Who is called “The Spider” in the novel?
A
Orlick
B
Compeyson
C
Bentley Drummle
D
Jaggers
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: Bentley Drummle ধনী পরিবার থেকে আসা উদ্ধত ও নিষ্ঠুর চরিত্র। Dickens তাকে “The Spider” নাম দেন। কারণ, যেমন মাকড়সা শিকারকে জালে আটকে ফেলে, তেমনি Drummle অহংকার ও নিষ্ঠুরতায় অন্যদের ফাঁদে ফেলে। সে Estella-কে বিয়ে করে, কিন্তু তাকে সুখ দিতে পারে না। শেষমেশ তার মৃত্যু হয় এক দুর্ঘটনায়—ঘোড়াকে নির্যাতন করতে গিয়ে। Dickens এই চরিত্র দিয়ে দেখিয়েছেন—টাকা ও সামাজিক মর্যাদা থাকলেই ভদ্র হওয়া যায় না।
3
Updated: 1 month ago
Who wrote Great Expectations?
Created: 2 months ago
A
Joseph Conrad
B
Thomas Hardy
C
D. H. Lawrence
D
Charles Dickens
0
Updated: 2 months ago
What is the central moral of Great Expectations?
Created: 1 month ago
A
Money can buy happiness
B
Love and loyalty are greater than wealth and pride
C
Revenge is necessary
D
Law always ensures justice
বাংলা ব্যাখ্যা: Dickens উপন্যাসের মাধ্যমে পাঠককে শেখান, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদা নয়, মানুষের ভালোবাসা ও সততাই প্রকৃত সম্পদ। Pip, Joe, Estella ও Magwitch-এর জীবনের মাধ্যমে এই শিক্ষা স্পষ্ট।
0
Updated: 1 month ago
Who of the following writers was not primarily a poet?
Created: 1 month ago
A
Charles Dickens
B
W. B. Yeats
C
William Wordsworth
D
John Dryden
Statement: Charles Dickens was not primarily a poet.
-
তিনি মূলত একজন উপন্যাসিক ছিলেন।
-
অপশনের বাকি তিনজন প্রধানত কবি ছিলেন।
Charles Dickens (1812–1870):
-
Victorian period-এর একজন বিখ্যাত লেখক।
-
পুরো নাম: Charles John Huffam Dickens।
-
তিনি ইংরেজি সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ novelist, Victorian era-এর সেরা লেখকদের মধ্যে গণ্য।
-
জীবদ্দশায় তিনি A Christmas Carol, David Copperfield, Bleak House, A Tale of Two Cities, Great Expectations, Our Mutual Friend ইত্যাদি উপন্যাসের জন্য জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
Notable Works (Novels):
-
A Christmas Carol
-
David Copperfield
-
Great Expectations
-
A Tale of Two Cities
-
Bleak House
-
Our Mutual Friend
-
Hard Times
Comparison with Other Writers:
-
W. B. Yeats → Modern period-এর প্রধান আইরিশ কবি
-
William Wordsworth → Romantic যুগের মহান কবি
-
John Dryden → Restoration Age-এর প্রধান কবি ও নাট্যকার
0
Updated: 1 month ago