A
মৃদু রঞ্জন রশ্মি
B
গামা রশ্মি
C
বিটা রশ্মি
D
কসমিক রশ্মি
উত্তরের বিবরণ
রঙিন টেলিভিশন
রঙিন টেলিভিশন থেকে সামান্য পরিমাণ রঞ্জন রশ্মি নির্গত হয়, তবে তা এতই ক্ষীণ যে মানবদেহের জন্য তা উপেক্ষাযোগ্য। রঙিন অনুষ্ঠান সম্প্রচারের জন্য ব্যবহৃত মৌলিক যন্ত্রপাতিগুলো মূলত সাদাকালো সম্প্রচারের ক্ষেত্রেও প্রযোজ্য। তবে রঙিন চিত্র ধারণ ও প্রচারে বাড়তি কিছু যন্ত্রের প্রয়োজন হয়।
রঙিন টেলিভিশনের ক্যামেরায় লাল, নীল ও সবুজ—এই তিনটি রঙের জন্য থাকে পৃথক ইলেকট্রন টিউব। একইভাবে, গ্রাহক যন্ত্রের পর্দায়ও এই তিনটি রঙ নিয়ন্ত্রণে থাকে তিনটি ইলেকট্রন গান। টেলিভিশনের পর্দা প্রস্তুত করা হয় তিন ধরনের ফসফর দানা দিয়ে।
ইলেকট্রন গান থেকে নির্গত বীম নির্দিষ্ট রঙের ফসফর দানাকে আলোকিত করে, যার ফলে পর্দায় একসাথে লাল, নীল ও সবুজ রঙের বিন্দু তৈরি হয়। এই রঙগুলোর ভিন্ন ভিন্ন সংমিশ্রণে পর্দায় স্পষ্ট রঙিন ছবি দৃশ্যমান হয়।
উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago