What lesson does Pip learn at the end of the novel?
A
Wealth brings happiness
B
Social class is permanent
C
True worth lies in love and loyalty, not wealth
D
Ambition always leads to success
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: পিপ ছোটবেলায় স্বপ্ন দেখে ভদ্রলোক হওয়ার, ধনী হওয়ার, এস্টেলাকে বিয়ে করার। এজন্য সে নিজের সাধারণ জীবনকে অবহেলা করে। কিন্তু শেষে যখন জানতে পারে তার দাতা একজন অপরাধী, তখন তার স্বপ্ন ভেঙে যায়। অসুস্থতা, ঋণ আর অপমানের মধ্য দিয়ে সে বোঝে—আসল ভদ্রতা হলো সততা, ভালোবাসা, কৃতজ্ঞতা। Joe ও Magwitch-এর নিঃস্বার্থ ভালোবাসাই তাকে এই শিক্ষা দেয়। Dickens পাঠককে বোঝান—সত্যিকারের “gentleman” টাকা দিয়ে হয় না, হৃদয়ের গুণেই হয়।
0
Updated: 1 month ago
Who is Orlick in the novel?
Created: 1 month ago
A
Joe’s assistant
B
Miss Havisham’s servant
C
Pip’s teacher
D
Jaggers’s clerk
বাংলা ব্যাখ্যা: Orlick ছিল Joe-এর লোহার কারখানার সহকারী। সে ঈর্ষাপরায়ণ ও হিংস্র। Mrs. Joe-কে আক্রমণ করে এবং পরে Pip-কে মারার চেষ্টা করে। Orlick প্রতীক—অসহিষ্ণুতা ও বিদ্বেষ।
1
Updated: 1 month ago
Who is the real source of Pip's great expectations?
Created: 2 weeks ago
A
Miss Havisham
B
Magwitch
C
Jaggers
D
Herbert Pocket
উপন্যাস “Great Expectations”-এ পিপের জীবনের মোড় ঘুরে যায় যখন সে জানতে পারে যে তার ধনসম্পদের প্রকৃত উৎস আসলে কোনো অভিজাত নয়, বরং এক সময়ের অপরাধী—Abel Magwitch।
ছোটবেলায় পিপ এক বন্দীকে সাহায্য করেছিল; সেই মানুষটিই ছিল ম্যাগউইচ। পরবর্তীতে ম্যাগউইচ অস্ট্রেলিয়ায় গিয়ে কঠোর পরিশ্রমে সম্পদ অর্জন করে এবং গোপনে সেই অর্থ পিপের উন্নত জীবনের জন্য ব্যয় করে।
পিপ মনে করত Miss Havisham তার গোপন উপকারক, কিন্তু সত্য প্রকাশিত হলে সে বুঝতে পারে, তার “great expectations” অর্থাৎ সামাজিক উন্নতি ও ধনসম্পদের আসল উৎস হলো ম্যাগউইচের কৃতজ্ঞতা ও মমতা।
এই ঘটনাই উপন্যাসে সামাজিক শ্রেণি, কৃতজ্ঞতা (gratitude) এবং নৈতিক উপলব্ধির (moral realization) মূল প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
0
Updated: 2 weeks ago
Who is called “The Spider” in the novel?
Created: 1 month ago
A
Orlick
B
Compeyson
C
Bentley Drummle
D
Jaggers
বাংলা ব্যাখ্যা: Bentley Drummle ধনী পরিবার থেকে আসা উদ্ধত ও নিষ্ঠুর চরিত্র। Dickens তাকে “The Spider” নাম দেন। কারণ, যেমন মাকড়সা শিকারকে জালে আটকে ফেলে, তেমনি Drummle অহংকার ও নিষ্ঠুরতায় অন্যদের ফাঁদে ফেলে। সে Estella-কে বিয়ে করে, কিন্তু তাকে সুখ দিতে পারে না। শেষমেশ তার মৃত্যু হয় এক দুর্ঘটনায়—ঘোড়াকে নির্যাতন করতে গিয়ে। Dickens এই চরিত্র দিয়ে দেখিয়েছেন—টাকা ও সামাজিক মর্যাদা থাকলেই ভদ্র হওয়া যায় না।
3
Updated: 1 month ago