Which character symbolizes true gentility in the novel?
A
Pip
B
Joe Gargery
C
Jaggers
D
Drummle
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: Joe Gargery একজন লোহার কারিগর হলেও তিনি সততা, ধৈর্য ও ভালোবাসার প্রতীক। পিপ যখন গর্বে ভেসে তাকে অবহেলা করে, তখনও Joe নিঃস্বার্থভাবে Pip-কে ভালোবাসে। শেষে যখন Pip অসুস্থ হয়ে পড়ে, Joe-ই তাকে বাঁচায়। Dickens এভাবে দেখিয়েছেন—আসল ভদ্রতা টাকা-পয়সায় নয়, হৃদয়ের গুণে নির্ধারিত হয়। Joe-ই হলো সত্যিকারের “gentleman।”
0
Updated: 1 month ago
Who is Estella’s husband?
Created: 1 month ago
A
Pip
B
Herbert
C
Drummle
D
Startop
বাংলা ব্যাখ্যা: Estella অহংকারী Bentley Drummle-কে বিয়ে করে। কিন্তু সে তাকে কষ্ট দেয়। Dickens এভাবে দেখিয়েছেন—অভিমান ও প্রতিহিংসা ভুল সিদ্ধান্ত ডেকে আনে।
0
Updated: 1 month ago
What happens to Mrs. Joe?
Created: 1 month ago
A
She dies in childhood
B
She is attacked by Orlick and becomes invalid
C
She runs away
D
She becomes rich
বাংলা ব্যাখ্যা: Mrs. Joe সবসময় কঠোর ছিলেন। Orlick তার ওপর আঘাত করে, যার ফলে তিনি স্থায়ীভাবে অসুস্থ হয়ে যান। পরে Biddy তার যত্ন নেয়। Dickens এভাবে দেখিয়েছেন, কঠোরতা শেষ পর্যন্ত ভোগান্তি ডেকে আনে।
1
Updated: 1 month ago
How does Estella influence Pip's life in Great Expectations?
Created: 3 weeks ago
A
She encourages him to follow his dreams without concern for social class
B
She inspires him to become a gentleman and improves his self-worth
C
She helps him realise the value of true friendship
D
She acts as a moral guide and warns him of the dangers of wealth
Great Expectations এ, ইস্তেলা পিপের জীবনে এক বড় প্রভাব ফেলেছে, যিনি তাকে একজন আসল “জেন্টলম্যান” হওয়ার স্বপ্ন দেখিয়েছেন। যদিও ইস্তেলা তার প্রতি অনেকবার অশুভ আচরণ করেছেন, তবে তার কাছে উচ্চতর স্থান লাভের আকাঙ্ক্ষা পিপের মধ্যে থাকে।
পিপ তার ভালোবাসা এবং সামাজিক মর্যাদাকে অর্জন করার জন্য নিজের আত্মবিশ্বাস এবং অবস্থান পরিবর্তন করতে শুরু করে। ইস্তেলা পিপকে তার জীবন এবং তার অন্তর্নিহিত খ্যাতি গঠনের প্রতি একটি বড় প্রেরণা দেয়।
0
Updated: 3 weeks ago