago
In which form was Great Expectations first published?
Created: 21 hours ago
A
Three-volume book
B
Weekly serial in All the Year Round
C
Monthly magazine serial
D
Standalone novel in 1861
বাংলা ব্যাখ্যা: Great Expectations প্রথম প্রকাশিত হয় ১৮৬০ সালের ডিসেম্বরে থেকে ১৮৬১ সালের আগস্ট পর্যন্ত সাপ্তাহিক কিস্তিতে, Dickens-এর নিজস্ব পত্রিকা All the Year Round-এ। পরবর্তীতে এটি ১৮৬১ সালে তিন খণ্ডের বই আকারে বের হয়। Dickens এভাবে উপন্যাস প্রকাশ করে পাঠকের উত্তেজনা ধরে রেখেছিলেন। প্রতিটি অধ্যায় পাঠককে আগ্রহী করে পরবর্তী কিস্তির জন্য অপেক্ষা করতে বাধ্য করত। সিরিয়াল ফরম্যাটই Dickens-কে জনমানসে জনপ্রিয় করে তোলে এবং তাঁর লেখনীকে সমাজের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়। তাই এই প্রশ্নে শুধু সাহিত্য নয়, প্রকাশনা ইতিহাস সম্পর্কেও জানা যায়।

0
Updated: 21 hours ago
What is the ending setting of the novel?
Created: 20 hours ago
A
London bridge
B
Marshes
C
Satis House ruins
D
Joe’s forge
বাংলা ব্যাখ্যা: শেষ অধ্যায়ে Pip ও Estella-র দেখা হয় ধ্বংসপ্রাপ্ত Satis House-এ। এটি প্রতীক—ভাঙা স্বপ্ন ও নতুন আশার মিলন। Dickens এখানে পাঠককে পুনর্মিলন ও ভবিষ্যতের আশার বার্তা দিয়েছেন।

0
Updated: 20 hours ago