Who betrayed Miss Havisham on her wedding day?
A
Jaggers
B
Compeyson
C
Magwitch
D
Drummle
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: Miss Havisham ধনী পরিবার থেকে আসা একজন কুমারী, যিনি Compeyson নামের এক ধূর্ত ও প্রতারক ব্যক্তির প্রেমে পড়েন। বিয়ের দিনে Compeyson তাকে ছেড়ে চলে যায়। এর পর থেকে Miss Havisham সময় থামিয়ে রাখেন—ঘড়ি বন্ধ, পোশাক অপরিবর্তিত, ঘর অন্ধকার। Compeyson আসলে Magwitch-এর অপরাধী সঙ্গী ছিল, এবং Miss Havisham-এর টাকা লুটে নেওয়ার জন্যই তাকে বিয়ে করার ভান করেছিল। এই ঘটনা Miss Havisham-এর চরিত্রে প্রতিহিংসা ও বিকৃতির বীজ বুনে দেয়।
0
Updated: 1 month ago
What is the name of Miss Havisham’s house?
Created: 1 month ago
A
Marsh House
B
Satis House
C
Pocket House
D
Gargery House
বাংলা ব্যাখ্যা: Miss Havisham-এর ভগ্নপ্রায় বাড়ির নাম Satis House। “Satis” মানে হলো “যথেষ্ট।” নামটি প্রতীকী—যেন সবকিছু থাকার পরও Miss Havisham-এর জীবনে সুখের অভাব। বাড়ির পচা কেক, থেমে থাকা ঘড়ি, ধুলো আর অন্ধকার প্রতিশোধ ও স্থবিরতার প্রতীক। এখানে Pip প্রথমবার Estella-র সঙ্গে দেখা করে এবং তার প্রেমে পড়ে।
0
Updated: 1 month ago
Who is the narrator in Great Expectations?
Created: 2 months ago
A
Pip
B
Joe
C
Estella
D
Miss Havisham
0
Updated: 2 months ago
Who is the real source of Pip's great expectations?
Created: 2 weeks ago
A
Miss Havisham
B
Magwitch
C
Jaggers
D
Herbert Pocket
উপন্যাস “Great Expectations”-এ পিপের জীবনের মোড় ঘুরে যায় যখন সে জানতে পারে যে তার ধনসম্পদের প্রকৃত উৎস আসলে কোনো অভিজাত নয়, বরং এক সময়ের অপরাধী—Abel Magwitch।
ছোটবেলায় পিপ এক বন্দীকে সাহায্য করেছিল; সেই মানুষটিই ছিল ম্যাগউইচ। পরবর্তীতে ম্যাগউইচ অস্ট্রেলিয়ায় গিয়ে কঠোর পরিশ্রমে সম্পদ অর্জন করে এবং গোপনে সেই অর্থ পিপের উন্নত জীবনের জন্য ব্যয় করে।
পিপ মনে করত Miss Havisham তার গোপন উপকারক, কিন্তু সত্য প্রকাশিত হলে সে বুঝতে পারে, তার “great expectations” অর্থাৎ সামাজিক উন্নতি ও ধনসম্পদের আসল উৎস হলো ম্যাগউইচের কৃতজ্ঞতা ও মমতা।
এই ঘটনাই উপন্যাসে সামাজিক শ্রেণি, কৃতজ্ঞতা (gratitude) এবং নৈতিক উপলব্ধির (moral realization) মূল প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
0
Updated: 2 weeks ago