How many chapters are there in Great Expectations?
A
59
B
60
C
58
D
61
উত্তরের বিবরণ
বাংলা ব্যাখ্যা: উপন্যাসে মোট ৫৯টি অধ্যায় আছে। Dickens উপন্যাসটিকে তিনটি "stage" বা ধাপে ভাগ করেছেন, যা পিপের জীবনকে তিন পর্যায়ে দেখায়—(১) শৈশব ও মার্শের জীবন, (২) লন্ডনে ভদ্রলোক হওয়ার সংগ্রাম, এবং (৩) সত্য উন্মোচন ও আত্মশুদ্ধি। অধ্যায়ের সংখ্যা ৫৯ হলেও প্রতিটি অধ্যায়ই কাহিনির প্লটকে এগিয়ে নিয়ে যায় এবং পাঠককে মানসিকভাবে পিপের সঙ্গে সংযুক্ত করে। এ প্রশ্ন ছাত্রদের পরীক্ষায় বিভ্রান্ত করতে পারে, কারণ Dickens-এর অনেক উপন্যাসেই অধ্যায়ের সংখ্যা ভিন্ন হয়।
0
Updated: 1 month ago
Who is the writer of the novel "Oliver Twist"?
Created: 4 weeks ago
A
George Orwell
B
Henry Fielding
C
Charles Dickens
D
Oscar Wilde
Oliver Twist হলো Charles Dickens-এর লেখা একটি বিখ্যাত উপন্যাস। এটি ১৮৩৭ থেকে ১৮৩৯ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। উপন্যাসটি অনাথ শিশু Oliver Twist-এর জীবনের কাহিনী অনুসরণ করে এবং লেখক তৎকালীন লন্ডন শহরের দুর্দশার চিত্র তুলে ধরেছেন। Dickens দেখিয়েছেন কিভাবে দারিদ্র্য মানুষকে অপরাধের দিকে ঠেলে দেয়।
-
Important Characters
-
Oliver Twist
-
Fagin
-
Bill Sikes
-
Nancy
-
Agnes Fleming
-
Charley Bates, etc.
-
-
Charles Dickens (১৮১২–১৮৭০)
-
ইংরেজ উপন্যাসিক
-
ভিক্টোরিয়ান যুগের অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবে পরিচিত
-
তাঁর কাজ সাধারণ মানুষ থেকে শুরু করে জ্ঞানী, দরিদ্র ও রাজাদের কাছে আকর্ষণীয় ছিল
-
প্রযুক্তিগত উন্নতি ও সাহিত্যিক দক্ষতার কারণে তাঁর খ্যাতি দ্রুত বৃদ্ধি পেয়েছিল
-
-
Notable Works
-
Novels: Oliver Twist, A Christmas Carol, A Tale of Two Cities, David Copperfield, Great Expectations, Dombey and Son, Hard Times
-
Non-fiction: American Notes
-
0
Updated: 4 weeks ago
What is the genre of Great Expectations?
Created: 2 months ago
A
Bildungsroman
B
Epic
C
Sonnet
D
Drama
0
Updated: 2 months ago
What theme does Pip and Estella’s reunion show?
Created: 1 month ago
A
Hatred
B
Forgiveness and change
C
Pride
D
Revenge
বাংলা ব্যাখ্যা: শেষ অধ্যায়ে Pip ও Estella-র দেখা হয়। তারা উভয়েই জীবনে ভোগান্তি পেরিয়ে মানবিক হয়েছে। Dickens পাঠককে শেখান, ক্ষমা ও পরিবর্তনই জীবনের শেষ শিক্ষা।
0
Updated: 1 month ago