A
প্রায় ১২ ঘন্টা
B
প্রায় ২৪ ঘন্টা
C
প্রায় ৬ ঘন্টা
D
চাদের তিথি অনুসার ভিন্ন
উত্তরের বিবরণ
জোয়ার ও ভাঁটা হলো সমুদ্রজলের উত্থান-পতনের স্বাভাবিক ও চক্রাকার একটি প্রক্রিয়া, যা পৃথিবীর উপকূলবর্তী অঞ্চলগুলোতে নিয়মিতভাবে ঘটে।
🔹 কারণ:
জোয়ার-ভাঁটার প্রধান কারণ চন্দ্র ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণ এবং পৃথিবীর কেন্দ্রাভিমুখী বল। এই শক্তিগুলোর সম্মিলিত প্রভাবে নির্দিষ্ট সময় পরপর সমুদ্রের জল এক জায়গায় ফুলে ওঠে—যাকে জোয়ার বলে; আবার কিছুক্ষণ পর সেই জল নামতে শুরু করে, যাকে ভাঁটা বলা হয়।
🔹 সময়চক্র:
একটি নির্দিষ্ট উপকূলীয় স্থানে প্রতিদিন দুইবার জোয়ার এবং দুইবার ভাঁটা দেখা যায়। দুটি পরপর জোয়ারের মাঝে সময়ের ব্যবধান প্রায় ১২ ঘণ্টা, এবং প্রতিটি জোয়ারের প্রায় ৬ ঘণ্টা পর ঘটে একটি ভাঁটা।
উৎস: মাধ্যমিক ভূগোল, নবম-দশম শ্রেণি।

0
Updated: 1 month ago