A
আইয়ুব খান
B
ইয়াহিয়া খান
C
ভুট্টো
D
কিসিঞ্জার
উত্তরের বিবরণ
প্রশ্ন: “তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন _____ সাহেবের কথা।”
সমাধান:
তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি। আমি, শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম, ১৫ই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন।
তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন, প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে। আমরা বললাম, ঠিক আছে, আমরা এসেম্বলীতে বসবো। আমি বললাম, এসেম্বলীর মধ্যে আলোচনা করবো; এমনকি আমি এ পর্যন্ত বললাম, যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও, একজনও যদি সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব।
- ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ।

0
Updated: 1 day ago
নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?
Created: 2 weeks ago
A
১৭
B
১৮
C
২০
D
২১
প্রশ্ন: নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?
সমাধান:

চিত্র অনুসারে, ত্রিভুজগুলো হলো - △ABC, △ADF, △BDE, △CEF, △DEF, △DEO, △FEO, △BDO, △BEO, △BDP, △ODP, △BEP, △OEP, △CFO, △CEO, △OFQ, △CFQ, △OEQ, △CEQ এবং △BOC।
সুতরাং মোট ত্রিভুজ ২০টি।

0
Updated: 2 weeks ago
নিচের দুইটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে?
Created: 2 weeks ago
A
৭
B
৩৪৩
C
৭৭
D
৪৯
প্রশ্ন: নিচের দুইটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
প্রশ্নবোধক চিহ্নের জায়গায় বসবে = ক
এখন
৭/ক = ক/৩৪৩
বা, ক২ = ৭ × ৩৪৩
বা, ক২ = ২৪০১
বা, ক = √২৪০১
∴ ক = ৪৯

0
Updated: 2 weeks ago
কোন শব্দগুচ্ছ শুদ্ধ?
Created: 2 days ago
A
আয়ত্তাধীন, অহেরাত্রি, অদ্যপি
B
গড্ডালিকা, চিন্ময়, কল্যাণ
C
গৃহন্ত, গণনা, ইদানিং
D
আবশ্যক, মিথস্ক্রিয়া, গীতালি
প্রশ্ন: কোন শব্দগুচ্ছ শুদ্ধ?
সমাধান:
আবশ্যক, মিথস্ক্রিয়া, গীতালি - শব্দগুচ্ছ বাংলা একাডেমি অভিধান অনুযায়ী শুদ্ধ।

0
Updated: 2 days ago