A
59
B
60
C
58
D
61
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: উপন্যাসে মোট ৫৯টি অধ্যায় আছে। Dickens উপন্যাসটিকে তিনটি "stage" বা ধাপে ভাগ করেছেন, যা পিপের জীবনকে তিন পর্যায়ে দেখায়—(১) শৈশব ও মার্শের জীবন, (২) লন্ডনে ভদ্রলোক হওয়ার সংগ্রাম, এবং (৩) সত্য উন্মোচন ও আত্মশুদ্ধি। অধ্যায়ের সংখ্যা ৫৯ হলেও প্রতিটি অধ্যায়ই কাহিনির প্লটকে এগিয়ে নিয়ে যায় এবং পাঠককে মানসিকভাবে পিপের সঙ্গে সংযুক্ত করে। এ প্রশ্ন ছাত্রদের পরীক্ষায় বিভ্রান্ত করতে পারে, কারণ Dickens-এর অনেক উপন্যাসেই অধ্যায়ের সংখ্যা ভিন্ন হয়।

0
Updated: 21 hours ago
What is the name of Miss Havisham’s house?
Created: 21 hours ago
A
Marsh House
B
Satis House
C
Pocket House
D
Gargery House
বাংলা ব্যাখ্যা: Miss Havisham-এর ভগ্নপ্রায় বাড়ির নাম Satis House। “Satis” মানে হলো “যথেষ্ট।” নামটি প্রতীকী—যেন সবকিছু থাকার পরও Miss Havisham-এর জীবনে সুখের অভাব। বাড়ির পচা কেক, থেমে থাকা ঘড়ি, ধুলো আর অন্ধকার প্রতিশোধ ও স্থবিরতার প্রতীক। এখানে Pip প্রথমবার Estella-র সঙ্গে দেখা করে এবং তার প্রেমে পড়ে।

0
Updated: 21 hours ago
Who betrayed Miss Havisham on her wedding day?
Created: 21 hours ago
A
Jaggers
B
Compeyson
C
Magwitch
D
Drummle
বাংলা ব্যাখ্যা: Miss Havisham ধনী পরিবার থেকে আসা একজন কুমারী, যিনি Compeyson নামের এক ধূর্ত ও প্রতারক ব্যক্তির প্রেমে পড়েন। বিয়ের দিনে Compeyson তাকে ছেড়ে চলে যায়। এর পর থেকে Miss Havisham সময় থামিয়ে রাখেন—ঘড়ি বন্ধ, পোশাক অপরিবর্তিত, ঘর অন্ধকার। Compeyson আসলে Magwitch-এর অপরাধী সঙ্গী ছিল, এবং Miss Havisham-এর টাকা লুটে নেওয়ার জন্যই তাকে বিয়ে করার ভান করেছিল। এই ঘটনা Miss Havisham-এর চরিত্রে প্রতিহিংসা ও বিকৃতির বীজ বুনে দেয়।

0
Updated: 21 hours ago
Which character symbolizes true gentility in the novel?
Created: 21 hours ago
A
Pip
B
Joe Gargery
C
Jaggers
D
Drummle
বাংলা ব্যাখ্যা: Joe Gargery একজন লোহার কারিগর হলেও তিনি সততা, ধৈর্য ও ভালোবাসার প্রতীক। পিপ যখন গর্বে ভেসে তাকে অবহেলা করে, তখনও Joe নিঃস্বার্থভাবে Pip-কে ভালোবাসে। শেষে যখন Pip অসুস্থ হয়ে পড়ে, Joe-ই তাকে বাঁচায়। Dickens এভাবে দেখিয়েছেন—আসল ভদ্রতা টাকা-পয়সায় নয়, হৃদয়ের গুণে নির্ধারিত হয়। Joe-ই হলো সত্যিকারের “gentleman।”

0
Updated: 21 hours ago