What is the significance of Magwitch being Estella’s father?
A
It connects lower-class with upper-class
B
It proves Miss Havisham’s plan successful
C
It shows Jaggers’s corruption
D
It gives Pip a reason to marry Estella
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: Estella-কে আমরা দেখি এক অভিজাত, ঠাণ্ডা, অহংকারী নারী হিসেবে। কিন্তু তার আসল বাবা হলো একজন অপরাধী—Magwitch। Dickens এই মোড় ঘোরানো তথ্য দিয়ে দেখান যে জন্ম ও সামাজিক শ্রেণি আসলে মিথ্যা বিভাজন। নিচুতলার একজন অপরাধীও হতে পারে সৌন্দর্যের উৎস। আর উচ্চবিত্তের তথাকথিত ভদ্রতার আড়ালেও লুকিয়ে থাকে অমানবিকতা। এটি Victorian সমাজের শ্রেণিবিভাজনের বিরুদ্ধে Dickens-এর তীব্র প্রতিবাদ।
0
Updated: 1 month ago
Charles Dickens was an English _________
Created: 3 months ago
A
poet
B
playwright
C
politician
D
novelist
Charles Dickens was an English novelist. He was born in 1812 and died in 1870. Dickens was not only a novelist but also a journalist, editor, illustrator, and social commentator. He was one of the most famous writers of the Victorian period. His full name was Charles John Huffam Dickens.
Some of his famous novels are:
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend.
0
Updated: 3 months ago
Which of the following is the best example of a Bildungsroman?
Created: 2 weeks ago
A
Wuthering Heights
B
Pride and Prejudice
C
Great Expectations
D
Heart of Darkness
Great Expectations উপন্যাসটি একটি আদর্শ Bildungsroman, অর্থাৎ এমন এক ধরনের উপন্যাস যা মূল চরিত্রের নৈতিক (moral), মানসিক (psychological), ও সামাজিক (social) বিকাশকে শৈশব থেকে প্রাপ্তবয়স্ক অবস্থায় পৌঁছানো পর্যন্ত অনুসরণ করে।
এই গল্পে Pip নামের নায়কের জীবনযাত্রা ও তার ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো তাকে ধীরে ধীরে পরিণত ও সচেতন মানুষে পরিণত করে।
Bildungsroman শব্দটি জার্মান উৎস থেকে এসেছে, যার অর্থ “development novel” বা “coming-of-age story।”
-
উপন্যাসে Pip-এর আত্ম-অনুসন্ধান (self-discovery) ও জীবনের শিক্ষা (life lessons) এর প্রক্রিয়াকে কেন্দ্র করে কাহিনি গঠিত।
-
এটি সামাজিক শ্রেণি, নৈতিকতা, ও ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার মধ্যে দ্বন্দ্বের এক বাস্তবচিত্র তুলে ধরে।
0
Updated: 2 weeks ago
Who is the "pale young gentleman" in Great Expectations?
Created: 2 weeks ago
A
Pip
B
Herbert
C
Jaggers
D
Startop
“Pale young gentleman” নামটি Pip প্রথমে দেয় Herbert Pocket-কে, যখন তারা Satis House-এর বাগানে হঠাৎ করে একে অপরের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে। তখন Pip তার নাম না জানায়, তাকে এই বর্ণনামূলক নামেই উল্লেখ করে।
পরে কাহিনিতে জানা যায়, সেই ছেলেটিই আসলে Herbert Pocket, যিনি পরবর্তীতে Pip-এর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন।
এই ঘটনাটি Charles Dickens-এর “Great Expectations”-এ Pip-এর জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি করে, কারণ এখান থেকেই তার সাথে Herbert-এর বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক গড়ে ওঠে।
“Pale young gentleman” শব্দগুচ্ছটি Dickens দক্ষভাবে ব্যবহার করেছেন, চরিত্রটির শারীরিক চেহারা ও ভদ্র ইংরেজ সমাজের এক ধরনের সৌম্য ভাব প্রকাশের জন্য।
0
Updated: 2 weeks ago