What is the symbolic meaning of the stopped clocks in Miss Havisham’s house?
A
Death
B
Frozen time after betrayal
C
Loss of wealth
D
Fear of marriage
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: Miss Havisham-এর ঘড়িগুলো বিয়ের দিন থেকে চিরতরে থেমে আছে। এটি প্রতীক—প্রেমে প্রতারণার পর তার জীবনে সময় যেন আর এগোয়নি। বাড়ি, পোশাক, কেক—সব কিছু স্থবির হয়ে আছে। Dickens এই প্রতীক ব্যবহার করে দেখিয়েছেন, প্রতিশোধ ও দুঃখ মানুষকে জীবনের প্রবাহ থেকে আলাদা করে দেয়। সময়ের সঙ্গে না চললে জীবনও ধ্বংসস্তুপে পরিণত হয়।
0
Updated: 1 month ago
What is the ending setting of the novel?
Created: 1 month ago
A
London bridge
B
Marshes
C
Satis House ruins
D
Joe’s forge
বাংলা ব্যাখ্যা: শেষ অধ্যায়ে Pip ও Estella-র দেখা হয় ধ্বংসপ্রাপ্ত Satis House-এ। এটি প্রতীক—ভাঙা স্বপ্ন ও নতুন আশার মিলন। Dickens এখানে পাঠককে পুনর্মিলন ও ভবিষ্যতের আশার বার্তা দিয়েছেন।
0
Updated: 1 month ago
What is the fate of Drummle?
Created: 1 month ago
A
He becomes rich and powerful
B
He dies in a horse accident
C
He is killed by Compeyson
D
He marries Biddy
বাংলা ব্যাখ্যা: Drummle ছিল অহংকারী ও নিষ্ঠুর। সে পশুদের প্রতি অত্যাচার করত। শেষমেশ ঘোড়াকে নির্যাতন করতে গিয়ে দুর্ঘটনায় মারা যায়। Dickens দেখিয়েছেন, নিষ্ঠুরতার ফল ভয়াবহ।
0
Updated: 1 month ago
Who is the author of "A Tale of Two Cities"?
Created: 2 weeks ago
A
William Makepeace Thackeray
B
Charles Dickens
C
Thomas Hardy
D
George Eliot
Correct Answer: Charles Dickens
A Tale of Two Cities হলো Charles Dickens রচিত একটি বিখ্যাত Novel, যার কাহিনি আবর্তিত হয়েছে London ও Paris—এই দুই শহরকে কেন্দ্র করে। এটি French Revolution-এর প্রেক্ষাপটে লেখা এবং মানবতা, ত্যাগ ও পুনর্জন্মের গভীর বার্তা বহন করে।
– এটি Charles Dickens-এর অন্যতম শ্রেষ্ঠ ঐতিহাসিক উপন্যাস
– উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1859 সালে
– প্রধান বিষয়: ভালোবাসা, ত্যাগ, ন্যায় ও পুনর্জন্ম
– উপন্যাসটি London এবং Paris—দুটি শহরের বৈপরীত্য ও অস্থিরতা তুলে ধরে
সার-সংক্ষেপ:
– Lucie Manette জানতে পারে তার পিতা Dr. Alexandre Manette এখনও জীবিত, যিনি অন্যায়ভাবে Bastille কারাগারে বন্দি ছিলেন
– তাকে উদ্ধার করে London-এ নিয়ে আসে Lucie
– পথে তাদের সঙ্গে দেখা হয় Charles Darnay-এর, একজন ফরাসি অভিজাত যিনি তার বংশের নিষ্ঠুরতার জন্য অনুতপ্ত
– পরবর্তীতে Lucie-এর প্রতি প্রেম জন্মায় Sydney Carton-এর, যিনি শেষে নিজের জীবন উৎসর্গ করে Darnay-কে রক্ষা করেন
প্রধান চরিত্রসমূহ:
– Sydney Carton
– Lucie Manette
– Charles Darnay
– Dr. Alexandre Manette
– Madame Defarge
বিখ্যাত উক্তিসমূহ:
– “It was the best of times, it was the worst of times...” — (First line)
– “It is a far, far better thing that I do, than I have ever done...” — (Last line)
Charles Dickens (February 7, 1812 – June 9, 1870)
– পূর্ণ নাম: Charles John Huffam Dickens
– তিনি একজন ব্রিটিশ novelist, যাকে Victorian Period-এর সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক বলা হয়
– তার ছদ্মনাম ছিল Boz
– তিনি মানবিকতা, সামাজিক ন্যায় ও দারিদ্র্যচিত্র তুলে ধরায় বিখ্যাত
তার বিখ্যাত রচনাসমূহ:
– A Christmas Carol
– David Copperfield
– Bleak House
– A Tale of Two Cities
– Great Expectations
– Our Mutual Friend
– Hard Times
0
Updated: 2 weeks ago